নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধাদের বলছি...দয়া করে আপনারা সুন্দরবনে চলে যান

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩০

চরাঞ্চলে জমি দখলের জন্য যেমন দুইদল গ্রামবাসী দা, কুড়াল, খুন্তি ইত্যাদি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি আজ দুটি দল দেশটাকে ইজারা নেয়ার জন্য হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে পাগলা কুত্তার মত ঝাঁপিয়ে পড়েছে।



সবচেয়ে বড় ভুলটা বোধ হয় করেছিলেন মুক্তিযোদ্ধারাই...আর তার মাশুল গুনছি আমরা সবাই। সরি আংকেলরা। এদেশ আপনাদের কখনো কিছু দেয় নি আর দিবেও না। বরং ইতিহাসই দেখবেন আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আপনাদের ঠিক খল নায়ক বানিয়ে দিবে। তার থেকে বেটার হয় আর কাল বিলম্ব না করে এক টুকরা কাফনের কাপড় কিনে আজ রাতেই সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করুন। তাহলেই কেবল বাকি দিনগুলো সম্মানের সাথে বাঁচার নিশ্চয়তা পেলেও পেতে পারেন।



আমাদের কখনো মাফ করবেন না। পারলে সুন্দরবনের বাঘ ভাল্লুকদেরও শাসিয়ে দিয়েন আমাদের মত নর্দমার কিটদের দুষিত রক্তে যেন নিজেদের অপবিত্র না করে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: একদল ক্ষমতায় থাকার জন্য লড়ছে...
একদল ক্ষমতা থেকে নামানোর জন্য লড়ছে...
দু'দলের লড়ালড়ির মধ্যে সাধারন মানুষের জীবন যায় যায়...

কিছু কিছু মানুষ খারাপ কাজ করায় তাদের প্রচুর টাকা আছে বলে...
আর কিছু কিছু মানুষ খারাপ কাজ করে তাদের প্রচুর টাকা নেই বলে...
আজিব !!! বিচিত্র সেলুকাস...

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৬

হৃদয় রিয়াজ বলেছেন: সহমত রাজীব ভাই। জানি না এর পরিত্রান কোথায়! কিংবা আদৌ সেটা আশা করা বোকামি নাকি নিরবুদ্ধিতা!

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৯

নীলআকাশ৩১৭ বলেছেন: @ রাজীব নুর, "একদল ক্ষমতায় থাকার জন্য লড়ছে...একদল ক্ষমতা থেকে নামানোর জন্য লড়ছে...
"

আপনার কথার সাথে সম্পূর্ন একমত হতে পারলাম না। "একদল ক্ষমতায় থাকার জন্য লড়ছে..." এই কথাটা ঠিক আছে। কিন্তু দেশে নির্দলীয় সরকারে দাবী করা মানেই বিরুধী দল, ক্ষমতায় যাওয়ার জন্যে দাবী করছে, তা ঠিক নয়। দাবি এইকারনে করছে যে, এটা একটা সুষ্ঠ নির্বাচনের জন্যে আবশ্যক। এটা হলেই যে বিরুধী দল ক্ষমতায় যাবে, সেটা কিন্তু নয়। তারা ক্ষমতায় যেতেও পারে , আবার নাও পারে। একটা লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করা আর ক্ষমতায় যাওয়া এক কথা নয়। বিরুধী দলের এই দাবি শুধু বিরুধী দলের জন্যেই নয়, বর্তমান সরকারি দলের জন্যেও ফিউচারে লাগতেও পারে। আমরা দেশের নাগরিক হিসাবে, দেশের টাকা খরচ করে, একটা নির্বাচনীয় নাটক দেখতে পারিনা।

সামারী হিসাবে একটা কথাই বলি, একটা অন্যায়, অসম, সেচ্ছাচারী সিদ্ধান্ত কেবল অশান্তিই আনতে পারে, শান্তি নয়। তাই শান্তির কথা বলে, অন্যায় কে প্রশরয় দেয়া যাবে না।

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

হৃদয় রিয়াজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্লগে সবাগতম আপনাকে। আমার মতে দুটি দলই ত্রাসের রাজত্ব কায়েম করছে। জনসাধারনের গলায় পা দিয়ে পিষে ওরা দেশের ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পরেছে। কেউই যে ধোঁয়া তুলসি পাতা না তার প্রমাণ অতিতেও দেশবাসী পেয়েছে আর এখনও পাচ্ছে।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২

অস্পিসাস প্রেইস বলেছেন:
রাজীব নুর বলেছেন: একদল ক্ষমতায় থাকার জন্য লড়ছে...
একদল ক্ষমতা থেকে নামানোর জন্য লড়ছে...
দু'দলের লড়ালড়ির মধ্যে সাধারন মানুষের জীবন যায় যায়...


২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই। ঠিক তাই। আমাদের যাওয়ার শেষ জায়গাটুকুও বোধ হয় থাকবে না :(

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

Inferno বলেছেন: সুন্দরবনেও কি শান্তি আছে? রামপাল হচ্ছেনা সেখানে? নিজের পুটকি মেরে ভারত তোষনের রেকর্ড হচ্ছে.।

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

হৃদয় রিয়াজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্লগে স্বাগতম আপনাকে।
যথার্থই বলেছেন। সত্যি চিন্তার বিষয়!

৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

হৃদয় রিয়াজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্লগে স্বাগতম আপনাকে।
যথার্থই বলেছেন। সত্যি চিন্তার বিষয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.