![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
পাগলের পাগলী (প্রথম পর্ব)
এসব ভাবতে ভাবতেই কখন যে বাসটা এসে আনন্দ সিনেমা হলের সামনে দাঁড়িয়ে গেল তা রিয়াজ বুঝতেই পারছে না। অন্যদিন তো রাস্তা ফুরোতেই চায় না। বিজয় স্মরনির জ্যামটা একদম মরঘাম ছুটিয়ে দেয়। তার মানে কি আজ রাস্তা পুরো ফাঁকা ছিল!! নাহ এই অফিস আওয়ারে কেবল ভিআইপি'র আগমন ব্যতিত রাস্তা ফাঁকা থাকার কোন প্রশ্নই আসে না। এক ঘোরলাগা আবেশে সে নিজেকে আবিষ্কার করল। তবে এটা রিয়াজের ক্ষেত্রে নতুন কিছু না। পরীকে নিয়ে ভাবনার জগতে ডুব দিলে এমনটা তার সাথে প্রায়শই ঘটে। আর পাশে থাকলে তো কথাই নেই! ময়লার পচাগলা গন্ধ পর্যন্ত তার মস্তিষ্কের সিগন্যাল দিব্যি এড়িয়ে যায়। প্রতিবার পরীকেই কষ্ট করে এই পাগল ছেলের নাকমুখ চেপে ধরতে হয়। রাস্তার দুপাশের মানুষগুলো সব এলিয়েনের মত তাদের দিকে তাকিয়ে থাকে।
বাস থেকে তাড়াহুড়ো করে নেমেই পরীকে ফোন দিয়ে জানিয়ে দিল যে সে এসে গেছে। কারণ রিয়াজ বেশ ভাল করেই জানে মহারাণীর সাজুগুজুর প্রতি অনীহা থাকলেও তার সামনে আসার সময় নিজেকে প্রস্তুত করতে করতে প্রতিবারই উনি ঢের সময় নেন।
বিশ মিনিট হয়ে গেল রিয়াজ দাঁড়িয়ে তবুও মেয়েটি বের হওয়ার কোন লক্ষনই দেখা যাচ্ছে না! ঘড়ির দিকে তাকিয়ে সাথে সাথে পকেট থেকে ফোনটা বের করল।
- আচ্ছা তুমি কি প্লেনে করে আসতেছ??
- আরে বাবা এইতো এসে পড়ছি।
- থাক আসতে হবে না। আমি চলে যাচ্ছি। শান এসে পড়ছে।
- ওই আমি সিঁড়িতে।
এসেই 'সরি' মন্ত্র শুনাতে শুনাতে প্রথম দশ পনেরো মিনিট চড়ুই পাখীর মত ছটফট করার পর স্বাভাবিক হয়! পাগল থুক্কু পাগলী কি আর গাছে ধরে?? দুজন পাশাপাশি হাঁটছে কিন্তু কেউ কোন কথা বলছে না। একটু পর পাগলীটাই কুটুস করে রিয়াজের হাতে চিমটি বসিয়ে দিল। রিয়াজ ওর মুখের দিকে তাকিয়ে কি বলবে! উল্টো হাসতে হাসতে গড়াগড়ি খাবে অবস্থা। মাথায় চুপচুপে ভেজা একঝাক এলোমেলো চুল...টুপটুপ করে পানি ঝরছে! কিছু বলতে যাবার আগেই "কুত্তা, শয়তান, বান্দর হাসি থামা! তোর জন্য আমি চুলগুলাও ভালভাবে মুচতে পারলাম না" বলতে বলতে পিকেটারদের মত ঝাঁপিয়ে পরল। বেচারাকে উল্টো সরি বলে কোনরকম জান বাঁচাতে হল
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ বর্ষণ ভাই। ভাল লাগল খুব। ভাল থাকবেন
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬
জুন বলেছেন: ভালোলাগলো পাগল আর পাগলীর কাহিনী
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
হৃদয় রিয়াজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভাল লাগায় আমিও আনন্দিত। ব্লগে স্বাগতম। ভাল থাকবেন।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
হৃদয় রিয়াজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভাল লাগায় আমিও আনন্দিত। ব্লগে স্বাগতম। ভাল থাকবেন।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০০
শায়মা বলেছেন:
এ দেখি সত্যিকারের পাগল আর পাগলি!!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
হৃদয় রিয়াজ বলেছেন: হি হি হি ধন্যবাদ শায়মা আপু
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:

সুন্দর।