নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সহানুভুতিশীল, আন্তরিক, এবং কোমল হৃদয়ের মানুষ ।\nসবার প্রতি নি:শর্ত ভালবাসা আমার আন্তরিক স্লোগান ।

হেলপার

হেলপার › বিস্তারিত পোস্টঃ

আমাদের এই সমাজটা এমন যে বেশীর ভাগ শাস্তিই আমাদের বিনা অপরাধে পেতে হয়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

"আমাদের এই সমাজটা এমন যে বেশীর ভাগ শাস্তিই আমাদের বিনা অপরাধে পেতে হয়"
................................................................................. সংগৃহীত ।
কথাটা যদিও আমাদের দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার সাথে অনেকাংশেই মিলে যায় ! তবু আমরাও ব্যাক্তিগত ও সামাজিক জীবনে কেউ কেউ একে অপরের দ্বারা এধরনের শাস্তির শিকার হই ! আবার কেউ কেউ অপরকে এ ধরনের শাস্তি দিয়ে মিথ্যা আনন্দ হাসিল ও তাদের হীন স্বার্থ আদায় করতে চায়।
আমি দেখেছি, অনেকেই এমনটা করে (অর্থাৎ কাউকে বিনা অপরাধে শাস্তি দেয়া) এ ভাবে যে, কাউকে অহেতুক লজ্জ্বা দেওয়া, এবং হাসি ঠাট্রা ইত্যাদি করে থাকে, শুধুই নিজের জন্য কিছু মজা লুটে নেবার জন্য, এক্ষেত্রে অপরজন কোন কষ্ট পেল কিনা তাতে তাদের কোনই ভ্রুক্ষেপ নেই !
এ ছাড়াও আমাদের সমাজের পারিবারিক ও সামাজিক কলহ তে অশিক্ষিত ও ধর্মহীনদের কথা বাদই দিলাম ! তাদের অবস্থা যে কতটা ভয়াবহ, তা শিক্ষিত ও ধার্মিকদের পারিবারিক ও সামাজিক জীবনের প্রতি লক্ষ করলে সহজেই অনুমান করা যায় !! অনেক শিক্ষিত ও ধার্মিক পরিবারেও দেখা যায়, নারী ও দূর্বলরা অহরহ নির্যাতন সয়ে যাচ্ছে !
কেন মানুষ এমন টা করে !?
- প্রকৃত মনুষত্ব্য অর্জনের জন্য যে পড়াশুনা করা দরকার তা না করে, তারা অর্থ উপার্জনের নিয়তে কিছু কর্পোরেট কিছু পড়াশুনা করে মানবিকতা ও মনুষত্ব্যহীন এক ধরনের স্বার্থপর জীব হিসেবে নিজেদের কে গড়ে তুলছে ।
- ব্যাক্তিগত ও সামাজিক জীবনে বিজ্ঞান ও যুক্তি কে অগ্রাহ্য করা ।
- যারা ইসলামী জীবন যাপন করতে চায়, আমাদের সমাজে তাদের অনেকেই এক ধরনের গোঁড়া, সহিহ দলীল ব্যাতিত, এবং যুক্তিহীন বাতিল আকিদা পোষণ করে। আর যারা সহিহ আকিদার দাবি করে, অনেকেই সংকীর্ন মনমানসিকতার কারনে ইসলামের সৌন্দর্য কে কুৎসিত ভাবে ব্যাবহার করে অন্যের উপর অহেতুক জুলুম করে নিজেদের হীন স্বার্থ আদায় করে থাকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.