![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ: ২৬৪/৭ (৫০ ওভার)
ভারত: ২৬৫/১ (৪০.১ ওভার)
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার এজবাস্টনে প্রথমে ব্যাট করে ২৬৪ রান তোলে বাংলাদেশ, জবাবে ৯ উইকেট হাতে থাকতে ৪০.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ভারতের হয়ে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত শর্মা, ৯৬ রান করে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক বিরাট কোহালি। রবিবার ওভালে ট্রফি জয়ের লক্ষ্যে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
টস জয়টা সব ম্যাচেই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের লড়াইয়ের শুরুটা তাই থাকল ভারতেরই দখলে। টস জিতে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। সকালে মাঠে ৩০০তম ওয়ান ডে খেলার জন্য যুবরাজকে শুভেচ্ছা জানানো হল। মেমেন্টো আবার তুলে দিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।
বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য। ভারতের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার চেষ্টা। সব মিলে বৃহস্পতিবার এজবাস্টনে লড়াইটা যে অন্যমাত্রা পাবে সেটাই স্বাভাবিক। তার উপর লড়াইটা যখন ভারত, বাংলাদেশের।
ভারত: রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহালি, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ
বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুসফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমাদুল্লা, মোসাদ্দেক হুসেন, মাসরাফি মোর্তাজা, রুবেল হুসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান
সু:---আনন্দবাজার
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৭ রাত ১২:২৭
চাঁদগাজী বলেছেন:
বিরাট কিছু নয়, বাংলাদেশ ক্রমশ ভালো করবে