নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

ছিলাভিলা কুকুর অথবা একজন রহমান মিয়া!!

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৬

ছিলাভিলা বিধ্বস্ত প্রায় কুকুরটা হেলেদুলে দ্রুত পায়ে চৌধুরী বাড়ির দিকে হাঁটছে। সে বাড়িতে আজ বৌভাত যে!!! অথচ গতবছর চৌধুরী সাহেবের ছেলের খৎনা অনুষ্ঠানে কি পেঁদানিটাই না খেয়েছিল! ঐযে যে বার ৪২ টা গরু আর ৭০ টা খাসি জবাই করেছিল যে মনে পড়ে?? নাহ এই কুকুরটার কিচ্ছু মনে নেই। অথচ কালী মন্দিরের সামনের বটগাছটার ঠিকই মনে আছে। কারণ তার নিচেই তো চৌধুরীর লোকদের হাতে ক্ষত বিক্ষত হয়ে এই বেহায়া কুত্তাটা মরার মত পরে ছিল! লোক মুখে শোনা যাচ্ছে আজও নাকি শ-খানেক গরু খাসি পরবে। খাসির রেজালা, গরুর ভোনা আরও কত কত আইটেম!! মুরগির সংখ্যাটা এখনো গুনে শেষ করা যায় নি তাই হয়ত লোকজনের মুখে শোনা যাচ্ছে না। এসব শোনে কুকুরটা আর লোভ সামলাতে পারছে না। তর সইতে না পেরে শর্টকাট মারার জন্য গনু মিয়ার বাড়ির ভেতর দিয়ে গিয়ে সামনের হাইওয়ে রোডটি পার হওয়ার জন্য এগিয়ে চলেছে। অথচ এদিকেই যে হানিফ পরিবহনের একটি নাইট কোচ বেপরোয়া গতিতে ছুটে আসছে...!



মন্তব্যঃ গোসল সেরেই বৃদ্ধ রহমান মিয়া বালিশের নিচ থেকে বিড়ির ছ্যাঁক লেগে জায়গায় জায়গায় ছিদ্র হয়ে থাকা পাঞ্জাবীটা গায়ে দিয়ে কয়েক মাইল দূরের ইস্কুল ঘরটার দিকে সোজা হাঁটা দিয়েছে। আজ যে ভোটের দিন...!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:০১

ইমানুয়েল নিমো বলেছেন: স্যাটায়ার ভালা হইছে!

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ইমানুয়েল নিমো ভাই। ব্লগে স্বাগতম। আপনার ভাল লাগায় আমারও ভাল লাগা।

২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালো লাগলো রিয়াজ ভাই, আমার ব্লগে স্বাগতম :)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ অস্পিসাস প্রেইস ভাই। আপনার মন্তব্যে অনেক অনেক ভাললাগা। আর ভাল লাগার জন্য...থাক এত এত ভাললাগা একসাথে না বলি :P B-)

ভাল থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.