নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

তৈরি হচ্ছেন সাকিব খান… আপনি রেডি তো?

১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪

গত রাতে ঘুম আসতেছিল না তাই ঈদের রিপিট প্রোগ্রামগুলো দেখছিলাম। চ্যানেল পাল্টাতে পাল্টাতে হঠাৎ বৈশাখী টিভিতে চোখ আটকে গেল। সাকিব খান!! হ্যা যার নাম শুনতে দেরী হয় কিন্তু আমাদের ৩২ পাটি দাঁত বের করে কেলাতে দেরি হয় না। বাট ট্রাস্ট মি, দেখছিলাম পরিচিত রংচঙ্গা কসটিউমের বিপরীতে স্যুটেড বুটেড এক ডিফরেন্ট সাকিব খান কে। এন্ড রিয়েলি তাকে যথেষ্ট হ্যান্ডসাম লাগছিল। আমাদের চলচ্চিত্র নিয়ে ওর স্বপ্নটা আসলেই অনেক হাই। সে চায় আমাদের সিনেমাকে এমন একটা পর্যায়ে দেখতে যখন বাইরের কোন দেশে এয়ারপোর্ট থেকে নেমেই চোখে পড়বে আমাদের দেশীয় কোন হিট সিনেমার বিলবোর্ড, সিনেপ্লেক্স গুলোতে চলা পাঁচটি সিনেমার মধ্যে একটি থাকবে আমাদের! জানি সবাই বলবেন শুধু স্বপ্ন দেখলেই তো হবে না। কাজ করতে হবে। আমিও তাই বলতাম। জেনে খুশি হবেন ইনফ্যাক্ট আমিও হলাম আগামী ফেব্রুয়ারীতে কাজ শুরু করতে যাচ্ছে সাকিবের নিজস্ব প্রযোজনা সংস্থা SK flims। কাজ হবে সব ডিজিটাল প্রযুক্তিতে। আর নিজের অভিনয়ের মান ঠিক রাখতে সাকিব নিজেই সিদ্ধান্ত নিয়েছেন বছরে ২/৩ টার বেশি মুভি করবেন না। তাছাড়া দর্শকদের চাহিদা মিটাতে নিজেকে ভেঙ্গেচুড়ে নতুন ভাবে তৈরি করছেন তিনি। আশ্বস্ত করেছেন আসছে দিনগুলোতে হয়ত দেখা যাবে সময়োপযোগী স্মার্ট এক সিক্সপ্যাক সাকিব খান কে। এজন্য এখন তার দরকার আমাদের সবার সহযোগিতা। যেটা সবিনয় চাইতে তিনি কোন দ্বিধাবোধ করেন নি।





√ তাকে নিয়ে বৈশাখী টিভিতে ৬ পর্বের ধারাবাহিকের আজ প্রচারিত হবে দ্বিতীয় পর্ব। সবাই নিজ চোখেই দেখুন না!



________________________________________________



তৈরি হচ্ছেন সাকিব খান… আপনি রেডি তো??

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭

আমি অসাধু বলেছেন: কখন হবে?

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

পরিযায়ী বলেছেন: যেভাবে ছিনেমায় মেয়েদের মতো কান্না কাটি করে। /:) /:) /:)
তবে হ্যাঁ, কেউ ইচ্ছা করলেই তার মেয়েলী স্বভাব ত্যাগ করতে পারে না। =p~ =p~ =p~

৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ আপনাকে অসাধু ভাই। এটা মোস্ট প্রোবাবলি সন্ধ্যা ৭:০০ টায় শুরু হয়…ভাল থাকবেন।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

হৃদয় রিয়াজ বলেছেন: পরিযায়ী কে ধন্যবাদ। দেখা যাক শাকিব কিভাবে সেটা ওভারকাম করে। মানুষ পারে না আসলেই এমন কোন কাজ নেই। আমাদের উচিত তাকে সাপোর্ট দিয়ে যাওয়া। তাই নয় কি? ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.