নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

তাজুল ইসলাম- একজন সাদা মনের মানুষ

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪

চারদিকে যখন মানুষের জানমাল নিয়ে অসুস্থ ও গর্হিত খেলা চলছে ঠিক তখনই নতুন করে খাঁটি বাঙালিয়ানার আসল জাত চেনালেন আমাদেরই মাটির মানুষ তাজুল চাচা। পেশায় কৃষক হলেও তিনি আজ যে কাজটি করেছেন তা নিঃসন্দেহে এদেশে গনতন্ত্রের ঝাণ্ডা ধারক আর একেকটা তথাকথিত বিদ্যার জাহাজকে সজোরে চপেটাঘাত করবে। জানি তবুও এদের লজ্জা হবে না। কঠিন ভাইরাসে আক্রান্ত এদের মৃতপ্রায় বিবেককে পুনঃজাগ্রত করার জন্য কোনদিন কোন এন্টি ভাইরাস আবিষ্কৃত হবে না। কিন্তু নিরবে নিভৃতে কাজের কাজটুকু করে যাবেন বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা তাজুল চাচারা। প্রতিদানে আমরা তাদের ২০ টাকা ৫০ টাকা সেধে নিজেদের সার্টিফাইড ছোটলোক প্রমাণ করার চুড়ান্ত প্রস্তুতি নিব। কিন্তু আশ্চর্যজনকভাবে এবারও তারা তীব্র অপমানে দমে যাবেন না। মৃদু হেসে আবারো আমাদের মত পশুগুলোকে মানুষ করার মহান ব্রত নিয়ে ঝাঁপিয়ে পড়বেন।



বিঃদ্রঃ প্রতিদিনের মতই ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হন তাজুল ইসলাম। দেখেন কে বা কারা ট্রেন লাইন উপড়ে রেখেছে! অথচ পশ্চিম দিক থেকেই ভেসে আসছে ট্রেনের আওয়াজ। কি করবেন বুঝতে পারছিলেন না। হঠাতই বুদ্ধি করে বাড়ির দিকে দৌড় দেন। একটি লাঠিতে স্রীর লাল পেটিকোট পেঁচিয়ে ছুটে আসেন। আর তাতেই নিশ্চিত দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপেস ট্রেনটি। বেঁচে যান ৫০০ এর অধিক যাত্রী!! প্রতিদানে ওখানকার ষ্টেশনমাস্টার উনাকে ৫০ টাকা দিতে চেয়েছিলেন...তিনি তা নেন নি। মুখের উপর না করে দোয়া চেয়ে মানুষের ভীড়ে হারিয়ে গেলেন।আজ সত্যি চিৎকার করে বলতে ইচ্ছে করে,

সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: আজ সত্যি চিৎকার করে বলতে ইচ্ছে করে, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই। মন্তব্যে ভাললাগা।

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১১

দিশার বলেছেন: জামাতের কুত্তা গুলা বাংলাদেশ থেকে কবে যাবে কে জানে। সব গুলা রে ফাসি দিচ্ছে না কেন এখনো, কত আর খারাপ হবে পরিস্থিতি এর চাইতে?

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ দিশার ভাই। আপনার সাথে সহমত। এগুলো আমাদের জাতীয় ক্যান্সারে পরিনত হয়েছে। যত তাড়াতাড়ি নির্মূল করা যায় ততই আসলে মঙ্গল।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৬

খেয়া ঘাট বলেছেন: গেলেন।আজ সত্যি চিৎকার করে বলতে ইচ্ছে করে,
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

হৃদয় রিয়াজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় আরিফ ভাই। এবার অনেকদিন পর আসলেন। আপনার মন্তব্যে দারুণ ভালালাগা।

ভাল থাকুন সবসময়।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

হৃদয় রিয়াজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাসেল ভাই। আসলে সত্যিই তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.