![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব
প্রায় সবকিছু পরিমাপের যন্ত্র থাকলেও কষ্টের তীব্রতা পরিমাপের কোন যন্ত্র আছে কি? অথবা ভালোবাসার? মহাকালের নিরবধি বয়ে চলার মাঝে যা কিছু ঘটে বা যা কিছু হয় তার সবই কি হারিয়ে যায়? বা রয়ে কি যায় সবই? দুঃখ বা ভালোবাসা রয়ে যায় বা হারিয়ে যায় কিনা ভেবে পাইনি। তবে মনে হয় দুঃখটা রয়ে যায়, আর হারিয়ে যায় ভালোবাসা। অথবা বিপরীতও হতে পারে, অথবা সমান্তরাল। মানবমনের ওপর প্রভাব বিস্তারকারী অনুঘটক হিসেবে কোনটি অধিকতর সক্রিয়? দুঃখ না ভালোবাসা? দুঃখই হবে হয়তো, অথবা ভালোবাসা, অথবা দুটোই।কষ্ট মানুষকে নাকি খাঁটি মানুষ বানায়, আর ভালোবাসা নাকি করে তোলে চিরঞ্জীব। আমি কি খাঁটি হতে চাই, বা চিরঞ্জীব, অথবা কোনটিই নয়, অথবা উভয়ই?- চিরদোদুল্যমান মন রয়ে যায় নিরুত্তর ।
©somewhere in net ltd.