নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিন্দুস্তানি

হিন্দুস্তানি › বিস্তারিত পোস্টঃ

‘ধর্মীয় উগ্রতা’ রুখতে একগুচ্ছ মুসলিম নামে নিষেধাজ্ঞা জারি করল চিন -!!!!!

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২

এক গুচ্ছ মুসলিম নামের উপর নিষেধাজ্ঞা জারি করল চিন। মুসলিম প্রধান জিনজিয়াং প্রদেশে ওই সব নামকরণগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে একটি মানবাধিকার সংগঠন সূত্রে জানা গিয়েছে। নিষিদ্ধ তালিকায় থাকা কোনও নাম যদি সন্তানের নামকরণের জন্য কেউ বেছে নেন, তা হলে সেই শিশুই সমস্যায় পড়বে। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সে ভর্তি হতে পারবে না। কোনও সরকারি প্রকল্পের সুবিধাও মিলবে না। চিনা প্রশাসন এমন নির্দেশিকাই জারি করেছে বলে খবর। (এক সময়ের উইগুর খাসতালুকে এখন স্বাধীন ধর্মাচরণে অনেক বিধিনিষেধ। কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে উইগুরদের ক্ষোভের অন্যতম কারণও এই বিধিনিষেধই। কাশগড় শহরে উইগুর ঐতিহ্যের ছাপ আর তেমন চোখে পড়ে না এখন। কমিউনিস্ট সংস্কৃতির ছাপই ছড়িয়ে ইতিউতি।)
চিনা প্রশাসনের এই নতুন নিষেধাজ্ঞার খবর যে মানবাধিকার সংগঠনটি প্রকাশ্যে এনেছে, সেই সংগঠনের নাম হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। যে নামগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, গোটা পৃথিবীতেই সেই নাম বা সেই শব্দগুলি মুসলিমদের মধ্যে বহুল প্রচলিত। কিন্তু ওই সব শব্দ কারও নাম হিসেবে ব্যবহৃত হলে তাঁদের মধ্যে ‘ধর্মীয় উগ্রতা’ বাড়বে বলে চিন প্রশাসন মনে করছে।
ইসলাম, কোরান, মক্কা, মদিনা, হজ, জিহাদ, সাদ্দাম— জিনজিয়াং প্রদেশে এই সব নামকরণ চলবে না বলে জানিয়ে দিয়েছে চিনের কমিউনিস্ট সরকার। তালিকায় আরও অনেক নামই রয়েছে। জাতিগত সংখ্যালঘুদের জন্য চিনা কমিউনিস্ট পার্টির যে নিজস্ব নামকরণ বিধি রয়েছে, তার আওতায় এই নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে খবর। নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কেউ যদি নিজের সন্তানের জন্য কোনও একটি নিষিদ্ধ নামই বেছে নেন, তা হলে সেই শিশুর ঠিকানা সংক্রান্ত রেজিস্ট্রেশন হবে না বলে প্রশাসন জানিয়ে দিয়েছে। আর ওই রেজিস্ট্রেশন না হলে সে কোনও স্কুলে ভর্তি হতে পারবে না। প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হবে।
চিনের জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের উপস্থিতি বিপুল সংখ্যায়। সেই সম্প্রদায়ের মধ্যে চিন বিরোধী কার্যকলাপ দিন দিন বাড়ছে। চিন থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে জিনজিয়াং-এ সন্ত্রাসবাদী কার্যকলাপও চলছে দীর্ঘ দিন ধরেই। সম্প্রতি উইগুরদের মধ্যে আইএস-এর প্রভাব বৃদ্ধির খবরও প্রকাশ্যে এসেছে। কোনও ঝুঁকি না নিয়ে বেজিং তাই আরও কঠোর ভাবে সন্ত্রাসের মোকাবিলা করতে চাইছে। নামকরণে নিষেধাজ্ঞাও তারই অঙ্গ।
সু:-আনন্দবাজার।
ওফ টপিক ::--কমিউনিস্ট চিনের ওনেক কাছের আপন বন্ধু !! দেশ গুলো এবার কি মুখে কুলুপ আটবে , না আগের মত ই সেই বুলি
আউরাবে - ??

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৬

সত্যের পক্ষ আসুন বলেছেন: ফাউল দেশ একটা ,একে উচিত সব মুসলিম দেশের বয়কট করা

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫

হিন্দুস্তানি বলেছেন: সব্বনাশ - কি কথা বলছেন-- বয়কট করলে (একটী বিষেশ দেশ) JF-17 Thunder (china pak combination)বা সাবমেিরন ওথবা এশীয়ান হাইওয়ে করিডর এর সুবিধা পাবে কোথায় থেকে--- অতএব স্পীক টু নট- প্লীজ ।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: সত্যের পক্ষ আসুন বলেছেন: ফাউল দেশ একটা ,একে উচিত সব মুসলিম দেশের বয়কট করা

৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১

আমি চির-দুরন্ত বলেছেন: বয়কট করা উচিত তাদের সকলকে যারা,
১/ ইসলামি নাম রাখা নিষিদ্ধ করে,
২/ হিজাব পরা মহিলাকে রাস্তায় লাঞ্ছিত করে,
৩/ গরুর মাংস রাখার কারনে পিটিয়ে হত্যা করে,
৪/ মুসলিম বলে বিমান থেকে নামিয়ে দেয়া হয়।
৫/ ছয় মাসের শিশুকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়।
৬/ মাইকে আযান দেয়ায় নিষেধাজ্ঞা জারি করে।....... ইত্যাদি ইত্যাদি।

তবে আমরা অসহায় ,অবলা, দুর্বল, বন্দি বলেই কিসসু করতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.