নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

হাসির বাক্স (পর্ব-২)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

তখন পড়ি ক্লাস নাইনে। ঈদ এর ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছি বেড়াতে। আমাদের বাড়ির কয়েক বাড়ি পরেই ছিল আমার বড় খালার বাড়ি। সেখানে খালুর একটি ঔষধের ফার্মেসী ছিল এমনকি এখনও আছে। পুরো গ্রামে আর তেমন কোন ডাক্তারখানা না থাকায় খালুর ফার্মেসীতে সব সময় রাত ১০ টা অব্ִদি ভীড় লেগেই থাকে।যতদিন সেখানে ছিলাম প্রায় প্রতিদিন দিনে একবার হলেও আমার খালাতো ভাইয়ের সাথে সে ফার্মেসীতে বসা হত। সে সুবাদে অনেক কিছুই নিজের চোখে দেখার সুযোগ হয়েছে আমার। এক সন্ধ্যায় ফার্মেসীতে বসে আছি সাথে খালাতো ভাই আর ডাক্তার খালু। অল্প কিছুক্ষনের মধ্যেই সিদ্দিক কাকা দৌড়ে এসে খালুর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। উনার দেড় বছরের বাচ্চাটার গত তিনদিন ধরে পাতলা পায়খানা আর জ্বর। কিছুই খাচ্ছে না। খালু উনাকে বুঝিয়ে শুঝিয়ে কি একটা সিরাপ তিন বেলা তিন চামচ করে আর একটু পর পর স্যালাইন খাওয়াতে বলে বিদায় করলেন।



কিন্তু আমি বসে থাকতে থাকতেই রাত ৮ টায় আবার সিদ্দিক কাকার আগমন!

- কি ডাক্তর সাব কি ঔষুধ দিলাইন এক চামচ ওইতো অয় না

- হেই কও কি তুমি!

- হয় ঠিকই তো কইতেসি। বিশ্বাস না অইলে আমার লগে আহেন।

- আরে তুমি কোন চামচে ঔষুধ ঢালছ???

- ক্যান ভাতের চামচা দেয়া।



খালু রীতিমত টাশকি খেয়ে আমাদের দিকে তাকালেন। আমাদের ততক্ষনে হাসতে হাসতে দাঁতের পাটি খুলে পড়ে অবস্থা। ভাগ্য ভাল কাকু পুরোটা খাইয়ে আর বিপদ ডেকে আনেন নাই…হা হা হা।



বিঃদ্রঃ লেখাগুলো হয়ত ভালভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। সেমিস্টার ব্র‍্যাকে বাসায় ছুটি কাটাচ্ছি। হাতের কাছে পিসি নেই। আর মোবাইল দিয়ে ব্লগিং যে কতটুকু পেরাদায়ক তা আশা করি সবাই বুঝেন। বারবার লেখা মুছে যায়, একসাথে পুরোটা তোলা যায় না, রিভাইস দিয়ে ভুল শুধ্রানো অনেকাংশেই টাফ। তবুও অবসর কাটানোর জন্য এই পোর প্রয়াসটাকেই বেছে নিলাম। কারও বিরক্তির উদ্রেক করলে সেজন্য ক্ষমাপ্রার্থী। ধন্যবাদ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

আহলান বলেছেন: হুমম

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

স্বপনচারিণী বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ যে আপনি সময়টা ভাল কাজে ব্যয় করছেন। অনেকেই তা করেনা। জোকস খুব মজার নয় কিন্তু ঘতনাটা যদি আমার সামনে ঘটতো তবে হয়তো আপনার চেয়ে বেশি মজা পেতাম। জোকসের চেয়ে বিঃ দ্রঃ পড়ে বেশী অভিভূত হয়েছি। ধন্যবাদ সুন্দর উপহারের জন্য ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

ডুয়েট বলেছেন: মজা পাইলাম।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সেমিস্টার ব্র‍্যাকে বাসায় ছুটি কাটাচ্ছি।


বুঝলাম না।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

হৃদয় রিয়াজ বলেছেন: স্বপন্চারিণী আপনাকে আবারও ধন্যবাদ। আপনাদের এই উৎসাহ নিঃসন্দেহে আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগাবে। আপনার জন্য শুভকামনা।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

হৃদয় রিয়াজ বলেছেন: ডুয়েট ভাইকে অসংখ্য ধন্যবাদ।ব্লগে স্বাগতম। ভাল থাকবেন।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

হৃদয় রিয়াজ বলেছেন: @ইরফান আহমেদ, ভার্সিটিতে ফাইনাল এক্সাম দিয়ে ১০ দিনের বন্ধে বাসায় আসলাম। ধন্যবাদ।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মজা পেলাম। আপনার পরীক্ষার ভালো ফলের জন্যও শুভকামনা থাকলো। ভালো থাকবেন।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৮

হৃদয় রিয়াজ বলেছেন: @রেজওয়ানা আলী তনিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।মন্তব্যে ভাললাগা। ভাল থাকবেন সব সময়। আর ব্লগে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.