নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফুসফুসে একটি সমুদ্র নিয়ে যদি মরে যাই,জেনে নিও তোমার হাত না ধরে সাতার কাটতে শিখিনি।

হোসেন হৃদয়

হোসেন হৃদয়

হোসেন হৃদয় › বিস্তারিত পোস্টঃ

হৃদপিন্ডের মাত্রাতিরিক্ত রক্তচাপ

১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৮

১.
হৃদপিন্ডের মাত্রাতিরিক্ত রক্তচাপ-কে
সুস্থতা মেনে নিয়ে তোমায় ভালবেসেছি।
বলেছি ল্যাম্পপোষ্টের চেয়ে,
অধিক একা হবার ক্ষমতা আমার আছে।
বউটির পেটে ভাত না দিতে পেরে,
যে লোকটি কপোলে চুমু খাচ্ছিলো
তার চোখে দেখেছি,
বারমুডা ট্রায়াঙ্গল-এ বেঁচে যাওয়া একটি জাহাজ।

২.
শাহবাগ স্কোয়ার পকেটে পুরে,
অনৈতিক ভাবে হেটে এসেছি সন্ধ্যায়।
একজন ব্যর্থ প্রেমিক-কে যে রাষ্ট্র
নীরবতা দেয় না তার উদ্যানগুলোতে
সে রাষ্ট্রের নাগরিক হিসেবে
তোমার উচিত নয় আমাকে দু:খ দেয়া।
অথচ তোমার বুকে পৌঁছোতে
কষ্টের বাস, হতাশার রিক্সা হয়ে
চড়তে হয় যন্ত্রনার রেলগাড়িতে।

৩.
নিজেকে অপ্রয়োজনীয় হিসেবের খাতায় দেখে
আমিও একদিন আত্মহত্যাই করবো; জেনে
খোঁড়া শালিক লিখে রেখেছে কান্না।
তোমার প্রস্থানে লঞ্চঘাটে ভোরের হুইসেল হবো ভেবে
হাতে তুলে দিয়েছি উচ্চ রক্তচাপ আক্রান্ত হৃদয়
তুমি তাকে ছুঁড়ে ফেলতে পারো যে কোন ডাষ্টবিনে
অথবা তাকে সামনে রেখে এক মিনিট নীরবতা পালন করো
কেননা সে তোমাকে শিখিয়েছিল জলপ্রপাতের বেদনা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

বিজন রয় বলেছেন: সেই একই গভীরতার, সেই একই উচ্চমাত্রার কবিতা।
আচ্ছন্ন হয়ে যাই।
++++

২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৩

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য কবিতা

১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১১

হোসেন হৃদয় বলেছেন: শুভেচ্ছা জানবেন জাহেদ।

৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০

হোসেন হৃদয় বলেছেন: বিজন রয় ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.