![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারারাত তোমার ফোন বিজি থাকে , কাহিনী কি ?
- বলছিলাম না আমার ছোট মামা বাইরে থাকে । উনিই কল দিছে ।
: তাই ?এত কথা কিসের?
- খোঁজ খবর নিলেন।কি গিফট নিবো শুনলেন।অনেক ভালোবাসে তো!
: তাই নাকি?এতদিন কখনো ফোন দেয় নি,হঠ্যাত্ এত ভালোবাসা?
- দেখ তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো!
: আচ্ছা জাস্ট একটা কথা বলোঃ টানা চারঘন্টা কথা বললে কত টাকা খরচ হয়?
- কিভাবে বলি?
: মিথ্যা বলাটা ভালোভাবে শিখে নাও।বুঝেছো?
- ইউ নো হোয়াট?ডিসগাস্টিং।
তানিশা ফোন কেটে দেয় ।
রাশেদ কিছুক্ষণ ফোন নিয়ে বসে থাকে । জীবনে অনেক প্রেম করেছে কিন্তু তানিশাকে বেশ ভালোবাসতো ।
রাশেদ ফেসবুকে স্ট্যাটাসঃ
কবি বলেছেনঃ সত্যিকার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ ।
তানিশা স্ট্যাটাস দেয়ঃ
আমার কেউ নেই । আমি একা একা একা । নিজেকেই ভালোবাসি । বৃষ্টিতে কাঁদি কেউ যেন না দেখে । কেউ আমাকে ভালোবাসে না ।
অতঃপর তানিশা রাশেদকে ফোন দিয়ে দেখে রাশেদের ফোন বিজি।
রাশেদ ফোন দিয়েছে লোপাকে । লোপাকে অনেকদিন পর ফোন দেয়ায় লোপা বেশ অবাক হয় ।
রাত বাড়ে , বাড়ে কথার গভীরতা ।
তানিশাও অপেক্ষা না করে ফোন দেয় নতুনজনকে । কান্নাজড়িত ন্যাকামীসুলভ কন্ঠে বলে গলিয়ে ফেলে অপর পাশের মানুষটিকে ।
সত্যি ভালোবাসাটা এখন দুষ্প্রাপ্য । বিশ্বাস কেবলই অবিশ্বাসের নামান্তর । একজনকে ভালোবেসে অন্য একজনকে হাতে রাখা এখনকার ট্রাডিশন ।
আধুনিকতা মানে নোংরামীর অবাধ বিচরণ ।
কেউ ভালোবেসে অপেক্ষা করে , কেউবা সেই অপেক্ষার প্রহরে অন্য কারো সাথে প্রেম করে ।
ভালোবাসা ব্যাপারটা জীবনের অতি ক্ষুদ্র অংশ কিন্তু ভালোবাসা নিয়েই আমরা জীবনের সবচেয়ে বেশি সময় পার করি ।
ভালোবাসা কেবল একটা প্রয়োজনের নাম । প্রিয়জন হারিয়ে গেলেই নতুন কাউকে দিয়ে শূন্যস্হান পূরণ করে ভালোবাসা নিপাতনে সিদ্ধ হয়
to join our page Facebook
©somewhere in net ltd.