![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোসেন হৃদয়
১.
দু'জন পরিপূর্ন সভ্য মানুষকে দেখলাম
পূর্ন সভ্যতার সাথে কমলার মত ছিড়ে খাচ্ছে রাষ্ট্র
এবং এই কাজটি হচ্ছিল হাইকোর্টের প্রতিটি
ল্যাম্পোষ্টের উজ্জ্বল আলোয় ।
২.
প্রায় মৃত একটি শিশু পড়ে আছে রাস্তায়
তার এক চোখে অর্ধেকটা পতাকা
অন্য চোখে পতিতার মত পবিত্র ধর্মবাজদের প্রেতাত্মা
শিশুটির মৃত্যু অনিবার্য জেনেও ফিরে তাকাচ্ছে না কেউ
কেননা নিজের মৃতদেহ দেখতে মানুষ ভালোবাসে না
৩.
সুতরাং সব শিশুকে মেরে ফ্যালো
এবং মনে রাখবে পুরুষাঙ্গ নিয়ে যেন কোন যুবক বেচে থাকতে না পারে
রাষ্ট্রিয় কাঠামো স্থিতিশীল রাখতে এর বিকল্প নেই
সকল সঙ্গম যোগ্য নারীকে বলো পর্দাশীন থাকতে
এতে করে তাদের ধর্ষন করা সহজ হবে
একটি জাতির আশি ভাগ নারী ধর্ষিত না হলে
রাষ্ট্রের প্রতি সেই জাতি সম্পুর্নরূপে অনুগত থাকতে বাধ্য নয়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
হোসেন হৃদয় বলেছেন: আপনাকে ধন্যবাদ বিজয়।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার শব্দের জোর অনেক। অসাধারণ লিখেছেন।
তবে বেশ কিছু টাইপো আছে। এদিকটায় খেয়াল রাখবেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩
হোসেন হৃদয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। টাইপো মানে ঠিক বুঝতে পারলাম না। একটু বুঝিয়ে বলবেন কি।ম
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
অচল অধম বলেছেন: ভাল লিখেছেন ভাই।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু বানান টাইপিং এ ভুল হয়েছে।
পরিপূর্ন|বেচে|ধর্ষন
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
হোসেন হৃদয় বলেছেন: ওহ আচ্ছা ভাই। দেখছি।
৬| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪
আরাফআহনাফ বলেছেন: অবিনাশী দ্রোহ।
+++++++
কিছুই বলার নেই।
ভালো থাকবেন সতত।
৭| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
রুদ্র জাহেদ বলেছেন: কবিতায় একটা বিষয়ের তীব্রতা বারবার বেজে উঠেন।লিখতে থাকুন...একটা মুক্তির গান মানুষের মননে গেঁথে যাক
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
বিজন রয় বলেছেন: অসম্ভব লিখেছেন।++
ব্লগে স্বাগতম।