নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চতুর্বর্গ

হেস্পারাস প্রবল

রক্তাক্ত বুকে এখনো লাশের মিছিল, অন্যায় অনিয়মের ধুরন্ধর পদাঘাত।

হেস্পারাস প্রবল › বিস্তারিত পোস্টঃ

মহাজ্ঞানীদের কথোপকথন যখন লজ্জার কারণ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৩

গতকাল শুক্রবার(৩০.০১.'১৫) বিশেষ কাজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম। কাজ মিটিয়ে বিকাল ৪.১৯ মিনিটে বিআরটিসি বাসে উঠেছি, উদ্দেশ্য শ্যামলী হয়ে মেস। সাভার এসে সিট পেয়ে যেখানে বসেছি ঠিক তার পিছনে একজন মহিলা, একজন পুরুষ বসা এবং দাঁড়ানো আরেকজন পুরুষ। তাদের কথা শুনে মনে হলো তারা একাধারে রাজনীতিক, ইতিহাসবিদ, ভূগোলবিদ, ধর্মতাত্ত্বিক, সাহিত্যিক প্রভৃতি জ্ঞানে জ্ঞানান্বিত! তারা সর্ববিষয়ে জ্ঞানান্বেষণ করে নিজেদের দক্ষ করে গড়ে তুলেছেন। আমি মনোযোগ দিয়ে শুনে যেগুলো মনে রাখতে পেরেছি তার হুবহু তুলে ধরেছি! তবে ওনাদের কথা শুনে আমি সেসময় বুমেরাং হেসেছি এবং এখনও হেসে চলেছি। আমাদের দেশের শিক্ষিত সমাজের অবস্থা যদি এই হয় তবে দেশের অবস্থা কি হবে? গ্যারান্টি, না হাসলে কষ্ট করে পড়ার জন্য শ্রম ফেরত...........



১ম ব্যক্তি(পুরুষ): পোপের শহর কোনটা?

২য় ব্যক্তি(মহিলা): জানি না।

৩য় ব্যক্তি(পুরুষ): ভ্যাটিকান সিটি।

১ম ব্যক্তি: ভ্যাটিকান সিটি একটা গ্রামের চেয়েও ছোট! এখানের লোকসংখ্যা ৯১০ জন।

৩য় ব্যক্তি: এরচেয়েও কম হবে।

১ম ব্যক্তি: আগে ছিল ৮৩০ জন এখন ৯১০ জন। এটি খ্রিস্টানদের পবিত্র নগরী। আগে ছিলো জেরুজালেম। আর এখন.......

২য় ব্যক্তি(ম.): পোপ কী?

১ম ব্যক্তি: আমাদের যেমন হুজুর তেমনি ওদের পোপ। খ্রিস্টানদের বিয়ে পড়ায়।

২য় ব্যক্তি(ম.): ওহ, এ শহর কোথায়?

১ম ব্যক্তি: সৌদিআরব। এখানে কোনো মেয়ে নেই। সব পুরুষ।

২য় ব্যক্তি(ম.): ওরা বিয়ে করে না? থাকে কী করে?

১ম ব্যক্তি: বিয়ে করে না তা নয়। তবে বুড়া হলে বিয়ে করে। আমার একজন বলছে, ওরা যখন আর সক্ষম থাকে না তখনই বিয়ে করে।



১ম ব্যক্তি: বলেন, বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কতো?

২য় ব্যক্তি(ম.): মনে নেই!

১ম ব্যক্তি: সবুজ তুই জানিস কয়টা?

৩য় ব্যক্তি: ২০৬টা।

১ম ব্যক্তি: কয়টা! আরে না ২০৬টা হবে না, ১৯৮টা।

২য় ব্যক্তি(ম.): শেষ স্বাধীন দেশ কোনটি?

১ম ব্যক্তি: কোনটা যেন....... মনে আসছে না তবে এন্টার্কটিকার দেশ হবে।

২য় ব্যক্তি(ম.): পৃথিবীর শেষ দেশ কোনটা? ওর পরে আর কোনো দেশ নেই।

১ম ব্যক্তি: ট্যুভালু, না না নরওয়ে।

২য় ব্যক্তি (ম.): না, হয়নি! মন্টিনেগ্রো। পৃথিবীর শেষ দেশ মন্টিনেগ্রো। এন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। এর পর আর কোনো দেশ নেই।

১ম ব্যক্তি: তবে ট্যুভালু নামে কিন্তু দেশ আছে। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ কোনটি?

৩য় ব্যক্তি: চীন।

১ম ব্যক্তি: জনসংখ্যায় ২য় বৃহত্তম দেশ?

৩য় ব্যক্তি: জানি না!

১ম ব্যক্তি: প্রথমটির নাম অনেকেই জানলেও ২য়টির নাম অধিকাংশ লোক জানে না!

২য় ব্যক্তি(ম.): সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া?

১ম ব্যক্তি: হ্যাঁ! আর ২য় বৃহত্তম দেশ কানাডা। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটি?

২য় ব্যক্তি(ম.): জানি না! এতো জেনে পারা যায়। জানার কোনো শেষ নেই।

১ম ব্যক্তি: সবুজ তুই জানিস?

৩য় ব্যক্তি: কী?

১ম ব্যক্তি: বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটা?

৩য় : তাজিনডং!

১ম : সবচেয়ে বড় পাহাড় গারো। আর বৃহত্তম পর্বতশ্রেণি তাজিওনডং।

২য় : তাজিওনডং নয়, তাজিনডং। এটি কোথায়?

১ম : বান্দরবন।

৩য় : হুম একে বিজয়ও বলে।

১ম : নতুন বিভাগ হচ্ছে কোনটি?

৩য় : ময়মনসিংহ।

২য় : তাহলে এখন বিভাগ ৭টি।

১ম : হ্যা! আর বিভাগ ৬৭টি! শেষ জেলা যেন কোনটি হয়েছে মনে আসছে না! তবে কুমিল্লাও বিভাগ হওয়া কথা আছে। অন্যসব শহরকে সিটি কর্পোরেশনকে করলেও কুমিল্লাকে করি নাই! কারণ এটি বিভাগ করবে।



কিছু সময় থেমে...... আবার.......



১ম : কাজী নজরুলের ছদ্মনাম কী জানেন?

২য়: দুখু মিয়া।

১ম : হয়নি। সবুজ তুই জানিস কাজী নজরুলের ছদ্মনাম কি? বলতে পারলে এখন একশো টাকা

দেব।

৩য় : বলতে পারি না।

১ম : কাজী নজরুলের ছদ্মনাম ধূমকেতু।

২য় : ওহ! কিছুদিন আগে এক চাকরি পরীক্ষায় এসেছিল "ভোরের পাখি" কার ছদ্মনাম?

১ম : জানি না। রবীন্দ্রনাথের ছদ্মনাম কী?

৩য় : ভানুসিংহ ঠাকুর

১ম : কাজী নজরুলের জন্মসাল কতো?

২য় : এগুলো আমার মোটেও মনে থাকে না। আমার দ্বারা সাল কখনই হয় না।

১ম : সবুজ তুই বলতে পারিস না কি নজরুলের জন্ম ও মৃত্যুসাল কতো?

৩য় : চুপ......

২য় : কিছুদিন আগে চাকরি পরীক্ষায় আসছিল "ধূমকেতু" কী? উপন্যাস, পত্রিকা, গোয়েন্দা......

১ম : পত্রিকা। বাংলা গদ্যের......... না বাংলা ছন্দের জাদুকর কে?

২য় : জানি না!

১ম : মাইকেল মধুসূদন দত্ত। এঁর বাড়ি কোথায় জানেন?

২য় : আ.....কপোতাক্ষ নদ।

১ম : হাহহাহা এটি জানেন কিন্তু কোথায়?

২য় : জানি না।

৩য় : সাগরদাঁড়ি।

১ম : সাগরদাঁড়ি, যশোর। বাংলা ছন্দ কতপ্রকার?

৩য় : ৩ প্রকার।

১ম : না! ২ প্রকার।



এমন সময় আমাদের সামনের  বাসের গ্লাস ভাঙছে কে বা কারা! আমরা সবাই আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ায়। দেখি রাস্তার সবাই নির্ভয়ে দাঁড়িয়ে দেখছে। অতএব নিশ্চিন্তে জায়গায় বসে পড়লাম।



১ম : দেশের অবস্থা খুবই খারাপ কখন কী হয় বোঝা যায় না। ক্ষমতা নিতে খালেদা জিয়ার পর তারেক কিন্তু হাসিনার পর কেউ নেই। এদেশে কেউ কথা রাখে না। সবাই কথার ওপর দিয়ে নিজের অবস্থা বজায় রাখে।

২য় : ঠিক বলেছেন।

১ম : জিয়া ও কর্নেল তাহের বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। ওদের বিচার চলছে।

২য় : তাহের এখনও বেঁচে আছে না?

১ম : না, মরে গেছে।

২য় : যারা এখনও বিদেশে আছে তাদের কী আনতে পেরেছে?

১ম : ওদের আনতে পারবে না। কারণ বিদেশিরা ওদের হেল্প করছে। "আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।" এর লেখক কে জানেন?

২য় : কাজী নজরুল ইসলাম।

১ম : না! সজনীকান্ত.....। আপনি এখন কি পড়ছেন যেন?

২য় : পড়ালেখা শেষ। কিছুদিন আগে সেকেন্ড ইয়ারের(!) পরীক্ষা দিয়েছি।

১ম : আমার পড়ালেখা শেষ হতে আর ২ বছর লাগবে। তবে মাস্টার্স করার ইচ্ছে নেই। বিয়ে করার জন্য পড়ছি! সার্টিফিকেট দেখিয়ে বিয়ে করবো। চাকরি করার ইচ্ছে নেই। পড়া শেষে বাবার হাতে সার্টিফিকেট ধরিয়ে দেব।

২য় : মুচকি হাসি দিলেন। (পিছন ফিরে তাকিয়ে দেখি।) আমার দেওর(দেবর) কুমিল্লা অগ্রণী, সরকারি ব্যাংকে চাকরি করেন।

১ম : হযরত আলী মারা যাওয়ার পর আয়েশার সাথে ক্ষমতা নিয়ে অন্যদের দ্বন্দ্ব হয়েছিল। এসব ইতিহাস কোনো কিতাবে আসেনি, সবাই জানেও না।

২য় : ইসলামের ইতিহাসে এসব তথ্য ছিলো না তো!

১ম : এসব কথা সবাই জানে না কারণ কিতাবে এগুলো আসেনি। এভাবেই তো ইতিহাস বিকৃত হয়ে আসছে।........

অতপর আমি শ্যামলী নেমে গেছি বিদ্বানত্রয় হয়তো তাদের জ্ঞান চর্চা করেই গিয়েছিলেন! জয় হোক তাদের জ্ঞান চর্চাক্ষেত্র!









# এবার আসুন সঠিক তথ্যগুলো জেনে নেওয়া যাক।

পোপ হলো খ্রিস্টানদের ধর্মগুরু, ধর্মযাজক। ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশ। এ শহর ইতালিতে অবস্থিত। মন্টিনিগ্রো ইউরোপের একটি দেশ। দেশে বর্তমান বিভাগের সংখ্যা সাত, সর্বশেষ রংপুর! ময়মনসিংহকে বিভাগ করার পরিকল্পনা চলছে এবং ইতোমধ্যে কার্যকরে অনেকখানি এগিয়ে গিয়েছে। বর্তমান দেশে জেলার সংখ্যা ৬৪। কয়েকবছর আগে ভৈরবকে ৬৫তম জেলা করার কথা ঘোষণা হলেও তা কার্যকর হয়নি। বাংলাদেশের সবচে' উঁচুতম পাহাড় গারো, ময়মনসিংহ। উচ্চতম পর্বতশ্রেণি তাজিনডং,বান্দবান। বর্তমান স্বাধীন দেশের সংখ্যা ১৯৫ আর জাতিসংঘের সদস্য দেশ ১৯৩টি। পৃথিবী শেষ দেশ কোনটি তা এপর্যন্ত জানি না! তবে সবচে' উত্তরের দেশ নরওয়ে আর দক্ষিণের দেশ চিলি। উল্লেখ্য এন্টার্কটিকা মহাদেশে কোনো প্রাণি বাস করে না! এখানে কোনো দেশও নেই চারিদিকে শুধু বরফ আর বরফ। জনসংখ্যায় বৃহত্তম দেশ চীন, ২য় ভারত, আয়তনে ১ম রাশিয়া, ২য় কানাডা! কাজী নজরুলে ছদ্মনাম ধূমকেতু আবার তিনি ধূমকেতু নামে একটি পত্রিকাও বের করেন। বিহারীলালের উপাধি ভোরের পাখি যা রবীন্দ্রনাথ দিয়েছিলেন। রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। বাংল সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরদাঁড়ি, যশোর। বাংলা কবিতার ছন্দ তিন প্রকার যথা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত। আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুমকুমারী দাশ যেখানে আছে "আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে।" বাকি তথ্যগুলো তাদের নিজস্ব জ্ঞানবুক হতে প্রকাশিত বলেই তথ্য জানানো সম্ভব হয়নি।





আত্মস্মৃতি

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৩

নীলাবেশ বলেছেন: হা হা হা হা ... এরাই জাতির ....

"আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে।"

আফসোস কখোনো হবে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

হেস্পারাস প্রবল বলেছেন: ঠিকই বলেছেন! আর এ কারণে-ই দেশের অবস্থা অত্যন্ত বিশৃঙ্খল!

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৬

খেলাঘর বলেছেন:


বকবক পোস্ট

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

হেস্পারাস প্রবল বলেছেন: হাহাহাহা বক বক হলেও অনেককিছু বোঝার আছে! :-)

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫০

রামন বলেছেন:
খেলাঘর বলেছেন: বকবক পোস্ট :) :D B-) ;) :(

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৪

নিলু বলেছেন: ভালো ইতিহাস, লিখে যান

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

হেস্পারাস প্রবল বলেছেন: ধন্যবাদ!

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩১

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা। B-) B-) B-) B-)





আমাদের দেশে চিন্তাশীল লোকের অভাব নাই :-P :-P :-P :-P :-P





০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

হেস্পারাস প্রবল বলেছেন: এদেশে মানুষের চেয়ে চিন্তাশীল লোকের সমাগম অনেক বেশি!

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

সরদার হারুন বলেছেন: আমার মনে হয় এরা সুশীল সমাজের লোক কাজেই টক শোতে যাচ্ছেন তো তাই
কি বলবেন তার মহড়া বা রিহারসাল দিচ্ছেলেন ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

হেস্পারাস প্রবল বলেছেন: আপনার কথায় যুক্তি আছে! আমাদের টকশোতে এমনই ভ্রান্তিযুক্ত তথ্য উপস্থাপন হয়ে থাকে আর ভবিষ্যতে দেখবো এরাই সুশীল হয়েছে। বিভিন্ন টকশোতে গলা ফাটাচ্ছে......

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

প্রফেসর সাহেব বলেছেন: eto gian ora kutay rake

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

হেস্পারাস প্রবল বলেছেন: জ্ঞানীদের জ্ঞান, যেখানে থাকে হয়তো সেখানে...... ;-)

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: হাসতে হাসতে আমি শেষ।আমি নাই।চরম হইছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

হেস্পারাস প্রবল বলেছেন: ধন্যবাদ! ওরা যখন জ্ঞানচর্চা করছিলো তখন আমি ও আমার সঙ্গী দুজনেই অনেক হেসেছি কিন্তু তারপরও জ্ঞানচর্চা থেমে থাকেনি। হয়তো জ্ঞান এমনই কোনো বাঁধা মানে না শুধু সামনে এগোতে জানে। :-)

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

আরমান আহমেদ বলেছেন: ভালো লেগেছে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

হেস্পারাস প্রবল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.