নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চতুর্বর্গ

হেস্পারাস প্রবল

রক্তাক্ত বুকে এখনো লাশের মিছিল, অন্যায় অনিয়মের ধুরন্ধর পদাঘাত।

হেস্পারাস প্রবল › বিস্তারিত পোস্টঃ

অর্থ পাচার থেকে বর্তমান সরকারও বেরিয়ে আসতে পারিনি!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থপাচার বিরোধী আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিনানশিয়াল ইনটিপ্রিটি (GFI) ১৬ ডিসেম্বর '১৪ তারিখে বিশ্বজুড়ে অর্থ পাচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে(GFI এর তথ্যমতে) ২০১২ সালে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় ১৭৮ কোটি ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩৮,৮৪,০০,০০০ টাকা! বিদেশে অর্থ পাচার নিয়ে আদালতে অনেকগুলো মামলা চলছে। যার অন্যতম প্রধান আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক এখন বিদেশে, বিএনপিও বর্তমানে ক্ষমতায় নেই তবে এ অর্থ পাচার করছে কে/কারা? তবে কি বিএনপির মতো বর্তমান সরকারের মধ্যেও শত শত তারেক ঢুকে পড়েছে? যদি তা-ই হয় তবে তাদের খুঁজে বের করে শাস্তির / আইনের আওতায় কেন নিয়ে আসা হচ্ছে না? উল্লেখ্য ২০০৫ সালের আগে অর্থ পাচারের পরিমাণ বছরে ৪৮ কোটি ডলার। সে তুলনায় বর্তমানের অর্থ অনেক বেশি। এ টাকা কে বা কারা পাচার করছে তা কি সরকার কখনই খোঁজ নিয়ে দেখেছে? কিংবা এদের খুঁজে বের করে শাস্তি প্রদানের কথা উচ্চারণ করেছে কি? না বলিনি! তবে এর অর্থ কী দাড়ায় সরকার ও সরকারের সাথে যুক্ত ব্যক্তিগণ-ই এই অর্থ পাচারের সাথে জড়িত! যদি সরকার জনগণের কাছে বিস্তারিত প্রকাশ করতো তবে তা খোলাসা হতো। আশা করি সরকার খুব শীঘ্রই তা প্রকাশ করে জনগণকে চিন্তামুক্ত করবেন। তা না করলে এ পাচারের অপরাধ থেকে সরকার কখনই দায় মুক্তি পাবে না। একদিন না একদিন তাদেরও বিচারের সম্মুখীন হতে হবে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

ইসপাত কঠিন বলেছেন: ডলার ৮০ টাকা দরে ১৭৮ কোটি টাকায় ১৪২৪০ কোটি টাকা হয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৮

হেস্পারাস প্রবল বলেছেন: চলমান রেট ১ ডলার = ৭৮ টাকা ধরে হিসেব করেছি! ধন্যবাদ

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

ইসপাত কঠিন বলেছেন: সংশোধন: ডলার ৮০ টাকা দরে ১৭৮ কোটি ডলারে ১৪২৪০ কোটি টাকা হয়।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

মতিউর রহমান মিঠু বলেছেন: হুম.....এখনো বড় বড় কথা বলবেন আলীগ?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৭

হেস্পারাস প্রবল বলেছেন: তা-ই দেখছি ও শুনছি!

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২২

ইসপাত কঠিন বলেছেন: ডলার রেট ৭৮ টাকা ধরলে আপনার দেওয়া মোট অংকে আরো দুইটা ০ যোগ হবে।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

মিতক্ষরা বলেছেন: আরে, এই আওয়ামী লীগের সময়েই তো বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

তবে তা বিএনপিকে দুর্নীতি করার বৈধতা দেয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.