![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোসেন হৃদয়
আলো ও মৃত্যুর পার্থক্য না জেনেই ছুটে যাচ্ছি তোমার দিকে।
অথচ মৃত্যু প্রিয় জাটিংগা বার্ডসের প্রতি
কিছুটা দু:খ বোধ আমারও ছিল।
অমৃত ও বিষের পার্থক্য না জেনেই পান করেছি তোমাকে।
অথচ যেসব মৃত মানুষেরা
নরকে যেতে পারেনি
স্বর্গে যেতে পারেনি
তাদের জন্যে লিখা কিছু বিষন্ন কবিতা আমারও ছিল।
তোমায় ভালোবেসে আমার শহর এতোটা নিথর হয়ে যাবে,
না জেনেই হৃদপিন্ডে গেথেছি সাত সমুদ্রের কাচ।
অথচ আমি জানতাম ভালোবেসেই মানুষ শহর গড়ে।
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮
হোসেন হৃদয় বলেছেন: আমি দেখেছি ভালোবেসেই মানুষ বীর হয় আবার অনেক বেশী কাপুরুষ, ভীতু হয়।
২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪
রুদ্র জাহেদ বলেছেন: অথচ আমি জানতাম ভালোবেসেই মানুষ শহর গড়ে।
সুন্দর
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮
হোসেন হৃদয় বলেছেন: ভালোবাসা জাহেদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
বিজন রয় বলেছেন: ভালবাসায় এত ভয় পেলে চলবে কেন?
আলো ও অন্ধকার
অমৃত আর গরল।
ভাল লাগল
++++