নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

যতদিন আমাদের হাতে দেশ...পথ হারাবে না বাংলাদেশ

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪

আজ আমি আর আমার ভাই একটা কাজে পুলিশ হেডকোয়ার্টারস এ গিয়েছিলাম। কাজটা আজ আর হয় নাই। যাই হোক সেখান থেকে মাঝ বয়সী এক চাচার রিক্সায় করে ফিরছিলাম। কথা প্রসঙ্গেই মামার সাথে আলোচনার সূত্রপাত,



- কি মামা দেশের অবস্থা কেমন বুঝেন?

- অবস্থা যে সুবিধার না মামা দ্যাক্তেই তো ফাইতাসেন। কফাল খারাপ হইসে আমাগো গরীবরার...

- আসলে আমাদের সবারই কপাল খারাপ মামা। না হইলে কি এমন ফ্যাসাদে পড়ি কন?

- হয় এইডা অবশ্যি মন্দ কন নাই। আফনেগো ফড়ালেহাও তো ঠিক মত অইতাসে না।

- তো মামা এইবার ভোটটা কারে দিবেন?

- (ব্যাঙ্গাত্মক হেসে) ভোট! কবে অইব এইডা??

- আজ হোক কাল হোক হবে তো এক সময় নাকি!

- হয় এইডাই। তারাঙ্গা আইচে না! দেহা যাক কি হয়...

- (ভাইয়ের দিকে তাকিয়ে কতক্ষন হা করে রইলাম) তারাঙ্গা...মানেনেনে...ওহ তারানকো!!

- হ হ...এই এক্টাই অইলো।

- বাপ বাহ... মামা আপনি তো দেখি অনেক খবরই রাখেন!!

- হেই তো একটুআধটু রাহাই লাগে মামা। আর ভোটের কথা কইলে এই জমাত যেইনে আসে হেইনে আর ভোট দিমু না। এইগুলা বড্ড বার বাড়ছে! দেশটারে এক্কেবারি শেষ কইরা দিল।

- একটা সত্যি কথা কই মামা। এইযে আপনি এত কিছু জানেন বুঝেন...আপনি কি জানেন এই ব্যাপারগুলো অনেক শিক্ষিত মানুষও বুঝে না।

- কি যে কন না মামা! আমরা মুরক্কুসুক্কু মানুষ। এমন কি আর জানি...দিন আনি দিন খাই এইডাই আমাগো কাম। অত জানার সময় কই?



কথা বলতে বলতেই গন্তব্যে চলে এলাম। রিক্সা থেকে নেমে আমার ভাই মামাকে ১০ টাকা বেশি দিয়ে বলল 'মামা সাবধানে থাকবেন' উত্তরে মামা মিষ্টি হেসে পিঠ চাপড়ে দিয়ে বললেন 'বাবারা আফনেগো লগে আলাপ কইরা খুব বালা লাগলো। দোয়া করি আফনেরা মেলা বড় অইন। দেশটার হাল তো আফনেগোরই ধরতে অইব নাকি'



মামা প্যাডেল পারতে পারতে চলে যাচ্ছেন। আমরা দুইজন কেবল দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছি। আসলে যখনই খুব বেশি হতাশ হয়ে যাই তখনই ফিনিক্স পাখির মত এরকম কিছু মানুষ এসে প্রেরণা যোগায়, চেতনার পালে হাওয়া দিয়ে যায়। সত্যিই তখন চিৎকার করে বলতে ইচ্ছা করছিল 'যতদিন আমাদের হাতে দেশ...পথ হারাবে না বাংলাদেশ'



♥ জয় বাংলা ♥

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৬

েফরারী এই মনটা আমার বলেছেন: না ভোটের পূণঃ প্রচ লন চাই ।http://www.somewhereinblog.net/blog/AYAAJ1977/29904049

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

হৃদয় রিয়াজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে আমি আসলে এর কোন ভবিষ্যৎ দেখি না।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল।

ভাল থাকুন।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৩

মশিকুর বলেছেন:
'যতদিন আমাদের হাতে দেশ...পথ হারাবে না বাংলাদেশ'

লেখা ভাল হয়েছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ প্রিয় মশিকুর ভাই। আপনার ভাল লাগায় আমারও ভাল লাগা।

ভাল থাকুন। নিরাপদ থাকুন।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

দূষ্ট বালক বলেছেন: 'যতদিন তোমাদের হাতে দেশ...পথ হারাবে না বাংলাদেশ'
প্রথম আলুর এই এ্যাডটা ভালই লাগে, কিন্তু অপরকে উপদেশ শিখানো প্রথম আলু উপদেশ দিতে পারলেও নিজেরা এর কানাকড়িও মানে না

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

হৃদয় রিয়াজ বলেছেন: ঠিক বলেছেন। ব্যাপারটা আসলেই দুঃখজনক।

ভাল থাকবেন।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি বিশ্বাস করি আমাদের সামাজিক প্রেক্ষাপটের কারণেই পথ হারাবেনা বাংলাদেশ !
কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে , যারা হাল ধরে আছে তারা সবাই কেমন জানি এলিয়েনের মত আচরণ করছে !
তাও বিশ্বাস টা থাকুক না- পথ হারাবেনা বাংলাদেশ !

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

হৃদয় রিয়াজ বলেছেন: সহমত দাদা। এই আত্মবিশ্বাসটুকু নিয়েই এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ।

ভাল থাকুন সবসময়।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

ড. জেকিল বলেছেন: আমাদের হাতে থাকলে তো সমস্যা নাই, কিন্তু যাদের হাতে আছে তারা তো দিগ্বিদিক হারায়ে ফেলতেছে।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২

হৃদয় রিয়াজ বলেছেন: সবুর করেন ভাই। মানুষজন সচেতন হইতেসে। আগের দিন আর নাই। সুদিন আসবেই।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

HHH বলেছেন: আর কয়দিন আপনাদের হাতে দেশ আছে বলে মনে করেন?

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

হৃদয় রিয়াজ বলেছেন: আপনাদের বলতে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন বুঝলাম না। তবে মাথায় গ্যাস্ট্রিকের একটা আভাস পাচ্ছি।

দোয়া করি সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭

HHH বলেছেন: আম্লীগের হাতে আর কয়দিন দেশ থাকবে বলে মনে করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.