![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
শুনছো...
আজ নাকি নতুন বছর!
আরে আরে কি হল হঠাত,
কথা বলছ না যে?
ভাবছ এতে কি হয়েছে,
হচ্ছি আশ্চর্য কিসে!
কি তাইতো??
আমি তো ভাই-
উদাসী পথিক,
হবে কারণ হয়ত।
রোজনামচায় তোমার এহেন,
ঘরকুনো ভাব গড়িমসি,
আর লাগে না ভাল।
ওগো তুমি কেমন প্রেমিক?
এই কথাটি প্লিজ বল।
তবে বলছি এবার শোন-
তুমি পাশে থাকলে পরে,
সব ভুলে যাই জেনো।
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
হৃদয় রিয়াজ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন দুর্জয় ভাই। নতুন বছরের শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ, দারুণ।
হ্যাপি নিউ ইয়ার!