নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং কে জীবন ধারায় নিয়ে মোর অঙ্গ করেছি মহান ।

Hridoy47

যেহেতু তুমি আমাকে চিনো না, সেহেতু তা অজানাই থাক ।

Hridoy47 › বিস্তারিত পোস্টঃ

একজন ক্রেডিট কার্ড হ্যাকার

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:২১

২০০৭ সালে ইউক্রেন এর অধিবাসি মেকসিম ইয়াসট্রিমস্কি ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রেডিট কার্ড হ্যাকার । সে প্রায় ৪০ মিলিয়নের উপরে কার্ড চুরি করে যার বেশিরভাগই ছিল আমেরিকান রিট্রেইলার । সে বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানির প্রায় ১১ মিলিয়ন ডলারের উপরে ক্ষতি করেছে । ২০০৮ সালে সে আমেরিকার সিক্রেট সার্ভিস এর হাতে গ্রেপ্তার হয় ।

তাকে যেভাবে ধরা হয়েছিল- ২০০৪ সালের কথা সিক্রেট সার্ভিস তখন মূলত কারেন্সি ক্রাইম নিয়ে কাজ করতো । সে সময় তারা একটি অপরাধ চক্রের খরব পায় যারা চুরি করা ক্রেডিট কার্ড ব্যাবহার করে দামি দামি ইলেকট্রনিক্স ডিভাইস ক্রয়ের পিছনে ব্যায় করতো । তারা এই চক্রটিকে সরাসরি ধরার পরিবর্তে তাদের সাথে একটা চুক্তি করলো । একজন এজেন্ট আন্ডারকভার হিসাবে চক্রে ঢুকে পড়লো যাকে অন্যদের কাছে পরিচয় করানো হল এই চক্রের একজন নতুন সদস্য হিসাবে । স্বাভাবিক ভাবেই সিক্রেট সার্ভিস এর প্রথম চেষ্টা ছিল এই চক্রের একদম সবার উপরে চলে যাওয়া এবং হ্যাকিং আন্ডারওয়ার্ল্ড এর সাইবার ক্রিমিনালদের গ্রেপ্তার করা । আন্ডারকভার
এজেন্টের ভাষ্যমতে কৌশলের অংশ হিসাবে তাঁর বিভিন্ন ধরনের টুলস প্রয়োজন হয়েছিল কার্ড বানানোর জন্যে মেশিন, বিশেষ ধরনের প্লাস্টিক এবং কার্ড নাম্বার । এগুলোর জন্যে সে মেকসিম ইয়াসট্রিমস্কি সাথে যোগাযোগ করেছিল । ইয়াসট্রিমস্কি এর কাছে ছিল অত্যাধুনিক এবং নতুন নতুন ক্রেডিট কার্ড ডাটা । ইয়াসট্রিমস্কি বিভিন্ন ধরনের হ্যাকারদের সাথেই কাজ করতো । মাঝে মাঝে তারা বিভিন্ন রিট্রেইলার এর নেটওয়ার্ক এ সরাসরি ম্যালওয়্যার স্থাপন করতো । যখনি কেউ তাঁর কার্ডটি ব্যাবহার করবে সাথে সাথে কার্ডের সব তথ্য ক্রিমিনালদের কাছে চলে যাবে ।
একসময় সিদ্ধান্ত নেয়া হল যে ইয়াসট্রিমস্কির সাথে এজেন্ট তাদের কাজের খাতিরে সরাসরি দেখা করবে । এর পূর্ব পর্যন্ত তাদের সবগুলো মিটিংই অনলাইনের মাধ্যমে হয়েছিল । অতঃপর পর্যাপ্ত তথ্য প্রমান জোগাড়ের পর সিক্রেট সার্ভিস ইয়াসট্রিমস্কিকে গ্রেপ্তারের জন্যে প্ল্যান করলো । এই অপারেশনটি তুর্কীতে করা হয়েছিল এবং এই কাজে সেখানকার পুলিশবাহিনীও সাহায্য করেছিল । তাদের অপারেশনটি সফল হয় এবং ইয়াসট্রিমস্কি সিক্রেট সার্ভিসের হাতে ধরা পরে । বর্তমানে ইয়াসট্রিমস্কি তুর্কী কারাগারে রয়েছে, ক্রেডিট কার্ড চুরির দায়ে তার ৩০ বছরের জেল হয়েছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.