![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেহেতু তুমি আমাকে চিনো না, সেহেতু তা অজানাই থাক ।
আমার কাছে মেয়েরা বরাবরই ভাল । আমি তাদের কাছে সবসময় যা চেয়েছি তারা সবসময় তার চেয়ে বেশিই দিয়েছে।
একজনের কাছে চেয়েছিলাম সে যেন একটু সাহিত্য প্রেমী হয়।
সে সাহিত্যের প্রেমে পড়েছিল। পড়েছিল হাজারো সাহিত্যিকদেরও প্রেমে। আরেকজনের কাছে চেয়েছিলাম, সে আমাতে মুগ্ধ হোক, আমাকে ক্রাশড রিকোয়েস্ট পাঠাক।
সে আমাতে মুগ্ধ হয়েছিল সত্যিই, পাঠিয়েছিল ক্যান্ডি ক্রাশ রিকোয়েস্ট।
আরেকজনকে আমি বলেছিলাম, তুমি চুল খোলা রেখো। খোলা চুলে তোমাকে দারুন লাগে।
সে আমার কথা রেখেছে। সে চুল খোলা রেখেছিল, খোলা রেখেছিল আরো কত কি!
আরো একজনকে আমি বলেছিলাম, আমাকে আপনি বলতে হবেনা তুমি করেই বোলো। সে আমাকে তুমি করেই বলেছিল। কিন্তু তুমি'র সাথে জুড়ে দিয়েছিল একটা 'ভাইয়া'।
মেয়েরা, আমিতো এতটাও চাইনি। কিন্তু তোমরা আমাকে এত এত দিয়েছো যে পৃথিবীতে আজ কোন কন্যা দ্বায়গ্রস্ত পিতার চেয়ে বোন দ্বায় গ্রস্ত ভাই হিসেবেই আমি ভারাক্রান্ত বেশি।
২| ১৫ ই মে, ২০১৫ রাত ১০:৩৬
নাজমুল৪৮৫৭ বলেছেন: ভাই লিংকটা দিলাম দেখেন আপনার কাজে দিবে
http://www.somewhereinblog.net/blog/nazmul4857/30039855
৩| ১৬ ই মে, ২০১৫ সকাল ১০:২৯
Hridoy47 বলেছেন: :-)
৪| ১৬ ই মে, ২০১৫ সকাল ১০:৩০
Hridoy47 বলেছেন: কি এটা নাজমুল সাহেব
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:০৩
হাসান মাহবুব বলেছেন: হাহাহা!