![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
যাকে ভালোবাসি রোজ,
যাকে পাওয়ার মন্ত্র আমার জানা নেই,
যাকে চক্ষু খোঁজেনা, হৃদয় খোঁজে,
যাকে কাছে বসাই প্রতি বেলায়, কল্পনায়,
সে আছে,
আবার নেই!
কি সুক্ষ ঢঙে সে বুনে যায় স্বপ্নের মায়াজাল,
হয়তো সে নিজেও জানেনা,
মাকড়শার জালের মত মুগ্ধতার আহবান,
আমি জড়িয়ে যাই, একটা-দুটো হাজার সুতোয়,
মুক্তি আছে,
তবুও নেই।
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৩
শাব্দিক শব্দ বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:২২
আহমেদ জী এস বলেছেন: শাব্দিক শব্দ ,
খুব একটা খারাপ লেখেন নি । আরো লিখুন ।
তবে আপনার কবিতার শেষ স্তবকের সাথে যায় আমার এমন একটি কবিতা দেখুন এখানে ---ঊর্ণনাভ
৩| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:২১
পেন আর্নার বলেছেন: মুক্তি আছে,
তবুও নেই।
....
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩১
ছায়াহরিণ বলেছেন: সুন্দর+