![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতরাতে(১৯.০২.'১৫) বিমান বন্দরে নেমে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা "মনে হচ্ছে যেন নিজ দেশে এসেছি।" "নিজ দেশ" শব্দটিকে আপনারাই বিশ্লেষণ করুন। কিন্তু এদেশের (বাংলাদেশ) বাঁশ কীভাবে মারতে হয় মমতা খুব ভালো করেই জানে। তিস্তা পানি বন্টন চুক্তি এই মমতার জন্যই আটকে আছে। আমরা চুক্তিমত বেরুবাড়ি দিলাম কিন্তু এখন পর্যন্ত কী পেলাম? একেবারেই কিছু যে পাইনি তা নয়, তবে ভারতের কাছ থেকে যা পেয়েছি তা একাত্তরের মতো শুধু রক্তের কালি দিয়ে লেখা। পাকিস্তান আমাদের চুষেছে ১৯৪৭-'৭১ পর্যন্ত আর ভারত ১৯৭১ থেকে আজ অবধি যা এখনও চলমান। আমার এক প্রিয় স্যার তাঁর ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন, যখন পরিবেশ বিষয়ে বাংলাদেশকে বিদেশি দাতা সংস্থাগুলো সাহায্য করতে যায় তখনই ভারত ও পাকিস্তান মিলে তা প্রতিহত করে। ভারত ও পাকিস্তানের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক বাংলাদেশ বিষয়ে এদের মনোভাব অত্যন্ত ন্যক্কারজনক। অর্থাৎ তখন এরা এক হয়ে লড়াই করে একমাত্র বাংলাদেশকে প্রতিহত করার জন্য। শুধু পরিবেশ বিষয়ে নয়, আর্থ-সামাজিক অন্যান্য খাতেও যখন বিদেশি অনুগ্রহ পেতে যাই তখনই এদুটি দেশ তা ভণ্ডুল করে দেয়ার চেষ্টা করে। ভারত ও পাকিস্তান কোনো দেশ-ই যে আমাদের ভালো চায় না তা আমরা কবে বুঝবো? অন্যরা নিজেদের ভালো বুঝলেও আমরা বুঝি না কারণ যাদের রক্ত ধারায় হজার বছরের হাজার জনের কলুষিত রক্ত প্রবাহিত তারা নিজেদের ভালো বুঝবে কেমনে? আমরা যেদিন পাকিস্তানি ও ভারতি মনোভাব ত্যাগ করতে পারবো সেদিন-ই এদেশের মঙ্গল হবে এর আগে নয়।
©somewhere in net ltd.