নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

লুলু প্রেমিক - একটি চলমান সংকট

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৯

মোবাইলটা হাতে নিয়েই দেখি সুমাইয়ার ৭ টা মিস্ִড কল! ফোনটা সাইলেন্ট করা ছিল বিধায় রিসিভ করতে পারিনি। সবেমাত্র কল ব্যাক করব তখনই আবার বেজে উঠল।



- ওই তুই কই থাকিস হ্যা? আমার কোন দরকারেই কি তোরে পাব না! পুরোই ইরেসপন্সিবল একটা পোলা।

- আরে আরে আগে কি হয়েছে সেটা বলবে তো আজব! আর আমার কি কোন কাজ থাকতে পারে না?

- থাক তুমি তোমার কাজ নিয়ে। আমাকে আর ফোন দিবা না। বাই।

- এই শোন শোন হ্যালো।



টুট টুট…লাইনটা কেটে দিল। ঠিক বুঝতে পারছি আবার কোন ঝামেলা পেয়েছে যার দরুন উনার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে জানতে পারলাম এক আননোন নম্বর থেকে নাকি খুব জ্বালাচ্ছে। বয়ফ্রেন্ড আছে বলে আচ্ছা মত ঝাড়ি দেয়ার পরও প্রেমিক পুরুষের ডুগডুগি বাজানো থামছেই না। আরও উল্টো দেবদাস টাইপ মেসেজ পাঠানো শুরু করেছে। মেসেজ এর শব্দ চয়নগুলো এক নজর দেখে আসা যাক।



(এক)

জানো একটা মানুষ কখন কাঁদতে পারে? ভালবাসার আগুনে জ্বলে পুড়ে তার যখন আর বলার মত কিছু থাকে না তখনই সে কাঁদে।



(দুই)

ভালবাসার জন্য চোখের দেখার দরকার হয় না। ভালবাসার মত একটা মন থাকলেই হয়। আমি আমার মনের চোখ দিয়ে তোমাকে দেখে নিয়েছি। প্লিজ এই অসহায় আমাকে ফিরিয়ে দিও না।



তার এই উথাল পাথাল রকম প্রেম নিবেদনের নমুনা শোনে হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গেছে। আর পাগলীটা তো রেগে ফায়ার যা আগেই বললাম। আমার হাসি যেন তার রাগে আরও কেরোসিন ঢেলে দিচ্ছে।



ভেবে পাই না মানুষ এত ফালতু পিকুলিয়ার হয় কি করে! কোন রকম একটা মেয়ের নম্বর পাইলেই হইলো। ছোটলোকের মত নিজেকে নর্দমার কীট হিসেবে উপস্থাপন করতে একটুও বিবেকে বাঁধে না। ভেবে আশ্চর্য হই এরা নাকি পুরুষ! যত্তসব অন্ডকোষবিহীন ছাগল কোথাকার।



প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে ওই উল্লুক কা পাঠ্ঠার মোবাইল নম্বর দিয়ে বিক্রয় ডট কম এ বাংলালায়ন ওয়াইম্যাক্স মডেম বিক্রির বিজ্ঞাপন দিছি। পরবর্তী অবস্থা বুঝে ঢাকায় ব্যাক করে যথাযথ ব্যবস্থা (মাইরপিট না আবার) নিব। আপনাদের কাছে কোন সাজেশন থাকলে প্লিজ ফিল ফ্রি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৫

আসিফ রেজা চৌধুরী (Asif Reza Chowdhury) বলেছেন: নাম্বারটা দিয়ে একটা পোস্ট দেন- "ফোনটা খুজে পাচ্ছি না- একটু ফোন দিবেন প্লিজ"

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

অর্থনীতিবিদ বলেছেন: ফেসবুকে একটা ভুয়া মেয়ে একাউন্ট খুলেন। নেট থেকে কিছু আকর্ষণীয় ছবি খুজে প্রোফাইল পিকচারে দেন। তারপরেই দেখবেন ঐ ছাগলটার মতো আরো অসংখ্য ছেলে চেনে না জানে না অথচ মেয়ে একাউন্ট দেখে বিপুল উদ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে শুরু করেছে। ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করুন এবং চ্যাট বক্স টার্ন অফ করে রাখুন। অ্যাকসেপ্ট করার পর প্রত্যেককে সুমাইয়াকে বিরক্তকারী ছেলেটির মোবাইল নম্বরটি মেসেজ করে দিন। তারপরই দেখবেন ছাগলরুপী ছেলেটির জীবন কিভাবে হেল হয়ে যায়। আরো বেশি হেল করতে চাইলে মেসেজে নম্বরটির সাথে সাথে কিছু হালকা গালাগালিও করতে পারেন। যত বেশি করবেন ততই ভালো। এভাবে মেয়েদের উত্যক্তকারী যে কোন ছেলেকেই আপনি শায়েস্তা করতে পারবেন।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: গালি দিলেই ঠিক হয়া যাইবো.....

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

হৃদয় রিয়াজ বলেছেন: @ আসিফ রেজা চৌধুরী কে ধন্যবাদ। আপনার বুদ্ধিটা মাথায় থাকবে। ব্লগে স্বাগতম।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

হৃদয় রিয়াজ বলেছেন: @ অর্থনীতিবিদ কে অসংখ্য ধন্যবাদ। আপনার এই ইকোনোমিক বুদ্ধিবৃত্তিক আইডিয়াটা আমার দারুন পছন্দ হয়েছে। নেক্স্ট টাইম বিরক্ত করলেই এই লাইনে আগাব।ভাল থাকবেন সব সময়।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

হৃদয় রিয়াজ বলেছেন: @ ইরফান আহমেদ ভাইকে ধন্যবাদ। আমার নম্বর হলে তখনই আচ্ছামত গালি দিতাম। মেয়ে মানুষের নম্বর থেকে গালি দিলে সেক্ষেত্রে ঝুকি টাই বেশি বোধ করি। যদি নম্বরটা অন্যত্র স্প্রেড করে দেয়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.