![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
রেস্টুরেন্টে গেলাম পেটের রশদ যোগাতে। আলুর চপ আর পুরি খাচ্ছি তো খাচ্ছিই। সামনে পিছনে কোন খেয়াল নাই। সস চাইতে ঘাড় ঘুরিয়েই দেখি পিছনের টেবিলে জীর্ণ ছেঁড়া পাঞ্জাবী পরিহিত এক মাঝবয়সী লোক আমার চাইতেও দ্রুত আই মিন ঘাপুশ-ঘুপুশ খাচ্ছেন। খুব একটা পাত্তা না দিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পরেই শুনি পেছন থেকে এক ভদ্রলোক বলছেন 'চাচা যদি কিছু মনে না করেন তবে আমি একটু উঠি। (ওয়েটারকে ডেকে) মামা উনার আর কি লাগে একটু দেখেন' বলতে বলতে বিল দিতে চলে গেলেন। ভদ্রলোকটিকে শেষবারের মত দেখার জন্য আরেকবার তাকালাম।
নাহ উনি যাওয়ার সময় কোন ছবি তুলেও নিয়ে যান নাই আর কোন ইন্টারভিউও করেন নাই যে বাসায় গিয়েই ফেবুতে বসে আপলোড মারবেন আর লিখবেন 'হেই ডুড আমি আজকে এই পোওর গাইটাকে খাওয়ালাম। ফিলিং অসাম'
আজ আমি বড়াই করে বলতেই পারি আমাদের দেশের মানুষগুলো এখনও অতটা খারাপ হয়ে যায়নি যতটা আসলে আমরা ভাবি। সবশেষ লোকদেখানো ক্রেডিট সিকিং মানসিকতাকে পাশ কাটিয়ে চলা এসকল পরোপকারী নিভৃতচারী মানুষদের জন্য রইল হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালবাস...
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯
হৃদয় রিয়াজ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯
কালোপরী বলেছেন: