নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

চোখ থেকে রঙিন চশমাটা খুলে ফেললে জীবন আসলে কিছুই না

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

জীবনটাকে নিয়ে আমার কখনই খুব বেশি উচ্চাশা ছিল না। আশেপাশের অভিজ্ঞতাগুলোই সবার আগে চোখে আঙ্গুল দিয়ে এর রুদ্ররূপটা দেখিয়ে দিত। তাই হয়ত এতদিন সাহস হয়ে উঠে নি। কিন্তু সময়ের সাথে সাথে প্রকৃতি রং বদলায়...জীবন তার গতিপথ পাল্টায়। একই সাথে পাল্টাই আমিও। এক পর্যায়ে এসে মনের পালে ঠিক হাওয়া লাগে। স্বপ্নগুলো ডানা মেলে। ধীরে ধীরে এর পরিধি আরও বড় হয়ে এক সময় ওই আকাশের নীলিমায় মেঘের ভেলায় ভেসে রাজত্ব করতে চায়। তখনই ঘটে বিপত্তি। ক্ষণিকের জন্য ভুলে যাওয়া সেই চিরচেনা সত্যটি এবার এসে হাজির হয় তার ভয়ঙ্কর নিষ্ঠুররূপে। আমি তখন নিজেকে আবিস্কার করি ধীরে ধীরে চোরাবালিতে তলিয়ে যেতে থাকা এক অসহায় মৃত্যুপথযাত্রী হিসেবে। একেবারে শেষ মুহূর্তে এসে কিভাবে যেন বেঁচে যাই!



তবুও এই বেহায়া আমার শিক্ষা হয় না। বারেবার সেই একই ভুল করি। কেবল এই জায়গাটিতে এসেই আমার শেষ উপলব্ধি হয়- 'নাহ...একবার না। ন্যারা বেলতলা বারবারই যায়'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

হৃদয় রিয়াজ বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.