নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

মনপাখির সংসার

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৮



তোমার অবাধ্য ভালবাসার ডোরে,

সপে দিতে চাই না আমি নিজেরে।

ফিরে পেতে চাই এই আমারে,

বারেবার আপনার মত করে।

সব ভুলে মনেরে শুধাই,

ভাববোনা তোমাকে আর-

করবো না কোন ফোন,

শুনবে না বিরক্তির রিংটোন।

ব্যস্ত সময়ের শিডিউলে,

ক্ষুদে বার্তারা হারাবে অদূরে।

পাবে না আমারে আর,

কোন কাঙ্ক্ষিত সুন্দর সময়ে।

কিন্তু...

বাধসেধে সামনে দাঁড়ায়,

অমলিন পুরনো স্মৃতিরা।

হৃদয়ের অনধিকার চর্চায়,

অভিমানেরা সব দৌড়ে পালায়।

তোমার ক্ষণিক অনুপস্থিতি,

অপ্রত্যাশিত শুনশান নীরবতা,

আবার আমারে ভাবায়।

দিকহারা নাবিকের মত,

উল্টো পথে হাঁটায়।

বেলা শেষে উদভ্রান্ত মন,

তোমারে খুঁজে পায়।

ভালবাসার মায়া ডোরে,

সঁপে দেই আমি নিজেরে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:
১ম ভাললাগা।

+++++

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

হৃদয় রিয়াজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে স্নিগ্ধ শোভন। আপনার ভালো লাগায় আমারও ভালো লাগলো। ব্লগে স্বাগতম। ভালো থাকবেন সবসময়।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা আরেকটু ঘষামাজা করলে ভালো একটা লিরিক হয়ে যেতে পারে

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

হৃদয় রিয়াজ বলেছেন: আপনার এই অসাধারণ একটি কমপ্লিমেন্টের জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। নিঃসন্দেহে লেখায় আরো অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন ভাই।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

ভিয়েনাস বলেছেন: মনপাখির সংসার ভালো লাগলো ...

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভিয়ানাস আপনাকে। ব্লগে স্বাগতম। আপনার ভাল লাগায় আমিও খুশি। ভাল থাকবেন সব সময়।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগল ।।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়াকে এতটুকু শীতলতা দেবার জন্য। ভাল থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.