নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত প্রবাসী পরিবার- একটি ছোট ছেলের হঠাৎ বড় হয়ে যাওয়া!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

- কিরে বাবা মন খারাপ?

- না মা…কেন??

- কি হয়েছে তোর আমাকে খুলে বল তো।

- আমি সত্যি বলছি মা আমি একদম ঠিক আছি।

- তাহলে সারাদিন এত চুপচাপ থাকিস যে? তুই তো কখনও এমন ছিলি না!

- কি যে বলনা তুমি? কথা বলব যে তারও তো একটা কারণ থাকা চাই তাই না??

- কি জানি বাপু। তোরে এরকম গোমড়া মুখে দেখতে আমার একদম ভালো লাগে না।

- গোমড়া মুখ কই? এইযে হাসলাম হাহাহা।

- শয়তান ছেলে। আমি টেবিলে খাবার দিচ্ছি খাবি আয়।



মধ্যবিত্ত এক প্রবাসী পরিবারের সবার ছোট ছেলে সজল। তার বড় দুই বোন এখনও বিয়ের বাকি। আসলে 'মধ্যবিত্ত প্রবাসী' শব্দ দুটো একসাথে একেবারেই যায় না। সজল এর সত্যতা খুঁজে পায় যখন প্রায়শই বন্ধুরা আড্ডার ফাঁকে বলে উঠে "ধুর বেটা তোর বাপের বিদেশী পয়সা আর তুই এটা কি এক মান্ধাতার আমলের সেট চালাস!" অথবা কখনও "আরে এবার একটা ল্যাপটপ কিন। আর কত কিপ্টামি করবি তুই হ্যাঁ?" নাহ্ִ এসব কথা সজলের কান ভেদ করে মস্তিষ্কের নিউরনের গতিবেগ এতটুকুও বাড়িয়ে দেয় না। বরং এক মুচকি হাসিতে সুকৌশলে এড়িয়ে যায়। সে এখন নিজেকে আগের থেকে অনেক গুটিয়ে নিয়েছে। ইদানিং বন্ধুদের আড্ডায়ও তার অনুপস্থিতির সংখ্যা ক্রমশই দীর্ঘ হচ্ছে। সারাক্ষণ ঘরে চিন্তিত মুখ করে বসে থাকে আর কি যেন ভাবে। এগুলো তার মাকে নিরবে কাঁদায়। মাঝে মাঝে খুব ইচ্ছে করে ছেলেকে কান মলা দিয়ে জিজ্ঞাস করতে "ওই তুই কি বুদ্ধিজীবী হয়ে গেসিস? এক থাপ্পর দিয়ে সব দাঁত ফেলে দিব। খবরদার এরকম চ্যাপা পিঠার মত মুখ বানিয়ে রাখবি না। ছ্যাকা খাইছিস নাকি! মেয়েটাকে আমার কাছে নিয়ে আসিস তো। আচ্ছামতন বকে দিব।" পরক্ষণেই নরম শাড়ির আচলে চোখ মুছে ছেলের দিকে নির্বিকার তাকিয়ে থাকেন রাহেলা বেগম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

মোমেরমানুষ৭১ বলেছেন: ছ্যাকা খাইছিস নাকি! মেয়েটাকে আমার কাছে নিয়ে আসিস তো। আচ্ছামতন বকে দিব।" পরক্ষণেই নরম শাড়ির আচলে চোখ মুছে ছেলের দিকে নির্বিকার তাকিয়ে থাকেন রাহেলা বেগম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই। ভাল থাকবেন।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪

খেয়া ঘাট বলেছেন: শেষের কথাগুলো একেবারে হৃদয়ের গহীনে স্পর্শ করলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭

হৃদয় রিয়াজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্য পেয়ে সত্যি অনেক ভাল লাগল। লিখে যাওয়ার প্রবনতায়ও যেন একটু শাণ পেলাম। ভাল থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.