![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমেরিকাকে আমাদের প্রয়োজন নেই!" কথাটির যুক্তিযুক্ততা প্রমাণ করলো মোদি! প্রোটকল ভেঙে বারাক ওবামাকে জড়িয়ে ধরে। ওবামার আগমনে বিশ্বের বুকে ভারতের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা দুই-ই বাড়লো অথচ আমাদের মতো পুচকে দেশের মানুষ হয়ে বলি "প্রয়োজন নেই" কোটেশন উক্তিটি! অসাধারণ আমাদের কূটনৈতিক দক্ষতা। আমরা জানি, মাতব্বরের চরিত্র কখনই ভালো হয় না কিন্তু এর সাথে এও জেনে রাখা উচিত মাতব্বর ছাড়া গ্রামের লোকের উন্নতি হয় না অর্থাৎ গ্রামের লোকের ভালো-মন্দ নির্ভর করে ওই চরিত্রহীন মাতব্বরের হাতে। আমেরিকাও তেমনি এদের ব্যতিরেকে দেশের উন্নয়ন একবিন্দুও সম্ভব নয়। কথায় আছে 'যে গাভী দুধ দেয় তার লাথিও খাওয়া যায়।' দেশের ভালো আমরা কি কখনই বুঝব না?
©somewhere in net ltd.