![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব
আমার জীবনের শ্রেষ্ঠ সময়টুকু যেখানে কেটেছে তার কিছু ছবি (ছবিগুলো সংগৃহীত)
১। অমর একুশে
২। সংশপ্তক
৩। শহিদ মিনার
৪। শহিদ মিনারের ভেতরের দৃশ্য
৫। মুক্তমঞ্চ
৬। ছায়ামঞ্চ
৭। মীর মশাররফ হোসেন হল
৮। মীর মশাররফ হোসেন হল টু ক্যাফেটেরিয়া
৯। মূল গেইট
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫১
আসল পাগল বলেছেন: ধন্যবাদ ।
২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫১
আসল পাগল বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল।
৩| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: জাহাঙ্গীর নগরে তিনবার গিয়েছি, তবু এমন সৌন্দর্য্য দেখতে বারেবার যেতে ইচ্ছে করে, পোষ্টে ভালোলাগা।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৭
আসল পাগল বলেছেন: ধন্যবাদ। ২০০৬ সালে যখন ভর্তি পরীক্ষা দিতে যাই তখনই আমি জাহাঙ্গীরনগরের প্রেমে পরে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি যদি এবার এখানে চান্স না পাই তবে পরেরবার আমি আবার পরীক্ষা দেব, আমাকে এখানে ভর্তি হতেই হবে। জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছি এখানে।
৪| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৭
সাদা মনের মানুষ বলেছেন:
৫| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক গিয়েছি ওখানে । দারুণ জায়গা । আপনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে ।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫০
আসল পাগল বলেছেন: আপু আপনাকে অনেক ধন্যবাদ। তবে স্বীকার করতেই হয় ছবিগুলো আমার তোলা নয়।
৬| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫
গুলশান কিবরীয়া বলেছেন: ও তাই !!! শুধু শুধুই আপনার প্রশংসা করলাম !!!
আসলেই , যেই তুলেছে তার শৈল্পিক মেধা আছে আর আপনার ভালো চোখ আছে ।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২
আসল পাগল বলেছেন: সুন্দর চোখ আছ কিনা জানিনা , তবে এটুকু বলতে পারি জা.বি"র প্রকৃতি আর প্রতিটি রাস্তা, ইট, বালিকণা, নির্জনতা আমার অস্তিত্বের সাথে মিশে আছে। আবারও ধন্যবাদ আপনাকে।
৭| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আচ্ছা ভাই, আপনি একেবারে আসল পাগল কিভাবে হইলেন? রেসিপিটা কি দেয়া যাবে?
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫
আসল পাগল বলেছেন: হা হা হা !! এই রেসিপি ভাত রান্না করার চেয়েও সহজ। পাগলেরও কথায়ও কিস্তু যুক্তি থাকে ভাই, কিস্তু সেই যুক্তি পাগল ব্যতিত অন্যদের নিকট পাগলামি। আমারও অনেক কথা ও কাজ অন্যদের নিকট পাগলামি বলে গন্য হয়। এন্যই আমি পাগল। আর আমি আমার পাগলামির দিক থেকে আসল। এজন্যই আমি আসল পাগল।। আমার আসল পাগল হওয়ার রেসিপি এটাই।
৮| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮
বাংলার ডাহুক বলেছেন: সুন্দর
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭
আসল পাগল বলেছেন: ধন্যবাদ।
৯| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩০
shiponblog বলেছেন: এখন ৫ টায় বসে আছি।
সবকিছু এতো সুন্দর যে ভালো না লেগে থাকতে পারে না।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৬
আসল পাগল বলেছেন: জা.বি"র এ প্রান্ত থেকে ও প্রান্ত- সর্বত্রই যে ভালোলাগার অজস্র উপাদানে টইটম্বুর। ভালো তো লাগতেই হবে। কারও মন খারাপ থাকলে সে যদি জা.বি"র প্রকৃতির মাঝে কিছুক্ষণ নিজেকে ডুবিয়ে রাখে তবে তার মন ভালো হতে বাধ্য । ধন্যবাদ।
১০| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:১২
সুমন কর বলেছেন: সুন্দর !
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৯
আসল পাগল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৫
বিজন রয় বলেছেন: চমৎকার।
+++
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪০
আসল পাগল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
১২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: আমি আপনার কাছে আসল পাগলের ছবক নিয়া আপনার মুরিদ হইতাম্চাই
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪২
আসল পাগল বলেছেন: হা হা হা !! পাগলের মুরিদ হতে চাওয়া তো আরেক পাগলামি।।।।
১৩| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: কথাটা কম খারাপ বলেন্নাই
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৬
মনিরা সুলতানা বলেছেন: দারুন সব ছবি