নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমালয় আহমেদ হিমু

ব্যাস্ততম শহরে হিমুকে খুজি... তাকে খুব দেখতে ইচ্ছা করে , হিমুকে আমি গুরু মান | বাংলা বই যেন সবাই খুব সহজে পরতে পাড়ে তাই আমার ক্ষুদ্র প্রচেষ্টায় তৈরী করেছি একটি ওয়েবসাইট|www.ebanglapedia.blogspot.com

হিমালয় আহমেদ হিমু › বিস্তারিত পোস্টঃ

উমারের (রা) ছেলের কান্না........

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪২

মক্তব থেকে এসে খলীফা উমারের ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। উমার (রা) তাকে টেনে জিজ্ঞাসা করলেন, কাঁদছ কেন বৎস?

ছেলে উত্তর দিল, "সবাই আমাকে টিটকারী দেয়।" বলে, "দেখনা জামার ছিরি, চৌদ্দ জায়গায় তালি। বাপ নাকি আবার মুসলিম জাহানের শাসনকর্তা।" বলে ছেলেটি তার কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিল।

ছেলে কথা শুনে উমার (রা) ভাবলেন কিছুক্ষন।তারপর বাইতুল মা'লের কোষাধ্যক্ষকে লিখে পাঠালেন, "আমাকে আগামী মাসের ভাতা থেকে চার দিরহাম ধার দেবেন।" উত্তরে কোষাধ্যক্ষ তাঁকে লিখে জানালেন, "আপনি ধার নিতে পারেন। কিন্তু কাল যদি আপনি মারা যান তাহলেকে আপনার ধার শোধ করবে?"

উমার (রা) ছেলের গা-মাথা নেড়ে সান্ত্বনা দিয়ে বললেন, "যাও বাবা, যা আছে তা পরেই মক্তবে যাবে। আমাদের তো আর অনেক টাকা পয়সা নেই। আমি খলীফা সত্য, কিন্তু ধন সম্পদ তো সবই জন সাধারণের।"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: পড়ে খুব ভালো লাগলো....

২| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


রূপকথা

৩| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:

রূপকথা

আরবেরা কখনো ভালো ছিল না।

৪| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:

রূপকাথা

আরবেরা দুস্ট, দেখেন কেমন যুদ্ধ করছে ইরান, ইয়েমেন, সৌদী, সিরিয়া, লিবিয়া; বাকীরা শুরু করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.