নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্যা স্তব্ধস্য নিস্ফলা

Everyone is entitled to my opinion.

হোরাস্‌

"..... The universe is governed by scientific laws. These laws must hold without exceptions, or they wouldn't be laws. That doesn't leave room for miracles or God." --- Stephen Hawkin

হোরাস্‌ › বিস্তারিত পোস্টঃ

বাচ্চা বাজি (bacha bazi) : আফগানিস্হানে প্রচলিত বিকৃত শিশু (যৌন) নির্যাতনের সংস্কৃতি।

১৯ শে মে, ২০১০ রাত ১:৫৯





The dancing boys of Afganistan:



আফগান পরিভাষা 'বাচ্চা বাজি'র আক্ষরিক অর্থ করলে ইংরেজীতে বলতে হয় 'Boy Play' আর বাংলায় বললে বলতে হয় "বাচ্চা ছেলেদের নিয়ে খেলা"। কি এখনও বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে আরেকটু খুলে বলি। ১০ - ১৫ বছরে বয়সী ছোট ছোট বাচ্চা ছেলেদের মেয়েদের পোষাক পরিয়ে তাদেরকে দিয়ে নাচ-গানের মাধ্যমে মনোরঞ্জন শেষে বিকৃত যৌন আনন্দের জন্য যখন ব্যবহার করা হয় তখন তাকে 'বাচ্চা বাজি' বলে। গতমাসে পিবিএস নেটওয়ার্কের ফ্রন্টলাইন অনুষ্ঠানে আফগানিস্হানের এই অতি প্রাচীন কাল থেকে চলে আসা প্রথাটির উপর একটি ডকুমেন্টারি প্রচার করে। ডকুমেন্টারিটির নাম ছিলো "The dancing boys of Afghanistan".



আফগান সাংবাদিক নাজিবুল্লাহ কোরায়শীর এই তথ্যচিত্রে দেখানো হয়েছে পিতা-মাতাহীন রাস্তার এতিম ছেলেদের কিংবা কখনও কখনও অত্যন্ত গরীব ঘরের ছেলেদের টাকার বিনিময়ে কিনে নিয়ে কিভাবে সমাজের প্রভাবশালী এবং ক্ষমতাবান লোকেরা এদের দিয়ে বিকৃত মনোরঞ্জন শেষে যৌন নির্যাতন করে থাকে। টাকার বিনিময়ে কিনে নেয়া এই এই ছেলেগুলোর নতুন মনিব (Master) নিয়ন্ত্রণ করে এদের জীবনের সবকিছুই। এরকম একজন মনিবের আস্হা অর্জন করে তার সাথে ঘুরে ঘুরে কোরায়শী তুলে ধরেছেন আফগানিস্হানের অন্ধকারতম একটি জগতের।



দস্তগীর হলো এরকমই একজন 'বাচ্চা বাজি'র মনিব যে কিনা একজন প্রাক্তন মুজাহিদীন কমান্ডার এবং দিনের বেলায় গাড়ী ব্যবসায়ী। কিন্তু রাতের বেলায় দস্তগীর এক অন্য মানুষ। দস্তগীরের আস্হা অর্জন করে কোরায়শী বের করে এনেছেন এই অন্ধকার জগতের অনেক চাঞ্চল্যকর তথ্য। তুলে ধরেছেন কিভাবে প্রভাবশালী ওয়ার লর্ডরা একে অন্যের সাথে প্রতিযোগীতার মাধ্যমে মালিক হয় এইসব ছেলেদের এবং তাদের বাধ্য করে অমানবিক এবং অনৈতিক সব কার্যকলাপে।



মিস্তরী হলো একজন প্রাক্তন সিনিয়র কমান্ডার যার সাথে প্রধান প্রধান সব ওয়ার লর্ডদের রয়েছে যোগাযোগ। তার নিজের ভাষ্যমতে সে নিজেও এরকম একটি ছেলের মনিব ছিলো। কারণ প্রত্যেক কমান্ডারই একজন পার্টনার ছিলো। আর কমান্ডারদের মধ্যে এনিয়ে প্রতিযোগীতা হতো। তার না থাকলে নাকি সে তাদের সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে পারত না। সরকারের প্রভাবশালী লোকেরাও এর সাথে জড়িত। বিশেষ করে পুলিশের উচ্চ পর্যায়ের অফিসারদের। অনেক ছেলেই বিভিন্ন সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তাদের সে চেষ্টার পরিণতি যে খুব একটা ভালো হয়নি সেটা আর বলে দেবার অপেক্ষা রাখে না।



পিবিএসের আলোচ্য অনুষ্ঠানটি শফিক (ছদ্মনাম) নামের একটি ১১ বছরের বাচ্চাকে ফোকাস করে করা হয়েছে। মূল প্রোগ্রামটি ৫৫ মিনিটের। হাতে সময় থাকেলে পুরোটা দেখে নিতে পারেন। আমার মত আপনারও বাকরুদ্ধ হতে বাধ্য। তবে আপনাদের কষ্ট কমানোর জন্য ইউটিউব থেকে অন্য আরেকটি ছোট দেখে একটা ভিডিও লিঙ্ক দিলাম। এটা দেখলেও আপনার অনুভূতি কেমন হবে সেটা আমি সহজেই অনুমান করতে পারি।



পিবিএস লিংকঃ Click This Link







যাদের কাছে এই তথ্য যথেষ্ঠ বলে মনে হবে না তারা কষ্ট করে ইউটিউবে 'bacha bazi' লিখে সার্চ দিয়ে এরকম অসংখ্য ভিডিও থেকে কৌতুহল মিটিয়ে নিতে পারেন।





মন্তব্য ৬৭ টি রেটিং +২৬/-৩

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১০ রাত ২:০৬

বীর_যোদ্ধা বলেছেন: পশ্চিমারা দিনে হাজার হাজার চাইল্ড পর্ণোগ্রাফী বাজারে ছাড়ে এইটা নিয়া একটা পোষ্ট দে

১৯ শে মে, ২০১০ রাত ২:১০

হোরাস্‌ বলেছেন: তুই কি ছুটবেলায় আফগান আছিলি? এত ব্যাথা লাগছে ক্যান?

২| ১৯ শে মে, ২০১০ রাত ২:১৩

বীর_যোদ্ধা বলেছেন:











১৯ শে মে, ২০১০ রাত ২:২০

হোরাস্‌ বলেছেন: গুড জব। স্টপ চাইল্ড পর্নোগ্রাফি।

ভিড্যুগুলা দেয়াতে কি আফগানরা সব সাধু হইয়া গেছে? হেরার আর কোন দুষ নাই এখন আর?

৩| ১৯ শে মে, ২০১০ রাত ২:১৫

একলা একজন বলেছেন: চাইল্ড পর্ণোগ্রাফি আর হালের পাদ্রীদের শিশু যৌন নির্যাতনের রগরগে খবর নিয়ে একটা পোষ্ট আশা করছি শ্রীঘ্রই আপনার কাছ থেকে।

১৯ শে মে, ২০১০ রাত ২:২১

হোরাস্‌ বলেছেন: সব আমার কাঁধে দিলে হবে। কিছু দায়িত্ব নিজের কাঁধে নিলে হয় না?

৪| ১৯ শে মে, ২০১০ রাত ২:১৬

শ।মসীর বলেছেন: আমাদের বিকৃতি অথবা বর্বরতা একটুও কমেনি।
স্টার্য চ্যানেলের স্পার্টাকাস -সিজন ওয়ান দেখলাম, সেই আদি কালের বর্বরতা, দাস প্রথা আর রক্তের হোলী খেলা, শিক্ষিত আর সভ্য মানুষ জাস্ট একটু ডাইমেনশন চেন্জ করেছে এই যা।

পৃথিবীতে দুটো জিনিসই আসলে চালিকা শক্তি, যা কিছু ঘটে সব এই দুটোকে কেন্দ্র করে- ক্ষমতা আর যৌনতা........।

১৯ শে মে, ২০১০ রাত ২:২৬

হোরাস্‌ বলেছেন: আমার মতে এটা অতি সরলীকরণ হয়ে গেলো।

৫| ১৯ শে মে, ২০১০ রাত ২:১৬

শয়তান বলেছেন: ধিক এদের ।

গা ঘিন ঘিন করছে :-&

১৯ শে মে, ২০১০ রাত ২:২৮

হোরাস্‌ বলেছেন: ধিক্কার ....

৬| ১৯ শে মে, ২০১০ রাত ২:১৭

রাজামশাই বলেছেন: বুঝছি বাংলার ঘাটু নৃত্য

১৯ শে মে, ২০১০ রাত ২:২৮

হোরাস্‌ বলেছেন: ঘাটু না কি বললেন... ওটা কি বড়রা করে নাকি ছোট-বাচ্চাদের দিয়ে করানো হয়?

৭| ১৯ শে মে, ২০১০ রাত ২:২১

কায়েস মাহমুদ বলেছেন:
@শমসের ভাই, ঐ এপিসোডটার কোন লিংক থাকলে দেনতো, নেট গুতায়া দেক্তারি কি না ট্রাই করুম।

৮| ১৯ শে মে, ২০১০ রাত ২:২৬

এরশাদ বাদশা বলেছেন: আমার ব্লগে দেখেছি। অফলাইনে পড়েছি। ভিড্যুওটাও দেখেছি। ঘৃণায় রি রি করে উঠেছে সর্বশরীর।

১৯ শে মে, ২০১০ রাত ২:৩০

হোরাস্‌ বলেছেন: প্রথমবার দেখার পর আমি থ মেরে গিয়েছিলাম। :(

৯| ১৯ শে মে, ২০১০ রাত ২:৩৬

আরিফুর রহমান বলেছেন: ধর্মকারীতে কিছুদিন আগে এ নিয়ে একটা পোস্ট এসেছিলো..

ইসলামী ইতরামি: কিশোর যৌনদাসেরা

১৯ শে মে, ২০১০ সকাল ৭:৩০

হোরাস্‌ বলেছেন: দেখলাম।

১০| ১৯ শে মে, ২০১০ রাত ২:৩৭

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কি কমু!

১৯ শে মে, ২০১০ সকাল ৭:৩১

হোরাস্‌ বলেছেন: আসলে গালি ছাড়া আর কিছু বলার নাই।

১১| ১৯ শে মে, ২০১০ রাত ২:৩৯

অসময়ের আমি বলেছেন: ঘাটু নৃত্য ...সম্পর্কে জানতে হুমায়ুন আহমেদের মধ্যাহ্ন পড়তে পারেন...।

১৯ শে মে, ২০১০ সকাল ৭:৩৩

হোরাস্‌ বলেছেন: দেখি বইট পাওয়া যায় কিনা। তবে সুখের কথা এই যে সেটা যাই হোক না কেন বই পড়ে আমাদের তা জানতে হচ্ছে।

১২| ১৯ শে মে, ২০১০ রাত ২:৪৫

আজমান আন্দালিব বলেছেন: পোস্টটি পড়ে আর ভিডিও দেখার সাহস হয় নাই। শত ধিক ঐসকল বিকৃত মনাদের।

১৯ শে মে, ২০১০ সকাল ৭:৫৩

হোরাস্‌ বলেছেন: শত ধিক ঐসকল বিকৃত মনাদের।

১৩| ১৯ শে মে, ২০১০ রাত ২:৫০

শয়তান বলেছেন: ধ্বংশ হোক এই ঘৃন্য জাতি

১৯ শে মে, ২০১০ সকাল ৭:৫৭

হোরাস্‌ বলেছেন: তাব্বাত ইয়াদা আফগানী ওয়া পাকি
নিশ্চই আফগানী ও পাকিদের হাত ধ্বংস হোক
-- মুরুব্বি (আমার_ব্লগ)

১৪| ১৯ শে মে, ২০১০ রাত ৩:১১

কঠিনলজিক বলেছেন: দস্তগীর হলো এরকমই একজন 'বাচ্চা বাজি'র মনিব যে কিনা একজন প্রাক্তন মুজাহিদীন কমান্ডার এবং দিনের বেলায় গাড়ী ব্যবসায়ী।

এ খানে মনে হয় একটু তথ্যগত ভুল আছে (হয়ত ইচ্ছাকৃত )

তালেবানের প্রথম উতপত্তী কিন্তু "'বাচ্চা বাজি'র" বিরুদ্ধে আন্দোলন, তৎকালীন শাষক খুব সম্ভব তার নামও ছিল "নাজিবুল্লাহ" যে 'বাচ্চা বাজি'র" আসক্ত এবং একটা ছেলেকে প্রকাশ্যে বিয়ে করেছিল । তালেবান আসলে অভিযান চালায় সেই "নাজিবুল্লাহ"র সরকারের বিরুদ্ধে এবং "নাজিবুল্লাহ" কে প্রকাশ্যে ট্রাফিক সিগনালে ফাসী দেয়। সেখান থেকে সমর্থন নিয়েই তালিবান সরকারে যায় ।

১৯ শে মে, ২০১০ সকাল ৮:০২

হোরাস্‌ বলেছেন: পিবিএসের ডকুতে পরিষ্কার বলা আছে সে রাশিয়ার সাথে যুদ্ধে মুজাহিদীন কমান্ডার ছিলো। বোঝাই যাচ্ছে এ ব্যাটা অনেক বড় ভন্ড। এর মত আরও যে ছিলো তাতেও কোন সন্দেহ নাই।

১৫| ১৯ শে মে, ২০১০ রাত ৩:৩৫

দাসত্ব বলেছেন: বর্বর গুলোকে ব্রাশ ফায়ারে মেরে ফেলা উচিৎ। জঘন্য!
চাইল্ড পর্ণোগ্রাফীর কুকুরগুলোকেও ব্রাশফায়ার করা উচিৎ

১৯ শে মে, ২০১০ সকাল ৮:০৯

হোরাস্‌ বলেছেন: বিচারের সাথে সাথে দরকার আর্থ সামাজিক অবস্হার উন্নতি এবং সকল প্রকার ধর্মীয় এবং সামাজিক কুসংস্কার দূরীকরণ । উপরে কঠিন লজিক যে তালেবানদের কথা বলল সেই তালেবানরাই বাচ্চা মেয়েদের স্কুলে যেতে দেয় না/দেবে না। সমস্ঠিগত উন্নতি হবে কিভাবে?

১৬| ১৯ শে মে, ২০১০ রাত ৩:৪১

আরিফুর রহমান বলেছেন: আফগানের অপেক্ষাকৃত নতুন উপদ্রব তালিবান বাহিনী। এরা ইসলামের চরমতমপন্থী বলা যায়।

এদের আরো কিছু বর্বরতার কথা শুনুন এখানে...

১৯ শে মে, ২০১০ সকাল ৮:১০

হোরাস্‌ বলেছেন: তালেবানরা আরও বড় সমস্যা।

১৭| ১৯ শে মে, ২০১০ রাত ৩:৪২

আরিফুর রহমান বলেছেন: কঠিন লজিক, তোমার কথার রেফারেন্স আাছে?

১৮| ১৯ শে মে, ২০১০ রাত ৩:৪৫

কঠিনলজিক বলেছেন: আরিফুর রহমান বলেছেন: ইসলামী ইতরামি: কিশোর যৌনদাসেরা ।
@ গাধাভাদারিফুরঃ ইতরামি তো ইতরামিই এই টা কি ইসলামের নামে কপিরাইট করা ? তুমিও তো বাংলাদেশী তাই বইলা কি তুমার উপর ভিত্তি কইরা "সকল বাংগালী অপদার্থ" কওয়া ঠিক হইব ?
আফগানিস্তানেও মুসলিম রা এই আকাম করছে তাতে কি ? ইসলাম এই আকাম করতে কইছে ? প্রথম ভিডিও তে দেখ সিএনএন ও কইতাছে "মোল্লা" রা এইটার বিরোধী, মানে তুমার মত মুসলমান নাম ধারী "আরিফুর রহমান " রা করতাছে । ওরাও কামের সময় ঐ গুলা করে আর ব্লগে আয়া তোমার মত ভাদাগাধা সাজে। বদ্ধ উম্মাদ একটা , সিক।

১৯| ১৯ শে মে, ২০১০ রাত ৩:৪৬

কঠিনলজিক বলেছেন: @আরিফুর রহমানঃ রেফারন্স ঘাইটা দেই দারাও ।

২০| ১৯ শে মে, ২০১০ রাত ৩:৪৮

কঠিনলজিক বলেছেন: Click This Link

১৯ শে মে, ২০১০ সকাল ৮:১১

হোরাস্‌ বলেছেন: পিবিএসের ডকুতে পরিষ্কার বলা আছে সে রাশিয়ার সাথে যুদ্ধে মুজাহিদীন কমান্ডার ছিলো।

২১| ১৯ শে মে, ২০১০ রাত ৩:৫০

শয়তান বলেছেন: শেয়ার দিলাম ফেসবুকে । সবার চেনা উচিত এই ঘৃন্য অভ্যেসজীবি পশু গুলারে

১৯ শে মে, ২০১০ সকাল ৮:১১

হোরাস্‌ বলেছেন: ধইন্যা।

২২| ১৯ শে মে, ২০১০ রাত ৩:৫৮

কঠিনলজিক বলেছেন: Click This Link

২৩| ১৯ শে মে, ২০১০ রাত ৩:৫৯

পাহাড়ের কান্না বলেছেন: ধুর অনেক্ষন ট্রাই কইরাও ভিডুডা দেখতে পারলাম না।

১৯ শে মে, ২০১০ সকাল ৮:১২

হোরাস্‌ বলেছেন: আবার একবার ট্রাই দেন।

২৪| ১৯ শে মে, ২০১০ ভোর ৪:০২

মনির হাসান বলেছেন: বেহেস্তে গেলমানের ব্যাবস্থা রাখার রহস্য এতদিনে জানলাম।

১৯ শে মে, ২০১০ সকাল ৮:১৩

হোরাস্‌ বলেছেন: সবই তাহার লীলাখেলারে ভাই। উনার অগোচরে কিছুই ঘটে না।

২৫| ১৯ শে মে, ২০১০ সকাল ৭:৪৮

অপলক বলেছেন: হাইরে ইসলাম। অনৈতিকতাকেউ স্বিকৃতি দেয়া হয়েছে!!!!

১৯ শে মে, ২০১০ সকাল ৮:১৫

হোরাস্‌ বলেছেন: কবি এখানেই নীরব। :)

২৬| ১৯ শে মে, ২০১০ সকাল ৮:২৬

হোরাস্‌ বলেছেন: ইউজিন শূলারের লেখায় এই ব্যাপারটা এসেছিল অষ্টাদশ শতকেই। বাচ্চা বাজি নিয়ে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করে গিয়েছেন তিনি। আফগানিস্তানের অনেক অংশে বড়লোকদের কাছে এই ব্যাপারটা সামাজিক মর্যাদার সূচক। যত বেশী বাচ্চা একজনের দখলে থাকবে, তার সামাজিক মর্যাদা তত বেশী। তালেবান সহ অনেক আফগান সরকারই এইটা বন্ধের চেষ্টা করেছে, তবে এর চর্চাকারীরা আফগান সমাজে শক্তিশালী বিধায় কিছু করা সম্ভব হয় নাই। -- নরকের প্রহরী (আমার_ব্লগ)

২৭| ১৯ শে মে, ২০১০ সকাল ৮:৩৩

রেজোওয়ানা বলেছেন: কি বিভৎস!!
ভয়ংকর রকমের রাগ হচ্ছে.........

১৯ শে মে, ২০১০ সকাল ৯:০২

হোরাস্‌ বলেছেন: হাতের কাছে কাঁচের ফুলদানী থাকলে আছাড় মেরে ভেঙে ফেলুন। রাগ কমে যাবে। হা হা ... :)

২৮| ১৯ শে মে, ২০১০ দুপুর ১:৩৯

রঙ পেন্সিল বলেছেন: এই ব্যপারটা নিয়ে ব্লগ দেখার পর আমি আমার আফগান কলিগদের সাথে আলাপ করলাম বিষয়টা নিয়ে। দেখলাম ব্যপারটা সত্যই ঘটে এখানে এবং পাকিস্থানের কিছু জায়গায়! তবে এটা সামাজিকভাবে নিগৃহীত একটা কাজ! ইসলাম এর সাথে এর মিলঝিল করলে বলতেই হয় ধর্ম এদের সর্বনাশ করছেনা, বরং এরা ধর্মকে বিনাশ করছে। এদের থেকে এ ব্যপারে শিখার কিছুই নাই। আর ব্যপারটাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে Ulterior Motive এর উপস্থিতি থাকাতে একটু আপত্তি করলাম! নচেৎ এমন যত চর্চা সবগুলোই নিপাত যাক এই আশা আমাদের যেমন আছে অধিকাংশ আফগানদেরও আছে। একটা উদাহরণ দেই, ইরাকে এখন যত সর্বনাশা ঘটনা ঘটছে তা কিন্তু মুসলমানরাই করছে, কিন্তু আমরা যদি একটু সতর্ক দৃকপাত করি তাহলে দেখবো, এই কাজগুলোতে যাদের লাভ হচ্ছে তারা কিন্তু এটাই চায়! আমি এখানে কোন অবস্থানকে প্রমোট করতে চাচ্ছিনা, পৃথিবীটা যে ধর্ম দিয়ে polarized হয়ে আছে সেটার কথাই বলতে চাচ্ছি।
গত বছর ঔষধ এর উপর একটা জার্নাল পড়ছিলাম। ওখানে দেখলাম সাব-স্টান্ডার্ড ম্যাডিসিন, counterfeit medicine এগুলোর উদাহরন দিতে গিয়ে বাংলাদেশের কথা বলা হয়েছে এবং উদাহরন হিসাবে প্যারাসিটামল সিরাপ খেয়ে যে বাচ্চা মারা গেছে (কুমিল্লায়) তা বলা হয়েছে। আমাদের অনেকগুলো ভালো অর্জনের মধ্যে ঐ ঘটনাটা ছিলো খুবই খারাপ একটা উদাহরন। এখন যে কেউ ঐ লেখাটা পড়ে যদি মন্তব্য করেই ফেলেন..বাংলাদেশ এমন....তাহলে.........?! তবে ব্যপারটা হলো গিয়ে খারাপটা সবসময়ই খারাপ। আমরা খারাপ করছি বলে অন্যরা ঐটার সুযোগ নেয়। কিন্তু ঐ খারাপটাকে সংশোধনের প্রক্রিয়ায় না গিয়ে যদি ঐটার সাথে ধর্ম আর দর্শনকে মিলাই তাহলে বুঝতে হবে we are representing the interest of some other। ভালো থাকবেন! আমি চেষ্টা করেছি যেটা বুঝি সেইটা বলতে, যদি এতে কারো মনে কষ্ট হ্য় নিজগুনে ক্ষমা করবেন আশাকরি!

১৯ শে মে, ২০১০ রাত ১১:০৩

হোরাস্‌ বলেছেন: আপনি তো আমাকে কনফিউজড করে দিলেন। পোস্টের Ulterior Motive টা যেন কি? পোস্টের কোথাও কি ইসলাম ধর্মের কথা বলেছি নাকি? যদিও নিচে প্রায়াপাসের সাথে একমত। কমেন্টটা দেখে নিতে পারেন।

counterfeit medicine এর সাথে ১০ বছরের বাচ্চাকে যৌন নির্যাতন করাকে এক কাতারে ফেললেন নাকি? বুঝলাম না।

আপনি বলেছেন, "কিন্তু ঐ খারাপটাকে সংশোধনের প্রক্রিয়ায় না গিয়ে যদি ঐটার সাথে ধর্ম আর দর্শনকে মিলাই তাহলে বুঝতে হবে we are representing the interest of some other।"

বাহ আপনি তো বেশ সমঝদার লোক। সংশোধনের প্রক্রিয়া হিসাবেই তো ডকু তৈরী কিংবা সেটা নিয়ে পোস্ট দেয়া। জনসচেতনা ছাড়া হাজার হাজার বছরের চলে আসা একটা প্রাকটিস সংশোধন করা কিভাবে সম্ভব? ধর্ম এবং দর্শন ছাড়া এই পৃথিবীতে খারাপ-ভালোর সংজ্ঞা নির্ধারিত হয়েছে কবে? একটা উদাহরণ দেনতো।

২৯| ১৯ শে মে, ২০১০ দুপুর ১:৫১

তায়েফ আহমাদ বলেছেন: PBS এর কিছু ডকিউমেন্টারী দেখার সুযোগ হয়েছে। দারুন তথ্যবহুল হয়। অবশ্য, The dancing boys of Afganistan একেবারেই নতুন মনে হয়। দেখি নি।

যতদুর জানি, বাচ্চাবাজি মধ্যএশিয়ার অনেক প্রাচীন একটি সংস্কৃতি(অপসংস্কৃতি বলাই ভাল)। মূলতঃ আফগানরাই এতে অভ্যস্ত। আমাদের দেশে সীমিত মাত্রায় যে ঘাঁটু গান প্রচলিত, তাও আফগান প্রভাবে প্রভাবিত বলেই মনে হয়। এটি একপ্রকারের মনোবিকৃতি ছাড়া আর কিছু বলে তো মনে হচ্ছে না। অর্থোডক্স ইসলাম তো এর বিরোধী হওয়ার কথা!

১৯ শে মে, ২০১০ রাত ১১:০৮

হোরাস্‌ বলেছেন: এটা গত মাসের ২০ তারিখে প্রচারিত হয়েছে। (এপ্রিল ২০, ২০১০)। অবশ্যই এটা মনোবিকৃতি। তবে আফগানিস্হানে এটা প্রাকটিস হয় বেশ ওপেনলি।

৩০| ১৯ শে মে, ২০১০ দুপুর ২:১৫

আরিফুর রহমান বলেছেন: @কঠিনলুজ, তালেবানেরা কারে জানি উতখাত করছিলো বাচ্চাবাজির লাইগা, সেই বিষয়ের রেফারেন্স দাও।

১৪ লাম্বার কমেন্টে যে কৈলা বাচ্চা বাজির বিরূদ্ধে তালেবানগো উৎপত্তি, সেইটার রেফারেন্স কৈ? খালি উইকির লিঙ্ক দিলেই তো হইবো না।

রেফারেন্স না দিতে পারলে কানে ধৈরা ওই কোনায় গিয়া খাড়ায়া থাকো গিয়া, যাও।

৩১| ১৯ শে মে, ২০১০ বিকাল ৩:২০

ফেরিওলা বলেছেন: @স্বপ্ন সওদাগর
তবে ব্যপারটা হলো গিয়ে খারাপটা সবসময়ই খারাপ। আমরা খারাপ করছি বলে অন্যরা ঐটার সুযোগ নেয়। কিন্তু ঐ খারাপটাকে সংশোধনের প্রক্রিয়ায় না গিয়ে যদি ঐটার সাথে ধর্ম আর দর্শনকে মিলাই তাহলে বুঝতে হবে we are representing the interest of some other। (কথাটা কবে শেষ শুনেছি ভুলেই গেছি! ধন্যবাদ লেখককে!)

এখানে একটা ভাল উদাহরন আছে......@আরিফুর রহমান
উনি নিজেকে ঝড় বানাতে চাচ্ছেন......আপাতঃ দৃষ্টিতে মনে হচ্ছে অন্যায় অবিচার এর বিরুদ্ধে প্রবল ঝড়। রেফারেন্স এর জোরে তৈয়ারী ঝড়! পৃথিবীতে এমন ঝড় মূলত শুরু হয় ডারউইনের আমল থেকে (একেবারে প্রকাশ্য) (রেফারেন্স @আরিফুর রহমান) উনার পড়ালেখা পড়লেই বুঝবেন এমন যুদ্ধ বেশ সরব। এদের অন্যথা ভীষন শক্ত। রেফারেন্সের জোরে পিচ্ছিল বানাইয়া রাখে। এতে চমৎকারিত্বও খুজে পায়! এটা কিন্তু বেশ ভাল ব্যপার! তবে কিনা খুড়লে অন্য ব্যপার ও বেরিয়ে আসবে, যেমন- উনি নিজেকে একজন 'গ্যানি' আর সমজদার ভাবেন আর তার জোরেই একটা ঝড় তুলতে চান। এই ঝড় খুবই পুরাতন একটা মার্কা! নিহিলিজমের একটা ধারা........আস্তিকতা থেকে 'waiting for Godo' তে ঝুলে যাওয়া। এইসব এ কিন্তু কোন সমস্যা নাই। সমস্যা হলো গি্য়ে এরা এটা করতে গিয়ে অন্যরকম যারা ভাবে তাদেরকে গাঁধা মনে করে। পৃথিবীর তাবৎ 'গ্যান' মার্কস আর 'নিটসে'র মাঝে খুজে!! কথায় কথায় Russel আর আরজ আলীর টান আনে!
ভাল! এমনটা ভালই! শুধু বড়াইটা ভাল না! কেননা বড়াই করতে করতে নিজের ক্ষুদ্রতা আবিষ্কারের ক্ষমতা কমবেশী আমরা সবাই হারাই!

হে 'গ্যানি' তুমি সগ্যানে 'গ্যান' বিতরন কর। কিন্তু এই দুর্ভাষ দিয়া তুমি কি করবার চাও??

৩২| ১৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২৮

কঠিনলজিক বলেছেন: @আরিফুর রহমান : তুমি তো মহা গ্যানী আমি পত্রিকায় পড়ছি এবং ঘটনা সত্য তুমি একটু খোজ কেন নেও না ? ঐ সময়ের পত্রিকা ঘাইটা দেখ (!!!)
Early history
Main article: Taliban's rise to power
Emergence
The most credible and often-repeated story of how Mullah Omar first mobilized his followers is that in the spring of 1994 Singesar neighbors told him that a warlord commander had abducted two teenage girls, shaved their heads and taken them to a camp where they were raped repeatedly. 30 Taliban (with only 16 rifles) freed the girls and hung the commander from the barrel of a tank. Later that year two warlord commanders killed civilians while fighting for the right to sodomize a young boy. The Taliban freed him.

৩৩| ১৯ শে মে, ২০১০ রাত ৮:২৫

প্রায়াপাস বলেছেন: আফগানি লেখক খালেদ হুসেনির কাইট রানার বইতেও এই বিষয়টা নিয়ে বলা হইছিল। পাঠান জাতিটাই মোটের উপরে একটা পেডোফাইল জাতি। এরা মেয়েদেরকে কঠিন পর্দার মধ্যে রাখে আর শিশুনির্যাতনে ব্যস্ত থাকে।

আমেরিকাতে পেডোফাইল আছে, সেইটার লিঙ্ক দিয়ে যারা আফগানিস্তানের ব্যপারটা জাস্টিফাই করতে চায়, তাদের জন্য করুণা।

বাচ্চিবাজি আফগানিদের কালচার, ৫০০০ বছর ধরে তারা চর্চা করতেছে। এরা এখনো আদিমযুগের অসভ্যতা লালন করতেছে। ইসলাম ধর্ম তাদের এই বর্বরতাকে 'হালাল' সিল মেরে আনেকটা বৈধতা দিছে বলা যায় (গেল্মান পুরষ্কার দ্রষ্টব্য)।




১৯ শে মে, ২০১০ রাত ১১:১৩

হোরাস্‌ বলেছেন: কারও কারও উত্তর দেখে মনে হলো আমি যেন তাদেরকে নিয়ে পোস্ট দিছি। কোন মুসলিম কোন খারাপ কাজ করছে বলা যাবে না। তাইলেই তোমার উদ্দেশ্য ভালো না।

তোমার কমেন্টের সাথে পুরাই সহমত।

৩৪| ১৯ শে মে, ২০১০ রাত ১১:৪৬

শয়তান বলেছেন: এইসব ঘৃন্য আফগানী পেডোফাইল গুলারে যারা সাপোর্ট দিতাছেন তাদের জন্য আমার পক্ষ থেকে ঘৃনা মেশানো বমি উপহার রৈলো

২০ শে মে, ২০১০ রাত ৮:৪৬

হোরাস্‌ বলেছেন: আমি অবাক হয়ে ভাবি কিভাবে এই অমানুষগুলাকে কেউ সাপোর্ট করতে পারে? আমিও আপনার দলে সামিল হইলাম।

৩৫| ২০ শে মে, ২০১০ দুপুর ১:০২

ফেরিওলা বলেছেন: @স্বপ্ন সওদাগর এর মন্তব্যটা আপনি যেভাবে দিলেন, সেইটাতে একটা রাগ আছে। রাগটাকে শ্রদ্ধা করেই বলছি লেখাটায় আলটেরিয়র মোটিভ এই লেখার উপস্থাপনায় আছে, ব্যপারটা যে ধরতে পারেন নি তাতে আপনাকে দোষ দেয়া যায়না। কারণ কোন কিছু লিখতে গেলে সেই সমাজে এটার বিস্তৃতি সম্পর্কে যদি সঠিক তথ্য ও তত্ব না থাকে তাহলে সেই লেখাটা ঐ সমাজের পুরোপুরি ভিন্ন একটা আংগিক তুলে ধরতে পারে। লেখাটা যখন অন্যদের পড়ার জন্যই লেখেন তাহলে মতামতগুলোকেও সম্মানের সাথে মুল্যায়ন করা দরকার। আমি নিজে একটু জেনে নিয়ে তারপর বলছি, আফগানিস্তানে এই ঘটনা ১ শতাংশ লোকও করেনা। তাহলে সেইটাকি উল্লেখ করা প্রয়োজন নয়। দয়া করে ভুল বুঝবেন না। আমি বলতে চাইছি একটু সতর্ক থাকলে লেখাটাও ভাল হয় আর ৯৯ শতাংশ লোকের ও এ কলংক ভোগ করতে হয়না।
আর ভাল করে না বুঝলে কারো লেখায় রাগ করাটাওতো সমিচীন নয়, তাইনা। ভালো থাকবেন! আপনার ভালো উদ্দেশ্যটাকে প্লাস! আর যেটা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেন নি সেটার জন্য শুভ কামনা।
আমারও ভুল হতে পারে এবং সেইটার জন্য বিনীত ক্ষমা চাচ্ছি।

২০ শে মে, ২০১০ রাত ৯:১৯

হোরাস্‌ বলেছেন: আপনি যেটাকে রাগ বলছেন আমি সেটাকে খুব বেশি হলে সারক্যাজম বলব। এর বেশি কিছু না। আমি বলব আপনার বোঝার ভুল। আর আমার লেখায় যখন কেউ অভিযোগ করছে যে একটা লুকানো বা আন্ডারলায়্যিং মোটিভ আছে সেটা জানতে চাওয়াটা অন্যায় বলে ভাবেন না নিশ্চয়ই?


আপনি বলেছেন, "আফগানিস্তানে এই ঘটনা ১ শতাংশ লোকও করেনা"। এই তথ্যের উৎস কোথায় সেটা জানাবেন কি?
আপনি মনে হয় পিবিএসের ভিডিওটা পুরা দেখেন নি!!!

ইংরেজীতে দুটি কথা আছে, Aiding and abetting এবং accomplice। এরা নিজেরা কেউ সরাসরি অপরাধ করে না কিন্তু প্রমাণিত হলে এরাও শাস্তি পেয়ে থাকে। আর আছে যারা পরোক্ষভাবে এদের উৎসাহ যোগায়।

যে লোকটা রাস্তায়-ফুটপাতে বাচ্চা বাজির ডিভিডি বিক্রি করে, যারা কিনে সেগুলো দেখে তারাও পরোক্ষ ভাবে এটা ঘটতে সাহায্য করছে। সব আফগানই জানে এটা ঘটছে কিন্তু তারা বেশিরভাগই এর প্রতিবাদ করছে না।

কিংবা পুলিশের উর্ধতন কর্মকর্তা যারা বলে যে তারা জানামাত্র এদের গ্রেফতার করে কিন্তু তাদেরকেই যখন বাচ্চা বাজির অনুষ্ঠানে দেখা যায় তাদের আপনি কি বলবেন। এখানে পুরো পুলিশ প্রশাসনকে কি দোষারোপ করা যায় না? অবশ্যই যায়। এখন কি আর এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে? না, যাবে না।

৩৬| ২১ শে মে, ২০১০ রাত ৩:২৪

আশরাফ মাহমুদ বলেছেন: ধুর, না পড়াই না দেখাই উচিত ছিলো। ইয়াক.......

২১ শে মে, ২০১০ রাত ৩:২৬

হোরাস্‌ বলেছেন: না জানটাও কখনও কখনও আশীর্বাদ। ;)

৩৭| ২১ শে মে, ২০১০ সকাল ৭:১৮

না বলা কথা বলেছেন: পিবিএসে বেশ কয়েকদিন আগে দেখেছিলাম, চোখের পলক ফেলতে পারিনি।

সবচেয়ে আশ্চর্য্য লেগেছিলো, বুড়া শয়তানটা অবলীলায় বলে দিলো যে, কিশোর ছেলেটি মারা গেছে।

২১ শে মে, ২০১০ রাত ৮:৫২

হোরাস্‌ বলেছেন: যারা এরকম জঘন্য কাজ করতে পারে তাদের জন্য এটুকু মিথ্যা বলা তো কোন ব্যাপারই না।

৩৮| ২১ শে মে, ২০১০ রাত ৯:৪৫

শেলী বলেছেন: যারা বলছেন ইসলাম পেডোফাইলকে সাপোর্ট দেয় তারাও রেফারেন্স দেন। ধরলাম রাসুল(সঃ) আয়েশাকে বিয়ে করেছেন ৬ বছর বয়সে( যদিউ ইতিহাস অন্যরকম বলে)। কিন্তু যদি উনার এই অসুখ থাকে,তাহলে
(১)একজন বাচ্চা কেন, এরা তো বাচ্চা দেখলেই পাগলামী করার কথা,কিন্তু উনার নামে এমন কথা কেউ বলেনাই
(২)তাকে বিয়ে করে তার দায়িত্বই বা নিবেন কেন ,এখানে দেখুন কেউ কি বাচ্চার দায়িত্ব নিয়েছে?
(৩) আর আয়েশা তো পুরা জীবন শিশু থাকেননাই উনার কোনো কমপ্লেন নাই কেনো?
(৪)সাপ দেখলে রজ্জু ভ্রম হয়,এভাবে বেহেশতে বালক মানেই গেলমানদের মত এরকম করবে তাই বা বুঝান কেন? ধরে নেন তারা রোবোট টাইপের হবে তাহলেই তো হয়। আর কোরান ,হাদীসে কোথাও নাই যে তাদেরকে গেলমান হিসাবে দেয়া হবে।
হাদিসের সায়ন্স বলে কোনো হাদিস যদি কোরানের বিপরীত হয় তাহলে কোরানকেই সঠিক মনে করতে হবে,কারন বুখারী নিজেই বলেছেন,তার সংগৃহীত হাদীস পুরা সন্দেহমুক্ত নয়। কোরানে আছে,এতিমরা যখন বুঝার বয়সে পৌছে তখন তাদের বিয়ে কর,স্কলাররা যেখান থেকে বের করেছেন বিয়ে টা এটলিষ্ট বুঝার মত বয়সে না হলে বিয়ে হবেনা। সেখানে মুহম্মদ(সঃ) এরকম কাজ করেছেন তা আসলে বাতিল হয়ে যায়।

আরেকটা উদাহরন দেই।বলা হয় খাদিজাকে বিয়ে করার সময় তার বয়স ছিল ৪০। এখন এই আধুনিক যুগেও ৪০ বছরের কোনো মহিলার পক্ষে ৬ সন্তানের জন্ম দেয়াটা প্রায় অসম্ভব। উনার বয়স যে ২৫ ছিল এরকম হাদিসও আছে,কিন্তু সবাই ঐটাই ঠিক মনে করে।

২১ শে মে, ২০১০ রাত ১০:০৪

হোরাস্‌ বলেছেন: এত ঝামেলা যখন তখন এক কাজ করলেই তো হয় ভূয়া হাদীসগুলারে বাদ দিয়া খাটি হাদীসের একটা সংকলন বানান। তারপর মুসলিম, অমুসলিম সবাই সেটা থেকে আলোচনা করবে। বাকিগুলাকে চিরতরে হাদীস বই থেকে ডিলিট মারা হবে।

আছে সাহস হাদিসে বাতিল করার? যদি তা না পারেন তাইলে সুবিধামত এইটা ভূয়া, ঐটা ভূয়া বলে নিজেদেরকে আরও হাস্যকর করবেন না। আশা করি এই বোধোদয়টুকে আপনার হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.