নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

জীবনের পরাজয়

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩





...অতঃপর আবার,

দাঁড়িয়ে থাকা।

বরাবরের মতই,

আঁকড়ে ধরে আমার,

ছোট্ট জানালাটির,

মরচে পড়া কালচে গ্রিল।

পরাজিত শঙ্খচিলের নিমিত্তে,

শেষ বারের মত ওই আকাশপানে,

বিধ্বস্ত দৃষ্টিতে তাকানো।

...নাহ...

কোন ঘোরলাগা কাজ করে না।

বরং নিজেকে মনে হয়,

ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর এক,

নিকৃষ্ট মানবের বিকৃত রূপ।

ক্রমশই অন্ধকার ঘনিয়ে আসে!

আস্তে আস্তে করে ঘ্রাস করে,

আমার বাড়ির শেওলা পড়া উঠান।

আমার কোন ভাবান্তর নেই!

কেবলই তাকিয়ে থাকি অপলক,

প্রহর গুনি আরেকটি পরাজয়ের।

জীবন আমাকে শুধায়,

এটাই কি স্বাভাবিক নয়?

প্রকৃত বীর একবারেই মরে

...আর...

কাপুরুষেরা মরে বার বার।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর হয়েছে ! মুগ্ধপাঠ !

২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ প্রিয় অভি ভাই। নিজেকে ধন্য মনে করছি B-)

২| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ.....!!!

++++

২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

হৃদয় রিয়াজ বলেছেন: আপনার মন্তব্যে বরাবরের মতই ভাললাগা শোভন ভাই। প্লাসের জন্য কৃতজ্ঞতা জানবেন।

ভাল থাকুন।

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

নীল বরফ বলেছেন: দারুন হয়েছে।পড়ে তৃপ্ত।+++

২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

হৃদয় রিয়াজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ব্লগে স্বাগতম। আপনার মন্তব্যে আমিও পরিতৃপ্ত।

ভাল থাকবেন।

৪| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রকৃত বীর একবারেই মরে
...আর...
কাপুরুষেরা মরে বার বার

কথাটা খুব গভীর

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ আপনাকে। মন্তব্যে ভাললাগা।

ভাল থাকুন সবসময়।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: খুব সুন্দর ++++

না মরে বেচে থাকার আহবান :)

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৬

হৃদয় রিয়াজ বলেছেন: হা হা হা। ধন্যবাদ রাসেল ভাই।

আপনার জন্যও শুভ কামনা :P

৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত!

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। ব্লগে স্বাগতম। আপনার মন্তব্যে ভাললাগা।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

পিনিকবাজ বলেছেন: সুন্দর
+++

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই। ব্লগে স্বাগতম। প্লাসের জন্য এক্সট্রা ভাললাগা B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.