নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

স্টারপ্লাস দেখুন…পুরস্কার জিতুন!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮

[এক]

রিতা…আমার চাচার বাসার কাজের মেয়ে। বয়স বড়জোড় ১০/১২ হবে। চাচা-চাচী থেকে শুরু করে সবাই ওকে অনেক আদর করে। যার দরুন 'পাখি' নামে ওর একটা আদুরে নামও পড়ে গেছে। মাঝে মাঝে কেমন পাহাড়ীদের মত করে কথা বলে আর কি সব বকাবাজী করে যা বোঝার সাধ্য রীতিমত আমাদের কারোর নেই। যাই হোক ব্যাপারটা সবাই হাস্য রসাত্মক হিসেবেই মানিয়ে নিয়েছে।



[দুই]

রিতা আবার খুব টিভি এডিক্টেড একটা মেয়ে। ধর্মীয় দিক বিবেচনায় আমার চাচা শয়তানের বাক্স (চাচার ভাষ্যমতে) আই ম্যিন টিভি জিনিসটাকে নিজের ঘরে ঠাই দেন নি। তাই রিতা প্রতিদিনই সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসে টিভি দেখার জন্য। স্টার প্লাস আর জলসার এমন কোন সিরিয়াল নেই যেগুলোর নায়ক নায়িকার নাম, প্রেম বিরহের আদ্যপান্ত আর সাংসারিক কুটনামীর যাবতীয় খবর আপনি আমাদের রিতার কাছে পাবেন না



[তিন]

গেল রোজার ঈদের কথা। রিতা পাগল হয়েছে 'আকসারা' না কি ড্রেস কিনবে! কেউ কোনভাবেই তাকে বুঝিয়ে পারছে না। তার এক কথা এই ড্রেস না পেলে সে বাড়ি চলে যাবে!! আমার বড় চাচী অসুস্থ মানুষ। কি আর করা শেষ পর্যন্ত কিনে দিলেন। যাক আমাদের বাসায় সৃষ্ট লঘু চাপ মুহূর্তেই বাপ ডেকে পালালো।



[চার]

ঈদের দুই দিন পর। হায় খোদা…রিতা আবার বাড়ি যাবার জন্য কান্নাকাটি শুরু করেছে! বাবা মায়ের জন্য নাকি খারাপ লাগছে। দুই দিন থেকেই চলে আসবে। যথারীতি এই আবদারও রাখা হল। অসুস্থ শরীর নিয়ে বড় চাচী একাই সব মেহমানদারীর দখল সামলালো।



[পাঁচ]

বাড়ি থেকে ফিরে আসার পর,

রিতার ভাব ভঙ্গিমায় এক ধরনের পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। কথা বার্তায়ও কেমন বড়দের ছাপ। হঠাৎ করেই যেন এই পুচকি মেয়ে বেশ বড় হয়ে গেল! সেদিনই আম্মা ফোন দিয়ে জানালো বাসায় রিতাকে নিয়ে খুব ঝামেলা হচ্ছে। কারণ কি?? এই মেয়ে মোবাইল কিনে দেয়ার জন্য সবার মাথা খেয়ে ফেলছে!!! শোনে তো আমি পুরো তাজ্জব বনে গেলাম। ঘটনা যদি এখানেই শেষ হত তাহলেও আমি মোবাইল দিয়ে এত কষ্ট করে এই পোষ্ট দিতে উদ্ধত হতাম না।



[ছয়]

গত কিছু দিন আগে আমাদের বাসায় টিভি দেখার ছলে কথা বের করার উদ্দেশ্যেই আম্মা একটু ফাপড় মেরে জিজ্ঞাস করল,



- কি??? ছেলে কি করে শুনি?

- (টিভির দিকে তাকিয়েই) হেয় গারমেন্ট্স্ִ এ কাম করে।

- হেই কি তোরে বলছে মোবাইল কিনতে?

- হ…হেই কইসে। আরো কইসে কয়দিন পরেই আমারে বিয়া করব।

- ওই বান্দরনী তোর বয়স কত হইসে এখনি যে বিয়া বিয়া করস!! লজ্জা শরমের মাথাও কি খাইয়া ফালাইছস??

- ইহ্ִ আমার ১৫ বসর অইয়া গেসে। আমাগো বাড়িতে আমার থেইকা ছোডো ছোডো মাইয়াগো বিয়া অইয়া যাইতাসে।



ঘটনার আকস্মিকতায় আমি আর আম্মা দুজনেই চরম মাত্রায় টাস্কিত। চাচা-চাচি এখনও থলের ভিতরের খবর জানেন না। উনাদের কাছে রিতা বলছে সে যখন তখন ইচ্ছা হলেই গান শোনতে পারে না তাই আর্জেন্ট একটা মোবাইল চাই-ই চাই। আপাতত এটা নিয়েই বাসার পরিবেশ উত্তপ্ত। ছোট পোলাপান থেকে শুরু করে মুরুব্বী পর্যায়ের ব্যক্তিদের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে।



কিছু কথাঃ

পুরো ঘটনার জন্য এই ইন্ডিয়ান চ্যানেল গুলোর দায় কোন অংশেই খাট করে দেখার মত না। অন্তত আমাকে জিজ্ঞাস করলে আমি বলব এসব ঘটনার পিছনে ৭০% ভূমিকাই এই চ্যানেল গুলো অত্যান্ত নিষ্ঠার সাথে পালন করে চলেছে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

আমার স্বপ্নগুলি বলেছেন: আপনার উপসংহার ঠিক, এই বিষয়ে কোন সন্দেহ নাই।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫

হৃদয় রিয়াজ বলেছেন: @ আমার স্বপ্নগুলি কে অসংখ্য ধন্যবাদ। জানি না এগুলো থেকে আদৌ কোন পরিত্রান মিলবে কিনা। ব্লগে স্বাগতম। ভাল থাকবেন।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সবই ঐ চ্যানেল গুলোর দয়া এবং দান!

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩০

হৃদয় রিয়াজ বলেছেন: @মাসুম আহমদ, ধন্যবাদ আপনাকে। এই কয়টা চ্যানেলই মূলত কোমলমতি বাচ্চাদের মাথা খারাপ করে দিচ্ছে। আর বড়দের কথা না হয় বাদই দিলাম। ভাল থাকবেন।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

সরকার আলী বলেছেন: আপনার চাচার বাসার কাজের মেয়ে রিতা কি আপনাদের বাসায় গিয়ে নিজেনিজে টিভি চালু করে স্টার প্লাস আর জলসার সিরিয়াল দেখা শুরু করে না কি আপনাদের চালানো চলমান সিরিয়াল দেখে?

সবকিছুতেই দায়-দায়িত্ব আমাদের সবারই আছে বৈ কি;)

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

বটের ফল বলেছেন: সরকার আলী বলেছেন: আপনার চাচার বাসার কাজের মেয়ে রিতা কি আপনাদের বাসায় গিয়ে নিজেনিজে টিভি চালু করে স্টার প্লাস আর জলসার সিরিয়াল দেখা শুরু করে না কি আপনাদের চালানো চলমান সিরিয়াল দেখে?

সবকিছুতেই দায়-দায়িত্ব আমাদের সবারই আছে বৈ কি;)

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

হৃদয় রিয়াজ বলেছেন: @সরকার আলী , জি জনাব আপনার গুতুত্বপূর্ন মন্তব্যের জন্য ধন্যবাদ। একটা পোকা আক্রান্ত ধান ক্ষেতে যখন কীটনাশক দিয়ে কোন ফল হয় না তখন কিন্তু ওই আক্রান্ত গাছ গুলোকেই উপড়ে ফেলতে হয়। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার বাসায় ঘন্টার পর ঘন্টা স্টার প্লাস, জলসা চলে না??? এটা এখন ঘরে ঘরে সমস্যা হয়ে দাড়িয়েছে। এটুকু আপনাকে বলতে পারি আমি যখন বাসায় থাকি তখন কেউ এই ফালতু চ্যানেল গুলো দেখার সাহস করে না। কিন্তু এভাবে আর কতদিন?? কাউকে তো ঘরে বসে পাহাড়া দেয়া সম্ভব না তাই না? স্বভাবতই বলব এখন কেবল নীতিবাক্য আউড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকার কোন সুযোগ নেই। কি দরকার কোটি কোটি টাকা গচ্চা দিয়ে প্রজন্মকে বিপথগামী করার! এক্ষেত্রে সরকারী হস্তক্ষেপই আশু জরুরী বৈকি? ভাল থাকবেন।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

মোমেরমানুষ৭১ বলেছেন: হায় হায় হায় ভাই কন কি, চরম বিপদে আছেন মনে তারা!

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২

হৃদয় রিয়াজ বলেছেন: @মোমের মানুষ, ধন্যবাদ আপনাকে । আর বলবেন না ভাই। এক্দমই জ্বালিয়ে মারতেছে। ব্লগে স্বাগতম। ভাল থাকবেন।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভারতীয় মিডিয়ার এই আগ্রাসন থামিয়ে দেয়ার এখনই সময়।
ব্যাপারটা কঠিন, কিন্তু অসম্ভব না।
না হয় প্রজন্মান্তরে চড়া মূল্য দিতেই হবে জাতিকে।
ইতোমধ্যে আমরা আগ্রাসনের নগ্ন দিক দেখতে শুরু করছি।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

হৃদয় রিয়াজ বলেছেন: দূর্জয় ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনার সাথে সহমত। নিঃসন্দেহে একথাগুলো বলার কোন অপেক্ষাই রাখে না। ভাল থাকবেন। শুভ কামনা।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

শাহরিয়ার খান রোজেন বলেছেন: চরম লিখেছেন।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ খান সাহেবকে। আপনার মন্তব্যে আমারও ভাললাগা। ভাল থাকবেন।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

সরকার আলী বলেছেন: জি জনাব হৃদয় রিয়াজ, মন্তব্যের উত্তরের জন্য ধন্যবাদ। হ্যা, একটা পোকা আক্রান্ত ধান ক্ষেতে যখন কীটনাশক দিয়ে কোন ফল হয় না তখন ওই আক্রান্ত গাছগুলোকেই উপড়ে ফেলতে হয়। আমারমতে শিকড়সহ। আপনি নিশ্চয়ই অবগত আছেন আপনার বাসায় স্টার প্লাস আর জলসা সিরিয়ালের পোকা কে আর শিকড় কোথায় প্রোথিত। শুধু আমার নয়, আপনার-আমার উভয়ের মাথার দিব্য দিয়ে বলতে পারি আপনার বাসারমতো আমার বাসায় ঘন্টার পর ঘন্টা স্টার প্লাস, জলসা চলে না। আমি বুঝি না এটুকু বোধ আপনার কেন হলো না যে আপনার পরিবারকে এসব গরলানুষ্ঠান হতে নিবৃত্তার্থে অনুনয়-বিনয় করে সদুপোদেশ দেয়ার কৌশলসমূহ ব্লগিং না করে বাসার কাজের মেয়েকে একচেটিয়া ধোলাই দেয়ার কি বা কারণ থাকতে পারে। ব্যক্তিকে ঘরে বসে পাহারা না দিয়ে নিজসহ সবার বিবেককে সামগ্রিকভাবে পাহারার দায়িত্ব দিন। কোটি কোটি টাকা গচ্চা না দিয়ে সর্বপ্রথম just পূর্ববর্তী প্রজন্ম কিছুটা ত্যাগ স্বীকার করে নতুন প্রজন্মকে বাঁচার অধিকার ফিরিয়ে দিন। নইলে বাঁচিতাম সে মুহূর্তে মরিতাম যদি বলারও সময় পাবো না আমরা।

ভাল থাকবেন।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

হৃদয় রিয়াজ বলেছেন: জি জনাব সরকার আলী, আপনাকে আবারও আঅন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমত আপনি আমার মন্তব্যের মূল বিষয়বস্তু বুঝতে সূক্ষ ভুল করেছেন। আমি এখানে ধান ক্ষেত বলতে আমাদের শখানেক টিভি চ্যানেল গুলোর সম্ভারকে বুঝিয়েছি নট পরিবারকে। আর আমি মনে করিনা এই টপিকে সুশিলীয় আলাপ মাড়ানোর মত যথেষ্ট সময় আমাদের আছে। সে স্টেইজ বহু আগেই পার করে এসেছি।আমি বুঝতে পারছি না একটি সচেতনতা মূলক পোস্টকে আপনার কাছে 'কাজের মেয়ের উপর ধোলাই' মনে হওয়ার কোন যৌক্তিক কারণ থাকতে পারে কিনা। আমি তো জাস্ট একটি কুফল আলোকপাত করলাম। থিংক পজিটিভ।আমি জানি না পরিবারকে এই ইন্সিস্ট করার প্রক্রিয়ায় কয়টা পরিবার উপকারভোগী হবে আর কয়জনেই বা পিড়াপিড়ি করার আগ্রহ দেখাবে যেটা আমি বহুবার করার চেষ্টা করেও বিশেষ সুফল পাইনি। তাই জাতির বৃহত্তর স্বার্থে এই চ্যানেলগুলো বন্ধ করা ছাড়া কোন বিকল্প দেখছি না।আশা করি বুঝাতে পেরেছি। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.