নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা:: মেয়ে তোমাকেই বলছি

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩১



দেখ মেয়ে,



আমি তোমার জন্য এক্সট্রা অরডিনারি কিছুই করতে পারব না।

পারব না রাত ১২ টায় তোমার বাসার গেটে দাঁড়িয়ে থাকতে,

পারব না প্রখর রোদে ডাব হাতে তোমার অপেক্ষা করতে কিংবা

ঝড়ের রাতে গাছ থেকে পাড়া তাজা কদম ফুলটি এনে দিতে।

এমনকি পারব না সাড়া রাত জেগে ফোনালাপে হারিয়ে যেতে।



শোন মেয়ে,



আমি পারব পড়ন্ত বিকেলের মৃদু আলোয় তোমার কফি পানের সঙ্গী হতে।

পারব তোমার জুতা ছেঁড়ার ক্ষণে আমার কনভার্স জোড়া হাতে করে পাশাপাশি হাঁটতে,

রুমাল দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টিতে ঝাপসা হয়ে আসা তোমার চশমার ফ্রেমদুটো মুছে দিতে।

পারব বেখেয়ালি তোমার বাঁকা হয়ে থাকা লাল টিপটি ঠিক মাঝ ললাটে এঁটে দিতে।



এইযে মেয়েয়েয়ে, আর কি পারব জানো. . .?

পারব তোমাকে আমার মত করে একটু একটু ভালবাসতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

হৃদয় রিয়াজ বলেছেন: :) :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.