![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
ভোর ৬টা শোরগোল শুনে ঘুম থেকে উঠলাম ।চাচা আমার হাঁপানোর জন্য কোন কথাই বলতে পারছে না।কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হলে ঘটনার আকস্মিকতায় শিউরে উঠি।চাচা নাইট করে বাসায় ফিরবে।দূরত্ব খুব বেশি না।গুলশান-১ থেকে মহাখালী ওয়্যারলেস।রবির অফিসটা থেকে বের হয়েই অন্য কোন গাড়ি না পেয়ে লেগুনায় উঠল।সাথে আরেকজন লোক উঠল।হরতাল হওয়ায় পুরা রাস্তা স্বাভাবিকের তুলনায় একটু বেশিই ফাঁকা।কিন্তু গুলশান চেকপোস্ট পর্যন্ত আসতে আসতে বাকি সিটগুলোও ফিলআপ হয়ে গেল।যথারীতি চেক শেষে লেগুনা ছাড়ে।টিভিগেইট ক্রস করতে যাবে ঘটনার সুত্রপাত ঘটে সেখানেই।লেগুনার দিকে একদল পুলিশ এগিয়ে আসতে দেখে ভিতর থেকেই কয়েকজন "নারাইয়ে তাকবির, আল্লাহু আকবার" শ্লোগান তুলে!!!আন্দাজ করতে পারছেন তখনকার অবস্থাটা?আমার চাচার মত যারা ছিল তারা পুরাই আতংকিত হয়ে পড়ে।চাচা পিছনের দিকে থাকায় সবার আগেই কোন রকম বের হয়ে পড়ে।চাচার সাথে উঠা লোকটা নামতে গিয়ে রাস্তায় পরে যায়।চাচার থেকে ডিস্টেন্স মাত্র ৪/৫ হাত।কিছু বুঝে উঠার আগেই গুলির আওয়াজ!পড়ে যাওয়া লোকটির হাটুতে গুলি লাগে।পরিস্থিতির বিবেচনায় চাচা তাৎক্ষনিক লোকটার কাছে যেতে পারেন নাই।জীবনের মায়া ত্যাগ করে টঙদোকানটার নিচে দাঁড়িয়ে আছেন।শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে চাচা আজকের মত বেঁচে যায়।এক বৃদ্ধ পথচারী পুলিশদের উদ্দেশ্য করে বলতে থাকে "উনি শিবির না।তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে গেছে" পরিস্তিতি স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগে।ততক্ষনে চাচা ওই বৃদ্ধকে নিয়ে লোকটাকে ধরে উঠায় পরে একটা সিএনজি ডেকে উঠিয়ে দেয়।
এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করব আমি ভেবে পাচ্ছি না।যাদের উদ্দেশ্যে গুলি ছুড়ল তারা ঠিকই বেঁচে গেল।আল্টিমেট সাফারার আমরা ভোদাই আমজনতাই।বেশি কিছু বলার রুচি পাচ্ছি না...আজকের রায়ে এমনি মানসিকভাবে বিপর্যস্ত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
হৃদয় রিয়াজ বলেছেন: ঠিক বলেছেন ভাই।আপনাকে ধন্যবাদ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
তুন্না বলেছেন: ঘটনাটা শুনে আমি ও খুব মানসিকভাবে বিপর্যস্ত হলাম। আল্লা আপনার চাচাকে সুস্থ রাখুক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ আপু।আসলে আমাদের এই মুহূর্তে হাতপা গুটিয়ে বসে থাকা আমাদেরকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
শার্লক বলেছেন: সবসময় গুলি আম জনতাই খায়। শালার গনতন্ত্র।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
হৃদয় রিয়াজ বলেছেন: হুম ভাই।সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে চলে আসছে...ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
htusar বলেছেন: আমরাই ভোদাই,সহমত।