নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

আমার এসএসসি সমাচার এবং শুভ কামনা…

০৯ ই মে, ২০১৩ সকাল ১০:১৭

ঠিক ৪ বছর আগের কথা। কি হবে এ নিয়ে পরিবারের সবাই খুব টেনশিত। শুধু আমারই কোন রকম ফিল হচ্ছে না বরং নতুন কেনা নকিয়া ৭২১০ সুপারনোভা সেট নিয়ে বিশেষ ব্যাস্ত। আম্মার পিড়াপিড়িতে জাস্ট ১২ টায় ঘর থেকে বের হলাম। সাথে আব্বা যেতে চেয়েছিল কিন্তু আমি তেমন উৎসাহ দেখাই নি। উনার সাথে রিক্সায় বসলে নিজেকে কেমন চিড়িয়াখানার অসহায় জন্তুটি মনে হয়। বয়স সুলভ ইচ্ছামত এদিক ওদিক তাকাতে পারি না। ঠিক ২০ মিনিট পর রিক্সা থেকে নেমেই এক ঝাক চিন্তিত মুখ দেখেই নিজের ভিতরটা মোচর দিয়ে উঠল। এক মুহূর্তের জন্য মস্তিষ্কের পাল্ִসে বারি দিল "ওই আজকে না তোর রেজাল্ট!" পরের সময়টা সত্যি এক অস্থিরতা জেঁকে বসেছিল। এক বন্ধুর বিশেষ পরিচিতির সুবাদে রেজাল্ট নোটিশ বোর্ডে আসার আগেই ভিতরে দেখতে গেলাম। থরথর করে গা হাতপা কাঁপছে। রোল, রেজিস্ট্রেশান নম্বরটা পর্যন্ত ঠিক ভাবে বলতে পারছিলাম না। অবশেষে আল্লাহ তায়ালার অশেষ করুনায় দুইজনেই উন্মাতাল আনন্দে দৌড়ে বেরিয়ে আসলাম। উপস্থিত সবার দৃষ্টি তখন আমাদের দিকে। কোন রকম বাসায় A+ এর খবরটা জানালাম। ইতোমধ্যেই চারপাশ মুখরিত হয়ে উঠেছে। চিরচেনা মুখগুলোর উচ্ছ্বাস তখন মিছিলে রূপ নিয়েছে। সবাই এক পর্যায়ে মিছিল নিয়ে শহরের আরেক নামকরা এস.ভি গার্লস্ִ স্কুলে ঢুকে পড়লাম। শ্লোগান গুলো ছিল লক্ষ্য করার মত। আমাদের চেয়ে জিপিএ উল্লেখযোগ্য হারে কম আসায় সেদিন মেয়েগুলোকে যে কি হারে পচিয়েছিলাম ভাবলে আজও স্থির থাকতে পারি না।

মিছিলে থাকা অবস্থাতেই আসে আমার আব্বাজানের ফোন। উনি ততক্ষনে আমার স্কুলের সামনে। বাসায় আমার রেজাল্ট কেউ বিশ্বাস করতে পারছে না(এত ব্রিলিয়ান্টই ছিলাম:p)।তাই নিশ্চিত হওয়ার জন্য উনার আসা। তারপরের সব কিছুই তো ছিল ইতিহাস। এগুলো আজও মাঝে মাঝে নস্টালজিক করে দেয়।



আজকের এই দিনে সকল পরীক্ষার্থী ছোট ভাই বোনদের জন্য রইল অসংখ্য দোয়া আর শুভ কামনা। সবশেষ একটা কথাই বলব "ALL IZ WELL"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.