![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
তোমার বারান্দার বেলকুনিতে
কামাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকা
সেই ছেলেটি আমি নই।
তোমার মুঠোফোনের খেড়োখাতায়
অহর্নিশ বখাটে প্রলাপ বকে যাওয়া
সংখ্যাগুলোর মালিক আমি নই।
তোমার মোড়ের ওই দেয়ালে
সদ্য উঠে যাওয়া নামযুগলের
ছলছল লেখাগুলোও আমার নয়।
তোমার স্কুলের পথ আটকে
সেদিন সটান দাঁড়িয়ে থাকা
স্মার্ট বীরপুরুষটি আমি নই।
মেয়ে তোমাকেই বলছি শোন
আমি এক নিভৃতচারী প্রেমিক
অথর্ব কোন বখাটে নই।
©somewhere in net ltd.