![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
রূপনগরে হঠাত করেই এক চাঞ্চল্যকর কান্ড ঘটে গেল।একদল লোক এসে ছেলের বাবা-মা, ভাই-বোন কে হাতেপায়ে বেঁধে ফেলল।ছেলে বাথরুম থেকে দরজার ফুটা দিয়ে সব দেখছিল।পাশের বাড়ির বড়কর্তা দৌড়ে গিয়ে লোকদের হাতে একটি বল্লম তুলে দিল আর বলল "মারেন শালাদের।আমার পোলাডা এই বেশ্যা মাইয়ার লগে একটু ফিল্ডিং মারছিল বইলা মূর্খ বাপটা কি মাইরটাই না মারছিল!" বলা মাত্রই লোকগুলো তাদের সবাইকে খুন করে চলে গেল।
ছেলে বিচার চাইতে মাতব্বরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললঃ
- হুজুর, খানকির পোলারা আমার সর্বনাশ কইরা দিছে...
- খামোশ!তুই কি বললি???খানকির পোলা!!!তোর কি মা-বোন নাই???
- হুজুর আমার কথাটা শুনুন...
- আবে চুপ থাক বেটা।ওগো বাপ মা লইয়া বাজে গাইল দেয়ায় তোর আগে বিচার হইব।ওই কে কই আছস গাছের লগে বাইন্ধা পিডা শালারে।
অমনি মাথার উপর ছাতা ধরে রাখা লোকটা পান চিবাতে চিবাতে বললঃ
- হুজুর যদি বেয়াদবি মাফ করেন তয় আমিও একখান কথা কই?
- অল্প কথায় জলদি কইয়া ফালা।
- আজ্ঞে হুজুর, খচ্চরটা তো জঘন্য অপরাধ করছে!এই সাজা মেলা কম হইয়া যায় না!!পাড়ার লোকজন শুনলে তো আপনার ইজ্জত যাইব।
- কস কি মমিন!!!আগে কইবি না!তাইলে এইডারে এক্ষনি ঝুলাইয়া দে।
- জী আজ্ঞে হুজুর।
[ গল্পের কাহিনী, চরিত্র সকল কিছুই কাল্পনিক।কোন ব্যাক্তি বা সম্প্রদায়ের সাথে মিলিয়া গেলে সেটা অনিচ্ছাকৃত বলিয়া গণ্য হইবে এবং সেজন্য লেখককে দায়ী করা যাইবে নাইক্কা
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
শুঁটকি মাছ বলেছেন: ভালো লেখা।