![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের মানুষ যখন দুই বা ততোধিক মতে পৃথক হয়ে যায় তখন দেশ আর এক থাকতে পারে না, দ্বিধাবিভক্ত মানুষের মতো দুই বা ততোধিক ভাগে ভাগ হয়ে যায়। তখন আর এক থাকা সম্ভব নয়, এমনকি সম্ভবও হয় না কারণ দুই ভাগের প্রধানদের-ই প্রয়োজন হয়ে পড়ে ক্ষমতা আর তা আয়ত্তে আনতে গিয়ে দেশের মানুষের মতো সীমারেখাও চিহ্নিত হয়। খুব দ্রুত কার্যকরও হয় আর তা অসীম দেয়াল হয়ে দেখা দেয় দ্বিধাবিভক্ত মতপার্থক্যকারীদের মাঝে। অনেক সময় একই মতাদর্শের মাঝে। এগুলো আমার কোনো মনগড়া কথা নয়। ইতিহাস-ই এমন নির্মম সত্যের সাক্ষ্য দেয়।
কিন্তু আমাদের এ ছোট সোনার দেশকে আর ছোট বা খণ্ড খণ্ড ভাগে ভাগ করতে চাই না। আমরা কাধে কাধ মিলিয়ে এক অসাম্প্রদায়িক, মানবিক, উদার, সুখী সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চাই এবং গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত।
প্রতিশোধ স্পৃহা শুধু সংঘাত নয় বরং পদে পদে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, শান্তি নষ্ট করে, মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে, দেশের আর্থ-সামাজিক এক কথায় সার্বিক উন্নয়নকে ব্যাহত করে মানুষের মাঝে বিভাজনের অতিসূক্ষ্ম বহন তুলে দেয়। জাতির মধ্যে বিভেদের এ দেয়াল চাপিয়ে দিয়ে শয়তান দূরে দাঁড়িয়ে মুচকি হাসে আর ভাবে এরা আমার কতো অনুগত। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ধর্মমতে পার্থক্য না করে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে যাওয়া-ই আমাদের শুধু লক্ষ্য নয় একমাত্র পণ হওয়া উচিত। নারী-পুরুষ, ছোট -বড়, ধনী-গরীব, আওয়ামী লীগ-বিএনপি, জামায়াত-বামধারা নয় এদেশের ভালমন্দ চিন্তা তদানুসারে কাজ করার অধিকার এ দেশের প্রতিটি মানুষের আছে। যা বাংলাদেশের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে দেওয়া হয়েছে। ধর্মকে নয় মানুষ হিসেবে মানুষকেই বড় করে দেখতে হবে আর তা দেখতে পারলেই সব সমস্যার সমাধান মিলবে। এ চাওয়া নিশ্চয় অপরাধ নয়! যদি অপরাধ হয়ে থাকে তবে আমি আমার বিচার দাবি করছি। যে বিচারের রায়ে সর্বোচ্চ শাস্তির দাবিও তুলছি।
ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই, ১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাবের সেনাবাহিনী দুভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে ক্ষমতা পেল ইংরেজরা, এদিকে পদে পদে নিগৃহীত হলো বাঙালিরা। যা আজও অব্যাহত আছে। ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত লাভ করলেও তাঁদের তৈরি 'ভেদ নীতি' বেশ ভালোভাবে রপ্ত করেছি। এ জন্যই '৪৭ সালে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, '৭১ সালে দেশ ভাগ হয়েছে জাতিগত বিভেদ থেকে। '৭৫সালেও নীতিগত বিরোধ থেকে ঘটেছে জাতির ইতিহাসের সবচে' কলঙ্ক ও ন্যাক্কারজনক ঘটনা। এতকিছু ঘটার পরও আমরা আজ ইতিহাস থেকে শিক্ষা লাভ করতে পারিনি। তাই দেশ আবারো দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। অমানবকিতার শেষ ধাপ পর্যন্ত অতিক্রম করতে চলেছি। তবু আমাদের হুশ হয়নি আর হবেও না
©somewhere in net ltd.