নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করেনা বঞ্চনা।।।

আসল পাগল

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব

আসল পাগল › বিস্তারিত পোস্টঃ

প্রিয় তিনু

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

প্রিয় তিনু,
জানি তুমি ভালোই আছ। কতটা ভালো সেটা হয়তো আমার অনুভবের বাইরে। হ্যাঁ। কষ্টের নাম যদি ভালো থাকা হয় তবে আমার চেয়ে ভালো আর কউ নেই।প্রচণ্ড ঝড়ে যেভাবে উঁচু গাছের ডালপালাগুলো দুমড়ে মুচড়ে ভেঙে যায় তার চেয়েও তীব্রভাবে ভাঙে আমার হৃদয়। প্রতিনিয়ত ভাঙতেই থাকে।ঝঞ্ঝাবিক্ষুব্ধ উত্তাল সাগরের ঢেউয়ের মতো এখন আমার হৃদয়। শুনেছিলাম যারা খুব বেশি হাসি-খুশি থাকে তারা নাকি ভেতরে ভেতরে খুব বেশি অসহায় থাকে, তাদের ভেতরের অনেক না বলা কষ্টগুলো তারা সময়ের উল্টোস্রোতে হাসি দিয়েই প্রকাশ করে থাকে। হ্যাঁ। আজ কথাটি আর মিথ্যে মনে হয়না বিন্দুমাত্র। তোমাকে হারিয়েছি আজ প্রায় আট বছর হলো ।তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা অনেক করেছি এই কেটে যা্ওয়া সময়গুলোতে।বিশ্বাস কর সেই চেষ্টাগুলো তোমার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে হাজারগুণ। আট বছর আগে যেমন ভালোবাসতাম এখন তার চেয়ে আরও অনেক বেশি ভালোবাসি তোমাকে। চাকরি নামের যে সোনার হরিণের অভাবে তোমাকে হারিয়েছি চিরতরে আজ তা আমার হাতের মুঠোয়, আজ আমি সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা। ভাবতেই চোখ ভিজে আসে। যাকে ঘিরে স্বপ্নগুলো রঙিন হয়েছিল সেই তুমি আজ নেই । ইস্। সব হারিয়ে যদি তোমাকেই পেতাম!!!!
আর লিখতে পারছিনা । আবার হয়তো লিখব। ভালা থেকো , সুরে থেকো।
ইতি
তোমার প্রিয়
পাগল

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২

ভাবনা ২ বলেছেন: সুন্দর চিটিটি পাঠে ভাল লাগল ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

মির্জা তানিয়া বলেছেন: ভালোলিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.