![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের জীবনে প্রিয়ও মানুষেরা সব সময় আলাদা স্থান দখল করে থাকে। একদম ছোট বেলায় প্রিয়ও মানুষ বলতে মূলত মা বাবাই থাকে। আস্তে আস্তে আমরা বড় হতে থাকি আর আমাদের প্রিয়ও মানুষের তালিকাও বড় হতে থাকে, সেখানে যোগ হতে থাকে নতুন নতুন মানুষের নাম, মনে ছাপ ফেলতে থাকে নতুন মানুষের মুখ আর তাদের অস্তিত্ব। এই প্রিয়ও মানুষের মধ্যে থাকে ভাই, বোন, বন্ধু, ভার্সিটির বড় ভাই, ছোট ভাই আরও থাকে কিছু মুখ, কিছু নাম যাকে হয়ত মনের অজান্তেই আমরা প্রিয়ও মানুষ করে নিয়েছি, প্রিয়ও করে নিতে চেয়েছি। কিছু ক্ষেত্রে পেরেছি কিছু ক্ষেত্রে পারি নি, হয়ত অধিকাংশ ক্ষেত্রেই পারি নি। কিন্তু তালিকায় তার নামটি রয়েই গেছে, মনের অজান্তে কিংবা আমাদের জ্ঞাতসারে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় তার যে ছাপ আমাদের মনে পড়েছিলো তা সগর্বে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে।
সময়য়ের সাথে সাথে কিছু প্রিয়ও মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যায়। মা বাবা চিরকাল বাঁচে না কারো, বন্ধুরাও এক সময় নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যাকে সমগ্র সত্তা দিয়ে চাওয়া হতও সে ও কোন কারণে দূরে সরে যায়। পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় নিজেকেও অনন্যোপায় হয়ে প্রিয়ও মানুষ থেকে দূরে সরে আসতে হয়। আপাত দৃষ্টিতে মনে হয় প্রিয়ও মানুষটি আসলেই দূরে সরে গেছে অথবা আমরাই তার কাছ থেকে দূরে সরে আসতে পেরেছি।
কিন্তু বাস্তব জীবনের বিস্ময়কর নিষ্ঠুর পথে চলতে চলতে আমরা উপলব্ধি করি যে আমরা আসলেই কাঊকে ভুলতে পারি নি। ভুলে যাওয়া কি এতোটাই সহজ? চাইলেই কি ভোলা যায়?? হয়তও কোন গান শুনতে বসলাম, তখনই আমাদের খেয়াল হয় যে আরে এই গানটা তো প্রিয়ও মানুষের ও খুব প্রিয়ও ছিল। কিংবা আইসক্রিম খেতে গেলে, মুষলধারে বৃষ্টি হওয়ার পর শ্বেত শুভ্র আকাশ দেখলে, রাস্তায় চলতে চলতে ফুলের দোকানের সামনে দিয়ে গেলে আরও নানা কারণে প্রিয়ও মানুষের কথা আমাদের মনে পড়ে যায়।
আসলে কাঊকে কখনো ভোলা যায় না, সম্ভব না ভোলা। কিন্তু আমরাও তো নাছোড়বান্দা। আর তাই মন্দের ভালো হিসেবে আমরা এই সব স্মৃতি এড়িয়ে জীবনের পথে চলা শিখে ফেলি।
প্রকৃতপক্ষে এটাই জীবনের নিয়ম। মানুষ আসবে, তার ছায়া হিসেবে আসবে নানা স্মৃতি আর জীবনে টিকে থাকার জন্য আমরা এগুলো বানাতে চাইব শুধুই বিস্মৃতি।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৩
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: শামসুর রাহমান এর 'একটি ফটগ্রাফ' কবিতার কথা মনে পড়লো-৩ বছরের মধ্যে ম্রিতো সন্তানের কথা বাবা ভুলে গিয়েছিল।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৯
ঋদ্ধ নওয়াজিস বলেছেন: মানুষের ভুল ধারণা যে কাউকে ভোলা যায়।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৮
নিঃসঙ্গ পৃথিবী বলেছেন: ভাই, আপনি এতোটা দার্শনিক হইলে তো জীবনের ছোট ছোট দুঃখ-কষ্টও ভুলতে পারবেন না । Take everything easy, you will find them nice one day. That's what we, the humans, are for.
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫১
তন্ময় ফেরদৌস বলেছেন: কঠিন সত্য।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪০
শুকনা মরিচ বলেছেন: সব প্রিয় মানুষগুলো ভালো থাকুক !