নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং কে জীবন ধারায় নিয়ে মোর অঙ্গ করেছি মহান ।

Hridoy47

যেহেতু তুমি আমাকে চিনো না, সেহেতু তা অজানাই থাক ।

Hridoy47 › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গঃ আমার এক্স গার্লফ্রেন্ড কে

২১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৪

- হৃদয় শুনছো ?
- তুমি খুব ভালো করেই জানো আমার শ্রবণশক্তি ভালো ।
- আমাকে একটা সত্যি কথা বলবে ?
- খুব প্রয়োজন ছাড়া ভালো মানুষরা মিথ্যা বলেনা ।
- ডু ইউ স্টিল লাভ মি ?
- একটা কবিতা লিখেছি । শুনে বলো কেমন হইছে...

"আমি আকাশের দিকে তাকিয়ে আছি দেখছি কিছু অনাকাংক্ষিত মেঘ, তারা খুব অচেনা...
কিছুক্ষনেই তারা চেনা হবে, আবার হারিয়ে যাবে
আকাশের কোন এক প্রান্তে
যেনো তারা অপ..."

- চুপ
- আচ্ছা
- প্লিজ উত্তরটা দাও
- গতকাল তুমি যে ঝালমুড়ির ঠোঙ্গাটা ফেলে গেছিলা । মনে আছে ?
- হ্যাঁ
- আমি ওটাতে আরেকটা কবিতা লিখেছি ।
- চুপপপপ । প্লিজ লেট মি নো, উইল ইউ কাম ব্যাক এগেইন ?
- এই কবিতাটা তোমাকে শুনতেই হবে রুপা ।

"আমি অনন্ত পথের শেষ খুঁজছি । যেখানে আবেগ পা খুঁড়ে খুঁড়ে আমার পিছু নিয়েছে । কিন্তু ওই আলোর মতো কষ্টকে কি আজো ভুলতে পেরেছি ? হয়তো জানি না..."

ফাজিল মেয়েটা অন্যদিকে ফিরে কাঁদছে । আলসেমির কারণে কান্নাকাটির উদ্দেশ্য খুঁজতে ইচ্ছে হচ্ছেনা আমার । আপাতত crocodile tears বলে চালিয়ে দেয়া যাক । সাথে ক্রিস্টাল গেইলের একটা মিউজিক ট্র্যাক...

"we must believe in magic
we must believe in the guiding hand,
if you believe in magic
you'll have the universe at your command..."

*আমি তোমাকে সত্যিই ভালবাসি রুপা*

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৩

আরণ্যক রাখাল বলেছেন: আমাদের বলে কি লাভ হল?

২| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩০

এহসান সাবির বলেছেন: ভাই আমার তো একটাও নাই.... এক্স হবে কেমন করে? :(( :(( :((

৩| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১২

Hridoy47 বলেছেন: জানি না কি লাভ হবে ? তবে কথাগুলো শেয়ার করতে খুব ইচ্ছে করেছিল মিঃ রাখাল ।

৪| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৫

Hridoy47 বলেছেন: বানিয়ে ব্রেকআপ করুন এমনিতেই এক্স হয়ে যাবে মিঃ সাবির ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.