| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরমাহমুদ
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

নকল কমবেশি সব সময় ছিলো। ৮০ এর দশকে প্রশাসন পুলিশ ও শিক্ষা খাতে যারা চাকরিতে জয়েন করেছিলেন তাঁদের জন্য খুব বড় ধরনের একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছিলো! মাত্র কয়েক বছর পর - ৯০ এর দশকে এসএসসি ও এইচএসসি পরিক্ষায় সাধারণ ছাত্র ছাত্রীর অবাধ নকল ও প্রশ্নফাঁস যাত্রা শুরু হয়। যা মোটামোটি মহামারী আকার ধারণ করে। এরশাদ সরকার পতনের পর থেকে দেশে নকলের বন্যা শুরু হয়। আর এই নকলের বন্যা সামালাতে গিয়ে প্রশাসনের লোকজনের রাতের ঘুম রিতিমতো হারাম হয়ে উঠে। পপি লাইব্রেরী ও গ্লোব লাইব্রেরী থেকে প্রকাশিত ছোট ছোট গাইড বই নোট বই ছিলো নকল করার জন্য অন্যতম। এসএসসি ও এইচএসসি বোর্ড পরিক্ষা ছাড়াও স্কুল কলেজের বার্ষিক পরিক্ষাতেও বইয়ের পৃষ্টা ব্লেড কাঁচি দিয়ে কেটে কেটে স্কুল কলেজের ছাত্র ছাত্রী নকল করা শুরু করে। ৯০ এর দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত অনুবাদ সিরিয়াল আলিফ লায়লার মতো ছাত্র ছাত্রীর নকলও হয়ে গিয়েছিলো জনপ্রিয়।
৯০ এর দশকে যারা এসএসসি এইচএসসি করেছেন তাদের লেখা গল্প যখনই ফেসবুক ব্লগ বা যে কোনো মাধ্যেমে পড়ি আমার কেনো জানি মনে হয়, কোথাও না কোথাও কোনো সমস্যা আছে। গল্পের প্লট নকল হওয়ার সমূহ সম্ভবনা আছে। কারণ তাদের গল্পে একটি কমন বার্তা ও সাবধান বাণী থাকে “DON'T JUDGE A BOOK BY ITS COVER" অর্থাৎ তাদের গল্প হালকাভাবে নেওয়ার মতো দুঃসাহস যেনো ভুলেও কেউ না করেন। তাদের গল্প অনেক ভারী! এতোই ভারী যে, কোনো প্রকাশক এই গল্পগুলো প্রকাশে ইনভেস্ট করতে আগ্রহী হতে পারেন না। লেখকের নিজ খরচে গল্প উপন্যাসের বই প্রকাশ করতে হয়!
DON'T JUDGE A BOOK BY ITS COVER - এই গল্পগুলোর অধিকাংশ সারকথা হচ্ছে, গল্পের নায়ক একজন অতি সাধরণ মানুষ। অতি অতি অতি সাধারণ মানুষ! যার কোনো অফিসিয়াল ড্রেসকোড নেই। যার সাথে কোনো সহকারী নেই, কোনো রানার নেই, বডিগার্ড তো অনেক দূরের চিন্তা! তাঁর আসল পরিচয় তিনি বিশাল বিশাল বিশালাকার মাল্টি ন্যাশনাল কোম্পানির এমডি, সিইও, অপারেশন ডিরেক্টর, একজন ভিআইপি, ভিভিআইপি, সিআইপি ইত্যাদি ইত্যাদি। যিনি নিজ পরিচয় গোপন করে রাখেন, গোপন জীবন যাপন করেন। আর এমন বিশেষ নায়কের বিপরীতে যিনি রোল করেন তিনি আয়োডিনের অভাবে মোটামোটি মাথামোটা একজন আহাম্মক অথবা তৃতীয় শ্রেনীর ছ্যাবলা ছ্যাচরা জোকার!
এই ধরেনর গল্পে কিছু কমন দৃশ্য আছে, গল্পের নায়ক খুবই সাধারণ চলাফেরা করেন, জামা কাপড়ে হয়তো আয়রনও করা থাকে না, তবে নায়ক দেখতে খুবই সুন্দর ঝকঝকে টকটকে লাল আমের মতো। চশমা পড়েন, ঠিক চশমা দিয়ে পড়ালেখা বা দেখার জন্য নাহ! চশমা পড়েন চশমার কাঁচের উপর দিয়ে দেখার জন্য!
গল্প ও গল্পের প্লট কোন দেশ থেকে নকল করা হয়েছে তার সন্ধানে গিয়ে দেখি বিশাল কারবার! DON'T JUDGE A BOOK BY ITS COVER প্লটের নাটকে আমাদের ইউটিউব সয়লাব হয়ে আছে।
নাটকের নাম: -
০১। চাকরিজীবী বউ
০২। ভালবাসার রং
উল্লেখিত দুইটি নাটকের পাঁচ দশ মিনিট করে দেখার পর খুব সম্ভব আর ভিডিও দেখার প্রয়োজন হবে না। নাটকের কোন প্লট থেকে গল্প নকল করা হয়েছে তা অনুমেয়। তারপরও আরও কিছু নাটকের নাম সংযোজন করেছি, এই ধরনের নাটক ইউটিউবে শত সহস্র আছে হয়তো তারও বেশি।
০৩। সিইও স্যার
০৪। কোটি টাকার চাকর
০৫। কোটিপতি ছেলে যখন অফিসের কর্মচারী
০৬। রাখাল ছেলের কোটি টাকার ব্যবসা
০৭। চাকর থেকে কোটিপতি
০৮। কোটিপতি যখন চাকর
০৯। কাজের ছেলে কোটিপতি
১০। গার্মেন্টস মালিক যখন ওয়েটার
এই ধরনের নাটক দেখে দেখে নাটকের প্লট থেকে নকল করে করে গল্প লিখে ফেসবুকে পোস্ট হয়, পোস্ট হয় ব্লগেও। এই গল্পগুলো বইমেলতেও বই আকারে প্রকাশিত হয়। আপনি যদি বাইচান্স কিছুই না হতে পারেন। তাহলে একটি পথ খোলা আছে আপনি “লেখক” হতে পারেন। ইউটিউবে এই নাটকগুলোর প্লট থেকে “কিছু নকল, কিছু লবন, কিছু চিনি মিক্স করে” আট দশটি গল্প লিখে নিজ পয়সায় বই প্রকাশ করতে পারেন। এখন আপনি একজন লেখক, সাহিত্যিক, গল্পকার, প্রবন্ধকার।
বই মেলার পূর্বে ফেসবুক, ব্লগ সহ নানান মাধ্যেমে আমি সিজনাল লেখকের দেখা পেয়েছি। যারা বছরের অন্য সময়ে অনুপস্থিত থাকেন। বই মেলার কাছাকাছি সময়ে তাঁরা চলে আসেন। ডেস্টিনি ২০০০ লিমিটেডের মতো বইয়ের মার্কেটিং করেন। বই মেলা শেষ - তাঁরা আবার হাপিস হয়ে যান। ডেস্টিনির মতো নাছোরবান্দা হয়ে যমের অরুচি অখাদ্য বই আমাদের কাছে চাপিয়ে দিয়ে চলে যান।
আত্মকথা: ৯০ এর জেনারেশনের অনেক অনেক আছেন যারা সত্যি সত্যি সুশিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষ অথবা একজন ভালো মানুষ। লেখাটি ব্লগের ভাষায় - “জেনারেলাইজড করে লেখা না”। তাই এই দোষ সকলের মাথায় আত্মবোঝা হিসেবে টেনে না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।
১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি জানি। আপনি প্রায়ই জানতে চান প্রফেশনাল জীবনের কথা কিছুতো ব্লগে থাকা উচিত। প্রফেশনে কি করেছেন - নকল করে করে আবুল কাবুল মার্ক বেশি নেওয়াতে ভালো ছাত্র ছাত্রীর কতোটা ক্ষতি হয়েছে ব্লগে সেই ছাত্র ছাত্রী থাকলে তাঁর নিজের কাছ থেকে জানা যেতো।
প্রশ্নফাঁস হয়ে গেলে, পরিক্ষা স্থগিত করতে হয়েছে। পরিক্ষা স্থগিতের কারণে অনেক ভালো ছাত্র ছাত্রীর ক্ষতি হয়েছে। পরিক্ষা যেইখানে মোটামোটি শেষ হয়ে যাওয়ার কথা, সেইখানে আরও দশদিন সময় বাড়ানো হয়েছে। নতুন করে প্রশ্নপত্র তৈরি করতে হয়েছে। ক খ গ ঘ সেট তৈরি করতে হয়েছে। ছাত্র ছাত্রীর ঘুম হারাম হয়েছে। প্রশাসনের ঘুম হারাম হয়েছে।
২|
১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১৩
জেনারেশন একাত্তর বলেছেন:
এবার সামু থেকে কমপক্ষে ৮০ থেকে ১০০ কিলো ( ১টি উপন্যাস, ৫০০ কপি ) গার্বেজের বোঝা যাবে বইমেলায়।
১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইনি একজন নকল ও কপি লেখক। খুবই সম্ভবনা আছে তিনি নকলে মোটামোটি কান্নাবাজ মানুষ। এদের বই পড়ার চেয়ে বাজারের ফর্দ পড়া অনেক ভালো।
৩|
১৫ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৪২
কামাল১৮ বলেছেন: এখন যারা লেখক,তারা দেখে সবকিছু লেখা হয়ে গেছে।নকল করা ছাড়া তাদের উপায় কি।প্রত্যক্ষ বা পরোক্ষ জীবনের অভিজ্ঞতা থেকে সেখার জন্য অনেক পরিশ্রম করতে হয় বা জীবন সম্পর্কে দূরদৃষ্টি থাকতে হয়।যেটা অনেকের নাই।তাই শটকাটে কিভাবে লেখক হওয়া যায় সেই পথ খুঁজে বের করে।
১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন:
নকল করা ছাড়া উপায় আছে। কিন্তু যারা নকলে অভ্যস্ত, তারা অভ্যাস ত্যাগ করতে পারে না।
৪|
১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৯
রাসেল বলেছেন: এতো এতো দেশপ্রেমিক বুদ্ধিজীবীর (প্রশাসক, রাজনীতিবিদ) তত্ত্বাবধানে দেশপরিচালিত হইতেছে ১৯৭১ সাল থেকে। সঙ্গত কারণেই অনুমান করা যায়, নির্দিষ্ট কুউদ্দেশ্য নিয়েই প্রশ্নফাঁস নকলবাজ জেনারেশন তৈরির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হইতেছে ।
১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
১৯৭১ এর সাথে কোনো প্রকার খারাপ উদ্দেশ্য জড়িত না। তবে এই দেশে যতো খারাপ লোক আছে তারা কিন্তু আরব দেশ থেকে আসে নাই। তারা এই দেশেরই মীর জাফর। আপনার যদি সরকারি হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতা থাকে, আশা করি তাহলে বুঝতে পেরেছেন পিয়ন থেকে ডাক্তার কে কি করছে? সাধারণ মানুষ কতোটা অসহায় আর জিম্মি।
৫|
১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: যত যা-ই বলেন, ৯০ এর দশকটা দারুন ছিলো।
আহাহা কি সব দিন ছিলো!!! আহাহা---
সব গল্প লেখা হয়ে গেছে। এখন আর নতুন কিছু লেখার নেই। পুরোনো সব গল্পকেই নতুন করে ঘুরিয়ে-ফিরিয়ে লিখতে হবে।
১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি ফেসবুকের ভাষায় কথা লিখেছেন - চারটি মারবেল আর দুইটি সন্দেশের ছবি দিয়ে পোস্ট দেওয়া থাকে “যারা চিনতে পেরেছেন তাদের ছেলেবেলা মধুর ছিলো” - বেকুবি কথা! ছেলেবেলা সবসময়ই মধুর থাকে। ৯০ এর দশক কেনো মধুর ছিলো আমি বলি - ৯০ এর দশক ছিলো পত্র মিতালী’র স্বর্ণযুগ।
৬|
১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশের সিআইপি-দের কোন ড্রেস কোড নেই।
আমি কয়েকজনকে চিনি।
তবে, বাংলাদেশের সামরিক বাহিনীর মানুষেরা ড্রেস কোড মেনে চলেন। খুব ভালো ভাবেই।
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
সিআইপিদের কোনো মিটিং সেমিনার বা যে কোনো অফিসিয়াল কাজে তাঁদের ড্রেসকোড মেনে চলতে হয়। যারা ড্রেসকোড মানেন না তারা সমাজের ক্ষতিকর মানুষ।
৭|
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশের ট্রাক ড্রাইভার কোটিপতি হয়।
আর, শিক্ষিতরা ভাগাড়ে যায়।
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
কোটিপতি হতে মানা নেই। তবে নাটকে গল্পে যেই ভুল বার্তা থাকে এই ভুল বার্তা সমাজের জন্য ক্ষতিকর।
৮|
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আর, নিজের বগলে গন্ধ নিয়ে অন্যের বগল যে শুঁকে, সে যেমন ভালো লোক নয়,
আপনিও ভদ্রলোক নন।
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি কবে আপনার সাথে অভদ্রতা করেছি? তারপরও আমি যদি আপনার সাথে কোনো অভদ্রতা করে থাকি আমি আন্তরিকভাবে দুঃখিত।
কিন্তু সমস্যা হচ্ছে, কবে কখন আপনার সাথে অভদ্রতা করেছি প্লিজ জানাবেন।
৯|
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৩
রাসেল বলেছেন: লেখক বলেছেন: "১৯৭১ এর সাথে কোনো প্রকার খারাপ উদ্দেশ্য জড়িত না।"
উদ্দেশ্য অবশ্যই অবশ্যই অবশ্যই ভাল ছিল এবং তা অতি অল্প সময়েই বর্ণচোরাদের দ্বারা হাইজ্যাক হয়েছে।
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
এই সমস্যা থেকে আমাদের উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। আমি কোনো উপায় দেখিও না। একটি জাতিতে এতো এতো খারাপ লোক এখন করণীয় কি?
১০|
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এইসব নাটক এখন ফেসবুকের রিলে দেখি। একই ঘটনা কাটছাট করে েতৈরী করা হয়।
নকলে ভরপুর বাংলাদেশ
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
সস্তা নাটক দেখে দেখে সস্তা গল্প লেখার মাঝে কি আনন্দ আছে! - সত্যি সত্যি আমি জানি না।
১১|
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কাঠালবাগানের পোস্টে মন্তব্য করেছেন -
ভয়াবহ গন্ডগোল। ভিক্ষুককে যেইভাবে আমরা বলি - বাবা মাপ করেন। তাঁকেও বলে দিন “বাবা মাপ করেন, আমার কাছে ভাংতি টাকা নেই”।
===========
এভাবে যিনি কমেন্ট করেন উনি ভালো মানুষ হতে পারেন না।
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
যিনি তাঁকে গালি দিয়েছেন, তার সাথে এখন দেন দরবার করে তো আর কিছু হচ্ছে না। সবচেয়ে ভালো কাজ। আমি আবারও বলছি সবচেয়ে ভালো কাজ - তাঁর কাছে বরং মাপ চেয়ে নেওয়া। বাবা মাপ করে দিন আমার কাছে ভাংতি টাকা নেই।
১২|
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সমাজে ভ্রদ্রতার মুখোশে অনেক বদমায়েশ মানুষ থাকেন যারা অন্যায়কে প্রশ্রয় দেন।
ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না।
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমরা এমন এক যুগে প্রবেশ করেছি। এখন যে অন্যায় করবে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। ভয়াবহ পরিস্থিতি, দিন দিন আরো খারাপ পরিস্থিতি হতে পারে (হয়তো)। দেশে সবার আগে দেশের কর্মজীবি নারীদের ক্ষতি হবে। তবে টিকটকার ফেসবুকার ইউটিউবার নষ্ট নারীদের কিছু হবে না। - আপনি আমার কথা নোট রাখতে পারেন, প্রমাণ পাবেন।
১৩|
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
আমরা এমন এক যুগে প্রবেশ করেছি। এখন যে অন্যায় করবে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। ভয়াবহ পরিস্থিতি, দিন দিন আরো খারাপ পরিস্থিতি হতে পারে (হয়তো)। দেশে সবার আগে দেশের কর্মজীবি নারীদের ক্ষতি হবে। তবে টিকটকার ফেসবুকার ইউটিউবার নষ্ট নারীদের কিছু হবে না। - আপনি আমার কথা নোট রাখতে পারেন, প্রমাণ পাবেন।
===========
দেখুন ঠাকুরমাহমুদ ভাই,
দেশের কর্মজীবি ভালো নারীদের, সে টিকটকার হোক কি ইউটুবার কিংবা ব্লগার, তাঁদের কিছুই হবে না। তাঁরা ভালো থাকবেন। যারা ভালো তাঁরা সব পরিস্থিতিতেই ভালো।
আর, যারা অন্যায় কাজ করেন, পরের ক্ষতি করেন, ট্যাগবাজি করেন, ওরা যে জায়গাতেই যাবেন, সেই জায়গাতেই নষ্টামি করবেন।
এদের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না।
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
নাহ, নষ্ট নারীদের কিছু হবে না। নষ্ট নারী হচ্ছে পণ্য। পণ্যের চাহিদা সব সময় থাকে। ক্ষতি হবে ভালো নারীদের। কর্মজীবি ভালো নারীদের। আমি সময় দেখা মানুষ, কি পরিমাণ সময় দেখেছি তা ব্লগে লিখতে হলে এক হাজার এক রাতের আরব্য রজনী হয়ে যাবে।
ভার্চুয়াল এবং সামাজিক জীবনে খারাপ মানুষ হতে দূরে থাকুন, যদি এদের থেকে দূরে থাকতে না পারেন, তাহলে আপনাকে নিয়ে প্রতি নিয়ত রঙ তামাশা করবে!
১৪|
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উক্ত ব্লগার আমাকে আগে বাজে কথা বলেছিলেন। খারাপ একটা ব্লগার। আরেকটা বাজে ব্লগার হচ্ছে 'মিরর ডল'।
আমি কোন স্ক্রিন শট রাখতাম না আগে। তাই, প্রমাণ করতে পারবো না।
তারপরও, আমি একবার উনাকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছি।
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
নাম বলার দরকার নেই। আমি আমার জীবনে এমন এমন মানুষ দেখেছি পিশাচের চেয়েও ভয়ংকর! ব্লগে তো ভিনগ্রহের কেউ নেই। আমাদের সমাজেরই মানুষ। আমাদের সমাজেরই মানুষই ব্লগে লেখালেখি করেন, কমেন্ট করেন। কারও কারও মন্তব্যে মনে হতে পারে মানুষ কেনো আস্ত পৃথিবী মনে হয় কেঁপে উঠেছে। - এরা ঠিক মানুষ নন, এরা মানুষখেকো।
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার প্রতি অনুরোধ: আপনি ব্লগে টাকা পয়সা লেনদেন সহ আর্থিক যে কোনো প্রকার অনুযোগ অভিযোগ থেকে বিরত থাকুন। তাছাড়া ব্লগের কারও সাথে আর্থিক লেনদেন করে থাকলে তা আপনার আর তার ব্যক্তিগত বিষয়। এই সকল বিষয় ব্লগে না লেখাই ভালো - মনে হয়।
ভার্চুয়াল জগতে পরিচিত হয়ে যারা টাকা পয়সা লেনদেন করেন, প্রেম ভালোবাসা বিবাহ করেন এইগুলো খুবই দুর্বল ও অসুস্থ কাজ। ভার্চুয়াল জগতে প্রেম ভালোবাসা করে বহু মানুষকে পাগল উন্মাদ হয়ে যেতে দেখেছি।
সিলেট আমার খুবই পরিচিত দেশ।
১৫|
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৮
লুধুয়া বলেছেন: @সত্য়পাথিক বাবুজান, তুমি যে কোথায় কোথায় মানুষ কে gay bole ট্যাগ কারো। ডিমেনশিয়া হলো নাকি।এক বার তো আপনার পিছনে এমন দিলাম পুরো পোস্টই ডিলেট করে দিলে।এখন ভদ্রতা দেখাতে এসেছো। বাটপার
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি একটি পোস্ট লিখেছেন - “কেনো ক্যানসার মধ্যাবিত্ত ফ্যামিলির বোঝা”। অর্থাৎ আপনার হাসপাতালের অভিজ্ঞতা আছে। আপনি আপনার হাসপাতালের ভালো মন্দ অভিজ্ঞতা নিয়ে লিখুন।
১৬|
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:০০
সৈয়দ কুতুব বলেছেন: বই লিখতে হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনকে কাছ থেকে দেখতে হয়, তাদের অভিজ্ঞতা ও বাস্তবতা উপলব্ধি করতে হয়। কিন্তু বর্তমান সময়ের লেখকদের সে সময় নেই। কেউ বড় চাকরি করেন, কেউ বা ব্যবসা নিয়ে ব্যস্ত। আবার এক ধরনের লেখক আছেন যাদের কল্পনাশক্তি প্রবল : তারা অতিপ্রাকৃত বা কল্পনানির্ভর গল্প লিখতে পারেন, কিন্তু আমাদের দেশের মানুষের কল্পনাশক্তিও ক্রমেই হ্রাস পাচ্ছে। এ কারণেই নতুন ও শক্তিশালী লেখক উঠে আসছে না।
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
এক তো নকল গল্প, তার উপর - নকল গল্প লিখে যেই পরিমাণ অহংকার করছে মনে হচ্ছে হিব্রু ভাষার কোনো অনুবাদ করে দেশ ও জাতিকে উদ্ধার করেছে!
এই গল্প পড়ে জাতির অনেক বড় উপকার হয়েছে। জাতি কৃতজ্ঞচিত্তে আজীবন লেখকের লেখা তাবিজ করে নিজ নিজ বাসা বাড়ির দরজার উপরে ঝুলিয়ে রাখবে।
১৭|
১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০২
রাসেল বলেছেন: লেখক বলেছেন:
একটি জাতিতে এতো এতো খারাপ লোক এখন করণীয় কি?
আমি আমার জীবনে এমন এমন মানুষ দেখেছি পিশাচের চেয়েও ভয়ংকর! ব্লগে তো ভিনগ্রহের কেউ নেই। আমাদের সমাজেরই মানুষ। আমাদের সমাজেরই মানুষই ব্লগে লেখালেখি করেন, কমেন্ট করেন।
রজনীকান্ত সেন এর ভাষায় বলি :
'তুমি আমার অন্তঃস্থলের খবর জান,
ভাবতে প্রভু আমি লাজে মরি!
আমি দশের চোখে ধুলো দিয়ে
কী না ভাবি আর কি না করি!
সে সব কথা বলি যদি
আমায় ঘৃণা করে লোকে
বসতে দেয় না এক বিছানায়
ব’লে ত্যাগ করিলাম তোকে।
তাই পাপ করে হাত ধুয়ে ফেলে
আমি সাধুর পোষাক পরি ;
আর সবাই বলে লোকটা ভালো
ওর মুখে সদাই হরি’
১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতা আর বাস্তব এখন যোজন যোজন দূর। এখন যে যতো খারাপ তার জনপ্রিয়তা ততো বেশি। সবাই জানে এই ব্যক্তি খারাপ এবং খারাপ ব্যক্তি হচ্ছে অধিকাংশ মানুষের আইডল! সুপার আইডল! সবাই তার আইডলকে অনুসরণ করে। আর এই কারণে গাণিতিক হারে দেশে খারাপের সংখ্যা বাড়তে থাকবে।
১৮|
১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৫
গন্ধহীন বেলী ফুল বলেছেন:
কমেন্টার লুধুয়া,
আগে ব্লগার হও। লেজ খোসাও।
১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি ভালো লিখেন, অবসরে লেখালেখি করার চেষ্টা করুন।
১৯|
১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০১
মাথা পাগলা বলেছেন: লেখার বিষয়বস্তু ভালো হয়েছে, ধন্যবাদ।
সৈয়দ কুতুব বলেছেন: বই লিখতে হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনকে কাছ থেকে দেখতে হয়, তাদের অভিজ্ঞতা ও বাস্তবতা উপলব্ধি করতে হয়।
একদম! শুধু কল্পনা থাকলেই হবে না। যেমন সুন্দরবনের প্রেক্ষাপটে নাটক-গল্প বানালে সুন্দরবন নিয়ে ভালোভাবে জানতে হবে। সুন্দরবনে কিছুদিন থেকে ভৌগলিক অবস্থা, সেখানকার মানুষের জীবন পর্যালোচনা করতে হবে। সময় স্বল্পতার কারনে আজকের নির্মাতারা কি তা করে? বাস্তবের সাথে কানেকশন না থাকলে যেভাবেই গল্প বানানো হোক না কেন, ওয়েট থাকে না।
১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি দশটি অতি নিম্ন মানের নাটকের নাম উল্লেখ করেছি। নাটকগুলো দেশের মানুষজন দেখেন! এই নাটকের প্লট থেকে গল্প নকল করে লিখে অহংকার করা কি ধরনের বেকুবি? জনৈক লেখক ও সাহিত্যিক নকল করে নিজ খরচে বই মেলাতে বই প্রকাশ করেছেন।
২০|
১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮
মোগল সম্রাট বলেছেন:
"Drink to Me Only with Thine Eyes": লেখা হয়েছে ১৬১৬ সালের আশেপাশে।
"কতোবারো ভেবেছিনু আপনা ভুলিয়া": লেখা হয়েছে ১৮৯০–১৯১০ সালের মধ্যে।
অতএব, "Drink to Me Only with Thine Eyes" গানটির সুর রবীন্দ্রনাথও নকল করেছিলন
ভাইজান খালি ৯০ দশকের জেনারেশনের দোষ দিলেন
গানটির চেয়ে।
১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
৯০ এর জেনারেশনের অনেক অনেক আছেন যারা সত্যি সত্যি সুশিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষ অথবা একজন ভালো মানুষ। লেখাটি ব্লগের ভাষায় - “জেনারেলাইজড করে লেখা না”। তাই এই দোষ সকলের মাথায় আত্মবোঝা হিসেবে টেনে না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
২১|
১৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
এই মন্তব্যটি না করে, মন্তব্যগুলো মার্ক করার চেষ্টা করুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১১
জেনারেশন একাত্তর বলেছেন:
বেশকিছু বছর, বইমেলার ৯০ ভাগ বই "জেনারেশন প্রশ্নফাঁসদের" লেখা গার্বেজ।