![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোসেন হৃদয়
দু'টি সাপের সঙ্গম সময়ের
মধ্যবর্তী সেকেন্ডে জন্মেছি।
কুকুরের চোখে লোডশেডিং হতে দেখে জেনেছি
অন্ধকার পথে বেহেস্তে হেটে যাবার নাম ধর্ম।
অথচ ভূমেন্দ্র বলতেন,
ঈশ্বর নিজেও দিনে দু'বার নিজেকে প্রশ্ন করেন
ঈশ্বর বলে সত্যি কিছু কি আছে?
২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৮
হোসেন হৃদয় বলেছেন: কথা খারাপ বলেন নি। কিন্তু মানুষকে এতোটা ছোট করে দেখা ঠিক নয়। যে প্রজাতি আলোর বেগ আর সময় ভ্রমন সমীকরন বের করতে পারে সে ঈশ্বরকে নিয়ে নিশ্চিত হয়ত হতে পারেনি কিন্তু সঠিক প্রশ্নটা তুলতে সক্ষম। হ্যা এটা ঠিক মানুষীদের(কুকুরি) জীহ্বা অতী লোভনীয় এবং তারা জীহ্বা অতি নিপুন ভাবে প্রদর্শন করতে পারে তবে কেউ কেউ সত্যি আছে যারা এসব ভুলে ঈশ্বর-কে চ্যালেঞ্জ ছুরতে পারে।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪
কানিজ রিনা বলেছেন: মানুষ কুকুর আবার ইশ্বর কি বঝে। সে
বুজে কুকুরীর জীহ্বার স্বাদ,