![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
একটি আহত পাখি,
অনিশ্চিত ভবিষ্যৎ!
গুঁড়িগুঁড়ি বৃষ্টি____
ডালপালাবিহীন মৃতপ্রায়,
একটি শেওড়া গাছ।
অতঃপর একটু আশ্রয়।।
নিচেই যে শিকারি ভাই,
আছে কাঠুরিয়া মশাই!
আগে কাটবে গাছ?
নাকি মারবে পাখি ঠাস??
শুরু হল কোন্দল,
ছাড়িয়া দীর্ঘশ্বাস।
এটাই বাস্তবতা আজ।
তোমরা যাকে বল,
রাজার নীতি তাই____
সব ভুলে আমিও আর,
সাম্যের ঢাক নাহি পিটাই।
১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
হৃদয় রিয়াজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই। মন্তব্যে ভাললাগা জানবেন।
ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ঠিক তাই
রাজার নিতীর দ্বারে কাছে কেউ নাই
খুব সুন্দর ছোট কবিতা
শুভ কামনা
রিয়াজ ভাইকে