নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং কে জীবন ধারায় নিয়ে মোর অঙ্গ করেছি মহান ।

Hridoy47

যেহেতু তুমি আমাকে চিনো না, সেহেতু তা অজানাই থাক ।

Hridoy47 › বিস্তারিত পোস্টঃ

পারে না মানেই কি সে পারে না...

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৬

তার চোখে অশ্রু নেই এর মানে এই না যে সে কাঁদছে না। এর মানে হল কাঁদার মত তার অবশিষ্ট কোন অশ্রু নেই।
সে কাউকে বিশ্বাস করতে পারছে না। এর মানে এই না যে সে বিশ্বাস করতে জানে না। এর মানে হল সে এর আগে বহুবার বিশ্বাস করে ঠকেছে।
সে আর ধৈর্য ধরে রাখতে পারছে না। এর মানে সে অধৈর্যশীল না; এর মানে হল ধৈর্য ধরতে ধরতে তার ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে।
মিথ্যে ছলনার সে কিছুই বোঝে নি; এর মানে হল সে কাউকে কিছুই বুঝতে দেয় নি। সে বুঝে ফেলেছে এটা বুঝে ফেললে হয়ত তার কাছের মানুষটি বিব্রত হবে। সে আসলে কাউকে বিব্রত করতে চায়নি।
সে ভালবাসতে জানে না এর মানে হল সে কাউকে জীবন দিয়ে ভালোবেসেছে; যাকে না পেয়ে সে আর অন্য কাউকে ভালোবাসতে পারে নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.