![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেহেতু তুমি আমাকে চিনো না, সেহেতু তা অজানাই থাক ।
ফুটবল বিশ্বকাপের সময়, ঢাকায় এক জার্মান ভদ্রলোক গুলশান-২ এ এসে জার্মান এমব্যাসি আর খুঁজে পায় না
যে দিকেই তাকায়, সেই বিল্ডিঙের ছাদেই জার্মান পতাকা
মুসিবত... আম্রার এমব্যাসি কোনটা?
এক ব্রাজিলিয়াল ভদ্রলোক ঢাকা এয়ারপোর্ট থেকে বের হয়ে খুশিখুশি রাস্তায় নেমেই নাড়া দিয়ে থমকে দাড়িয়ে গেলেন, ‘প্লেন কি ভুলে ব্রাজিলেই চলে এসেছে আবার?’
... এখন ক্রিকেট বিশ্বকাপ চলছে
বাংলাদেশকে ... আই রিপিট, বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ান হতে আর মাত্র ৩ টা খেলা জিততে হবে
ভাবা যায়?
পতাকায় তো ছেয়ে যাওয়ার কথা দেশ
আমরা প্রত্যেকেই তো দেশের এম্বাসেডর... প্রত্যেকেই
আসুন সাজিয়ে ফেলি আমার এমব্যাসির ছাদটা
পতাকা সবার বাসাতেই আছে... দরকার শুধু একটু কষ্ট করে সেটা বের করে নিয়ে ছাদে চলে যাওয়াটা
আকাশের স্যাটেলাইট থেকে নাকি চীনের প্রাচীর দেখা যায়
... একটা দেশে; এতোগুলো নিজ দেশেরই এমব্যাসি যে থাকতে পারে, আসুন দেখিয়ে দেই
দুই দিন আছে আমাদের নেক্সট খেলা হতে
আসুন ছেয়ে ফেলি
আমি আমার ফ্রেন্ড লিস্ট এবং ব্লক লিস্টে থাকা সকল শুভাকাঙ্ক্ষী ... এবং ফলোয়ারদের “happiness is বাড়ির ছাদে দেশের পতাকা” এর কাছে অনুরোধ জানাই ।
©somewhere in net ltd.