নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

লাল সবুজের বিশ্বজয় এবং একটি মেসেজ

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

দুই দুইটা বিশ্ব রেকর্ডের জলজ্যান্ত সাক্ষী হতে পেরে সত্যি অনেক গর্ববোধ করছি। আমরা বাঙালিরা মন থেকে চাইলে পাগলামির ছলে কি না করতে পারি তাই না??? গিনেজ বুক অফ ওয়ার্ল্ডে একদিনে এরকম দুইটা রেকর্ড করে বিশ্ববাসীকে এক মুহূর্তের জন্য হলেও ভাবিয়ে তোলাটা কিন্তু চাট্টিখানি কথা নয়। ঘন্টার পর ঘন্টা প্রচন্ড খরতাপে পুড়ে ২৭১১৭ জন মানুষ নিমিষেই বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকাটি বানিয়ে ফেলল!! ভাবা যায়?? কাজটা যতটা সহজ ভেবেছিলাম নিজের চোখে দেখে আসার পর যেন মনে হচ্ছে ঠিক তার দশ গুন বেশি কঠিন ছিল। প্রথমদিকে দুইবার মহড়ার সময় অনেকেই প্ল্যাকার্ড উল্টাপাল্টা করে ফেলছিল। সত্যি বলতে তখন খুব রাগ হচ্ছিল। এক পর্যায়ে তো আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু... ফাইনাল মোমেন্টে দেশাত্ববোধক সঙ্গীত বেজে উঠার পর বাংলার দামাল ছেলেরা যা করে দেখাল না!! অবিশ্বাস্য... হ্যাটস অফ গাইজ।

আর জাতীয় সঙ্গীতের কথা কি বলব!! ভেবেছিলাম তো তেমন মানুষই হবে না। অথচ গিয়ে আমার বন্ধুদেরই খুঁজে পাই নাই মানুষের ভিড়ে!! বের হওয়ার সময় তো মনে হল এক রকম সাঁতার কাটতে কাটতে বের হচ্ছি!!! আশেপাশের অনেককেই তো কেঁদে ফেলতে দেখলাম!! এক পর্যায়ে নিজেরই চোখ টলমল করছিল। কিভাবে পারে এই মানুষগুলো এত আবেগ দিয়ে গাইতে? কিভাবে??? তা কেবল আমরা বাঙালি বলেই হয়ত সম্ভব।



এই মুহূর্তে আর কিছুই লিখতে পারছি না। শেষকথা একটাই বলব। দেশটাকে স্বাধীনতা বিরোধী অপশক্তি আর বেশিদিন লীজ নিতে পারছে না। এই প্রজন্ম কারো আজ্ঞাবহ নয়। তারা নিজেরাই ভাল মন্দের পার্থক্য করতে জানে। সাধু সাবধান। পরে কিন্তু লুঙ্গি খুলে প্যান্ট পড়ারও সময় পাবা না।



♥ জয় বাংলা ♥

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

টুনা বলেছেন: হ্যাটস্‌ অফ

সবাইকে শুভেচ্ছা।

ভাল থাকবেন নিরন্তর।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

হৃদয় রিয়াজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্লগে স্বাগতম আপনাকে।

ভাল থাকুন। নিরাপদে থাকুন।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

মুহসিন বলেছেন: কিন্তু গিনেজ বুকে এটা এখনো স্থান পেলোনা কেন?
Click This Link

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

হৃদয় রিয়াজ বলেছেন: রেকর্ড অলরেডি হয়ে গেছে ভাই। সেটা গিনেজ অথোরিটি অফিসিয়ালি একদিন ঘোষণা করে দিবে। একটু টাইম নিবে হয়ত।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: জয় বাংলা

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

হৃদয় রিয়াজ বলেছেন: জয় বাংলা...বস। মন্তব্যে ভাল লাগা।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

সেলিম আনোয়ার বলেছেন: লালসবুজের বিশ্বজয়ে গর্ব বোধ করছি।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

হৃদয় রিয়াজ বলেছেন: ঠিক বলেছেন গুরু। আমি গর্বিত আমি বাংলাদেশি বাঙালি।

ভাল থাকবেন।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

সাইবার অভিযত্রী বলেছেন: চারিদিকে জয়! সমুদ্র জয় !! গ্রিনীচ রেকর্ড জয় !!!
রাজনীতিতেও জয়!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

হৃদয় রিয়াজ বলেছেন: ক্রিকেটে জয় সবদিক দিয়েই আসলে জয়। জয় বাঙালির নেশা। ব্লগে স্বাগতম আপনাকে।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০

কাফের বলেছেন: জয় বাংলা :D


১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

হৃদয় রিয়াজ বলেছেন: জয় বাংলা B-) :D

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

মশিকুর বলেছেন:
শুভেচ্ছা জানবেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ বস। আপনিও আন্তরিক ভাললাগা জানবেন।

ভাল থাকুন সবসময়।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

হৃদয় রিয়াজ বলেছেন: আপনিও নতুন বছরের শুভেচ্ছা জানবেন। মন্তব্যে অনেক অনেক ভাললাগা।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.