![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
মেয়ে তুমি কি একটু আসবে?
সময় করে বসবে পাশে??
কথা দিচ্ছি...
চুমুক দিব না চায়ের কাপে,
উষ্ণতা খুঁজবো তোমার ঠোঁটে।
লোকে যা ভাবার ভাবুক,
কান দিব না তাতে।
শুধু শক্ত করে তুমি তোমার,
হাতটি রেখো হাতে।
যদি হঠাত চুপটি করে,
চোখটি পরে চোখে।
তবে প্লিজ...
লজ্জা পেয়ো না তাতে।
আমি কিন্তু বেহায়ার মতন,
হাসবো দিনে রাতে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
হৃদয় রিয়াজ বলেছেন:
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪০
তরিকুল ইসলা১২৩ বলেছেন: চুমুক দিব না চায়ের কাপে,
উষ্ণতা খুঁজবো তোমার ঠোঁটে।
ভালো লাগছে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই। মন্তব্যে ভাললাগা...
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
রুমান্টিক
ভালো লাগলো
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই
৪| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৪
শফিক আলম বলেছেন: "চুমুক দিব না চায়ের কাপে,
উষ্ণতা খুঁজবো তোমার ঠোঁটে।" চমৎকার!
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১১
হৃদয় রিয়াজ বলেছেন: Thank you so much. I am very happy to see that
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০০
খেয়া ঘাট বলেছেন: