![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ভালো খেলোয়াড় ছিলে!
একটার পর একটা গুগলি ছুড়েছো আমার দিকে...
আর আমি ?
দেশদ্রোহী র মত খেলে গিয়েছি প্রতিটা বল...
স্ট্যাম্প ছেড়ে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলাম একদম লেগ-স্ট্যাম্প এর বাইরে!
তুমি সুযোগ টা নিয়েছিলে।
তুমি প্রতিটা বার ই লেগ-ব্রেক এর যাদুর ভেল্কী তে আমার ইনিংস টা কে সংকীর্ণ করার আপ্রাণ চেষ্টা করে গেছো...
শেষ বলটা ও দারুন ছিলো তোমার...
একদম গুঁড়িয়ে দিয়েছো মিডল-স্ট্যাম্প এর বেল গুলি!
আমাকে আউট করে খুশিতে হয়েছো দিশেহারা!
সতীর্থদের সাথে মেতেছো বিজয় উল্লাসে!
কিন্তু দেখো....
এখনো আম্পায়ার আংগুল তুলেননি!
উনার বা-হাত টা বাম দিকে প্রসারিত করে ঠায় দাঁড়িয়ে আছেন!
নিজের গুগলি র জালে নিজেই ফেঁসে গেলে তুমি...
আমার চোখকে ঘূর্ণিপাক দেখানোর নেশায় কখন যে তোমার পা টা ক্রিজ-লাইনের বাইরে ফসকে গেছে, বুঝতেই পারোনি!
চারপাশ থেকে আমার শুভাকাঙ্ক্ষী রা চেঁচিয়ে উঠে বলেছে ...
" It's a NO_BALL "
আম্পায়ার তার মাথার উপরের দিকে হাত ঘুরিয়ে ইশারা দিলেন!
আমার সতীর্থ রা এবার চিৎকার করে বলে উঠল...
" Now it's time to hit a FREE_HIT "
তুমি খুব ভালো খেলোয়াড় ছিলে।
কিন্তু, এখন সময় এসেছে আমার!
ভুলগুলো শুধরে নিয়ে মিডল-স্ট্যাম্প বরাবর পা রেখে ব্যাট করার!
সময় এসেছে...
তোমার গুগলি মার্কা যাদুর ভেল্কী তে মোড়ানো ২২ আউন্সের বল টার তোমার মাথার ওপর দিয়ে সোজা গ্যালারি তে গিয়ে পড়ার!
১ ডিসেম্বর, ২০১৪।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৩
হেলোফেনাস বলেছেন: আশা করি আপনি ঠিক ই বুঝেছেন ভাই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: যদি আমার ধারণা সঠিক হয় তাহলে যা বুঝতে চেয়েছেন তা সত্যিই অসাধারণ